Gaibandha Poribar - গাইবান্ধা পরিবার

Gaibandha Poribar - গাইবান্ধা পরিবার এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ।সবাই ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ।

১৬ বছর টানা প্র'বাসে থেকে অ"সু'স্থতা নিয়ে বাড়ি ফিরলাম। কেউ-ই কথা বলে না পরিবারে সবার আশা আবার যেনো চলে যাই টাকা পাঠাই। ক...
07/08/2025

১৬ বছর টানা প্র'বাসে থেকে অ"সু'স্থতা নিয়ে বাড়ি ফিরলাম। কেউ-ই কথা বলে না পরিবারে সবার আশা আবার যেনো চলে যাই টাকা পাঠাই। কেউই জানে না আমার যে ক্যা/ন্সা'র থার্ড স্টে"জ! 🙂

~ নাম প্রকাশে অনিচ্ছুক।💔

এরকম বোন কতজনই বা হতে পারে জানা নেই😊তাদের জন্য শুভ কামনা🥰
07/08/2025

এরকম বোন কতজনই বা হতে পারে জানা নেই😊
তাদের জন্য শুভ কামনা🥰

06/08/2025
রংপুর এর এমন মফিজ প্রত্যেকটা ঘরে ঘরে চাই। আশরাফুল ইসলাম স্যার, রংপুর বাড়ি, রংপুইরা মফিজ এমনি এমনি বলে!!স্যার আসলেই মফিজ,...
22/07/2025

রংপুর এর এমন মফিজ প্রত্যেকটা ঘরে ঘরে চাই। আশরাফুল ইসলাম স্যার, রংপুর বাড়ি, রংপুইরা মফিজ এমনি এমনি বলে!!
স্যার আসলেই মফিজ, নিজে নিরাপদ থাকা বাদ দিয়ে গিয়েছিলেন বাচ্চাদের বাঁচাইতে, বাচ্চাদের বাঁচাইতে গিয়ে নিজেই আহত হইছেন!
আমরা এমন মফিজ ঘরে ঘরে চাই, যেই মফিজরা পাথর দিয়ে মানুষ মারবে না, যেই মফিজরা গুলি করে মানুষ মারবে না সেই মফিজ ঘরে ঘরে চাই, যেই মফিজরা নিজে মরার চিন্তা বাদ দিয়ে অন্যকে বাঁচানোর চিন্তা করে, সেই রকম মফিজ ঘরে ঘরে চাই!
আশরাফুল ইসলাম স্যার, আসলেই একটা মফিজ!❣️🙏

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকিং বিরোধী বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধারগাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিয...
17/05/2025

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকিং বিরোধী বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী।
এসময় অভিযুক্ত হ্যাকার বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলা লিঙ্ক সিম এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে অভিযুক্ত হ্যাকার বাড়িতে অভিযানকালে কিছু সিম কার্ড, হার্ডডিক্স, পেন ড্রাইভ, পিসি,মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী খাতা উদ্ধার করা হয়।

18/04/2025

Location : kuptola Road, gaibandha

এই ভিডিওটা দেখে সেরাতে ঘুমাতে পারিনি৷ একজন বাবা নিজের জীবনের সবকিছু দিয়েও যখন নিজের সম্মান পায় না তখন কি বা করবে! ঘটনা স...
15/04/2025

এই ভিডিওটা দেখে সেরাতে ঘুমাতে পারিনি৷ একজন বাবা নিজের জীবনের সবকিছু দিয়েও যখন নিজের সম্মান পায় না তখন কি বা করবে!

ঘটনা সিরাজগঞ্জ, উল্লাহপাড়ার, এইই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে দুনিয়া ছেড়ে চলে যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া হয়৷ এমনো রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। ওইদিন দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল কিছু খান নাই। তারপর দুপুরে এ কাজটা করেন৷

আচ্ছা পৃথিবী এতো নিষ্ঠুর কেন?
কেউ বাবা নাই দেখে পাগল প্রায়,আবার কেউ আছে দেখে অবহেলা করে

- সংগৃহীত

উত্তরা ১১ নাম্বার সেক্টর জমজমের মোড়ের আশেপাশে যারা থাকেন বা জমজমের মোড় দিয়ে যারা সকালবেলা অফিসে যাতায়াত করেন, তাদের ক...
15/04/2025

উত্তরা ১১ নাম্বার সেক্টর জমজমের মোড়ের আশেপাশে যারা থাকেন বা জমজমের মোড় দিয়ে যারা

সকালবেলা অফিসে যাতায়াত করেন, তাদের কাছে সবিনয় অনুরোধ করছি। কম টাকায় হোমমেড নাস্তা করতে চাইলে উনার এখানে চলে আসবেন।
একজন ভদ্রমহিলা এখানে নাস্তা বিক্রি শুরু করেছেন। উনি হয়তো অভাবগ্রস্ত হয়ে ক্ষুদ্র মূলধন নিয়ে রাস্তায় ব্যাবসা করতে নেমেছেন।
আপনাদের সবার সহযোগিতায় ওনার জন্য আগামী দিনের পথ চলা সহজ করে দিবে....
ইনশা আল্লাহ....

