29/10/2022
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য'কে সামনে রেখে আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পাটগ্রাম থানার পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
এসআই রমজান আলী'র সঞ্চালিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন বাবুল উপজেলা চেয়ারম্যান পাটগ্রাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা।
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।
কমিউনিটি পুলিশের কার্যক্রমের মধ্যে রয়েছে ওপেন হাউজ ডে’র মাধ্যমে স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় সভা, গণসচেতনতামূলক কার্যক্রম, অপরাধবিরোধী সভা, দৃশ্যমান পেট্রল ইত্যাদির মাধ্যমে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনা।
এদিকে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে পাটগ্রামে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠানে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হাসান সুমন উপজেলা নির্বাহী অফিসার পাটগ্রাম। বাবু পূর্ন চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা শাখা, এবং সভাপতি কমিউনিটি পুলিশিং পাটগ্রাম থানা, এবং সভাপতি, আওয়ামীলীগ পাউগ্রাম। রাসেদুল ইসলাম সুইট, সম্মনিত মেয়়র , পাটগ্রাম পৌরসভা এবং সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাটগ্রাম উপজেলা শাখা। মিজানুর রহমান নিলু, অধ্যক্ষ, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজ পাটগ্রাম, ও যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখা। মোফাজ্জল হোসেন লিপু ভাইস চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা পরিষদ । আবু তালেব, সাধারন সম্পাদক, কমিউনিটি পুলিশিং পাটগ্রাম উপজেলা শাখা, এবং যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, পাটগ্রাম উপজেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা, জাকির হোসেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, পাটগ্রাম উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা, ছালাউজ্জামান ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, পাটগ্রাম উপজেলা শাখা, এবং আরো উপস্থিত ছিলেন আবদুল মুত্তালিবের সরকার, তদন্ত অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা, মাহাফুজ শাহ্ , উপ-পরিদর্শক পাটগ্রাম থানা, এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
Mithu Murad এর প্রতিবেদন