Jihan & Jarif

Jihan & Jarif সুবহানআল্লাহ,
সবার ভালোবাসা চাই অবিরাম ❤️পাশেই আছি পাশেই থাকবো❤️


& jarif
(7)

18/09/2025

শুভ দুপুর

18/09/2025

Good morning

17/09/2025

Good night my dear All friends ❤️🇧🇩

17/09/2025

হায় রে জীবন..

হায় রে জীবন! কত আশা ভরা,
কখনোই মেলে না সবই সারা।
হাসির আড়ালে কান্নার ঢেউ,
কত স্বপ্ন ভাঙে, কতই যে ঢেউ।

হায় রে জীবন! কঠিন পথচলা,
কেউ বুঝে না কষ্ট, কেউ করে ঠেলা।
একদিন সূর্য, পরদিন মেঘ,
আনন্দে ভেজে, দুঃখে দেয় রেঘ।

হায় রে জীবন! ক্ষণস্থায়ী আলো,
কেউ থাকে পাশে, কেউ হয় কালো।
কখনো ভালোবাসা, কখনো প্রতারণা,
মনের ভেতর লুকায় গভীর যন্ত্রণা।

হায় রে জীবন! শেখায় সহ্য করতে,
হাসি দিয়ে বুকের ব্যথা ঢাকতে।
স্বপ্ন যদি ভাঙে, তবু চলতে হয়,
কারণ এ জীবন—কখনো শান্তি, কখনো ভয়।

17/09/2025

কি পেলাম — সময়ের বুকে টিকে থাকা ছোট্ট আশা,
ভালোবাসার টুকরো ঘুম, তবু দিন শেষে নীরব প্রার্থনা।
অল্পটুকু দয়ালু হাসি, কোনোদিন ছুটে আসে স্বপ্নের খোঁজে,
আর মনে পড়ে—সব হারানোও শেখায় আবেগের ভাষা বোঝে।

17/09/2025

বিবাহিত জীবন..

দুই হৃদয়ের মেলবন্ধন,
দুই প্রাণের মিলন,
হাসি-কান্নায় ভরা পথ,
চলার সঙ্গী জীবন।

শপথে বাঁধা পবিত্র বন্ধন,
ভালোবাসায় গড়া,
ঝড়-তুফানে হাত ধরাধরি,
কখনো না ফেরা।

খুনসুটি আর মধুর টান,
রাগে-অভিমানে,
তবু শেষে মিশে থাকে,
ভালোবাসার গানে।

সন্তান হাসে আশীর্বাদ হয়ে,
স্বপ্ন ভরে চোখে,
বিবাহিত জীবনের সুখ-দুঃখ
আঁকড়ে রাখে শোকে।

এ পথ সহজ নয় কখনো,
চাই ধৈর্যের আলো,
বিশ্বাস-ভরসায় সাজে ঘর,
হয় স্বপ্নের ভালো।

17/09/2025

শুভ দুপুর ❤️

17/09/2025

Good Morning

16/09/2025

Good night

16/09/2025

শুভ সন্ধ্যা

পেঁপের ক্ষেতে.....
16/09/2025

পেঁপের ক্ষেতে.....

16/09/2025

❤️হঠাৎ প্রেমে পড়লে❤️

হঠাৎ দেখি চোখে চোখ,
মনটা কেঁপে ওঠে শোক।
অজানা এক অচেনা টান,
হৃদয়ে বাজে প্রেমের গান।

হাওয়া বয়ে আনে মিষ্টি সুবাস,
অচেনা বুকে জাগে বিশ্বাস।
নীরবতায় মিশে যায় আলো,
চেনা পৃথিবী হয় কেমন ভালো।

এক মুহূর্তে বদলায় জীবন,
অদৃশ্য বাঁধনে জড়ায় মন।
অপরিচিত হয় আপনজন,
হৃদয় খুঁজে পায় নতুন স্বর।

হঠাৎ প্রেমে পড়া এ এক যাদু,
স্মৃতির ক্যানভাসে আঁকে মধুর বাঁধু।
চোখের ভাষায় বলে যে কথা,
সেটাই হয় প্রেমের প্রথম ব্যাখ্যা।

Address

Paglapir, Rangpur Sadar, Rangpur
Rangpur

Telephone

+8801904280778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jihan & Jarif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jihan & Jarif:

Share

Category