-Collected

কেনো তাকে বড় খেলোয়াড় বলছি কারণ,আশিক একজন শখের স্কাইডাইভার! মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯...
15/04/2025

কেনো তাকে বড় খেলোয়াড় বলছি কারণ,

আশিক একজন শখের স্কাইডাইভার! মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি ‘গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ রেকর্ড অর্জন করেন। বাংলাদেশের পতাকা নিয়ে। আমরা এসব নিউজ জানি? জানি না! হিরো আলম আর ঐ কি রে আগুন আগুন নিয়ে পরে থাকতে আমরা অভ্যস্ত। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে।

সেই ছেলেই বিডার চেয়ারম্যান হয়ে কয়েক মাসে তাক লাগিয়ে দিয়েছে। তার হাত ধরে বিনিয়োগ হাবে পরিণত হচ্ছে একটি দেশ।

14/04/2025

চীনের ১ হাজার শয্যা হসপিটাল, রংপুরে নয়,গাইবান্ধা সদর
রামচন্দ্রপুর পরে থাকা সরকারি ৩১ বিঘা জমিতে চাই।(collected)

রংপুরে ঘুরে দেখার মত যত স্থানঃ১। তাজহাট জমিদার বাড়ি২। পায়রাবন্দ জমিদার৩। ইটাকুমারী জমিদারবাড়ি৪। দেওয়ানবাড়ির জমিদারবাড়ি৫।...
29/01/2025

রংপুরে ঘুরে দেখার মত যত স্থানঃ
১। তাজহাট জমিদার বাড়ি
২। পায়রাবন্দ জমিদার
৩। ইটাকুমারী জমিদারবাড়ি
৪। দেওয়ানবাড়ির জমিদারবাড়ি
৫। গোপালপুর জমিদার বাড়ী
৬। দেবী চৌধুরাণীর রাজবাড়ি
৭। পীরগাছা রাজবাড়ি (মন্থনা জমিদার বাড়ি)
৮। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র
৯। হাতী বান্ধা মাজার শরীফ
১০। কেরামতিয়া মসজিদ ও মাজার
১১। মিঠাপুকুর তিন কাতারের মসজিদ
১২। ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)
১৩। দক্ষিন মমিনপুর জহুরিয়া বুড়া মসজিদ
১৪। খান চৌধুরী মসজিদ
১৫। মান্দ্রাইন পূর্বপাড়া পাকি জামে মসজিদ
১৬। কলি আমিন ও দলি আমিন হেলা জামে মসজি
১৭। মিঠাপুকুর মসজিদ
১৮। তনকা প্রাচীন মসজিদ
১৯। লালদীঘি নয় গম্বুজ মসজিদ
২০।শতবর্ষী বটগাছ
২১। চিকলির বিল
২২। ধুম নদী বিল
২৩। সদ্যপুষ্করিণী দিঘী
২৪। নান্দিনার দিঘী
২৫। মিঠাপুকুর দিঘী
২৬। রংপুর টাউন হল
২৭। রংপুর কারমাইকেল কলেজ
২৮। শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)
২৯। লাহিড়ীরহাট বধ্যভূমি
৩০। সাহাবাজপুর বৌদ্ধনাথের ধাম (শিবমন্দির)
৩১। মাঠের পাড় শিব মন্দির
৩২। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার
৩৩। তিস্তা নদীর উপর নির্মিত গ্রোয়েন বাঁধ
৩৪। বদরগঞ্জে সাপের গ্রাম
৩৫। ভিন্নজগত
৩৬। রংপুর চিড়িয়াখানা
৩৭। মায়া ভূবন পার্ক
৩৮। অবসর পার্ক
৩৯। প্রয়াস সেনা বিনোদন পার্ক..!!

ফলের দোকান💓
21/01/2025

ফলের দোকান💓

Address

Rangpur

Telephone

+8801794163935

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha Poribar - গাইবান্ধা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaibandha Poribar - গাইবান্ধা পরিবার:

Share