16/10/2025
দিশেহারা জীবন...
দিশেহারা এই জীবন, যেন পথ হারানো পাখি,
আকাশ আছে ওপরে, তবু ডানা মেলে না আর রাখি।
স্বপ্নগুলো একদিন উড়েছিল রঙিন আকাশে,
আজ সবই ঝরে গেছে, অবহেলার বাতাসে।
বাতাসে মিশে গেছে কত অজানা নিঃশ্বাস,
ভালোবাসা মিথ্যে হলো, ভাঙলো অনন্ত আশ্বাস।
যে পথ ধরে হাঁটতাম, আজ সে পথ অচেনা,
হৃদয় বলে ফিরে যাই, মস্তিষ্ক বলে—না, থেমে না।
বন্ধুরা আজ ব্যস্ত, সময় বড় নির্দয়,
হাসির পেছনে লুকায় কত অজানা ভয়।
দিন শেষে দেখি শুধু ক্লান্ত এক চেহারা,
স্বপ্নে দেখি আমায়—অদ্ভুত এক দিশেহারা।
ভালোবাসা কি তবে ভ্রান্তির কোনো নাম?
যে কাছে এসেছিল, সে হলো এখন অচেনা গ্রাম।
অভিমান, অপূর্ণতা, নীরবতার ছায়া,
এই-ই এখন সঙ্গী আমার, নেই আর কারো মায়া।
রাতের নক্ষত্রেরা হাসে, চাঁদও করে তামাশা,
বলে—"তুমি হারিয়েছ নিজেরই ভাষা!"
তবু ভোরের অপেক্ষায় জেগে থাকি প্রতিদিন,
যেন আলোয় ভেসে যাবে দিশেহারা এই জীবন।
তবু মনে আশার আলো নিভে না একেবারে,
কখনো না কখনো সুখ আসবে হয়তো দ্বারে।
ততদিন এই পথ ধরে আমি একাই চলি,
দিশেহারা জীবনের গল্প লিখে যাই তবু অলি-গলি।