
29/08/2024
আপনিও চাইলে এ্যারো আই.টি ট্রেনিং থেকে প্রশিক্ষণ দিয়ে
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে সরাসরি সরকারী সার্টিফিকেট নিতে পারবেন।🎉🎉
আপনি কি চাকুরী প্রত্যাশী?কম্পিউটার কোর্সের পাশা পাশি সরকারী সার্টিফিকেট অর্জন করতে চান?একটি সরকারী সনদ হতে পারে আপনার ভবিষ্যত চাকুরী বা ক্যারিয়ার গঠনে অনেক বেশি সহায়ক সম্বল। দিচ্ছে কম্পিউটার এ্যারো আই.টি কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সনদ অর্জনের সুবর্ণ সুযোগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন,গ্রাফিক্স ডিজাইন সরকারী সার্টিফিকেশন কোর্সের ভর্তি/রেজিস্ট্রেশন চলছে।
◾আসন সংখ্যা প্রতি বিষয়ে ৫০টি মাত্র
◾JSC/JDC অথবা SSC/DHAKIL এর যে কোন ১টি সার্টিফিকেটের ফটো কপি
◾পাসপোর্ট সাইজ ১কপি ফটো
আপনার কম্পিউটার কোর্স এর সার্টিফিকেটটি বোর্ডের সরকারী সনদ কিনা বা আপনি যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিচ্ছেন তা সরকার অনুমোদিত কিনা তা যাচাই করুন কারিগরি শিক্ষাবোর্ডের এই ওয়েব সাইটে গিয়ে-
www.bteb.gov.bd। অনুমোদনহীন প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়ে সময় ও অর্থ নষ্ট না করে বেছে নিন সরকার অনুমোদিত ও কোয়ালিটি প্রতিষ্ঠান।
ARROW INFORMATION TECHNOLOGY
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত,পরিচালিত ইনস্টিটিউট (প্রতিষ্টান কোডঃ 18187)।
🔰🔰আমদের আইটি ও ফ্রিল্যান্সিং কোর্স সমুহঃ
✅ওয়েব ডিজাইন,ওয়ার্ডপ্রেস,Wix,Shopify।
✅এডভান্স গ্রাফিক ডিজাইন।
✅ গ্রাফিক ডিজাইন
✅মাস্টার কোর্স(গ্রাফিক ও ডিজিটাল মার্কেটিং)
✅ডিজিটাল মার্কেটিং,এসইও।
✅কম্পিউটার অফিস প্রোগ্রাম ও ডাটা এন্ট্রি কোর্স
✍️✍️✍️কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️কোর্স শেষ শেষে কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
♀️২০১৬ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
♀️অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️শীততাপ নিয়ন্ত্রিত ও স্মার্ট কম্পিউটার ল্যাব।
♀️ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
🏠ঠিকানাঃ Kamdia, Gobondagaj, Gaibandha
বিস্তারিতঃ📱01712137061
#এ্যারো #ইনফরমেশন #টেকনোলজি