Nasim 001

Nasim 001 চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছাড়বো না হাল...
(4)

শুভ রাত্রি....❤️❤️
18/07/2025

শুভ রাত্রি....❤️❤️

আসসালামু আলাইকুম, কেমন আছেন?
19/06/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন?

আলহামদুলিল্লাহ, মানবিক কাজ করলে নিজের মনে একটা অন্য রকম শান্তি পাওয়া যায়। আমাদের মানবিক কার্যক্রমে যুুক্ত হতে যোগাযোগ কর...
18/06/2025

আলহামদুলিল্লাহ, মানবিক কাজ করলে নিজের মনে একটা অন্য রকম শান্তি পাওয়া যায়। আমাদের মানবিক কার্যক্রমে যুুক্ত হতে যোগাযোগ করুন 01963773842 (হোয়াটসঅ্যাপ/কল) করুন।

আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের।
17/06/2025

আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের।

আপনাদের দেয়া ভালোবাসা..💖🥰
17/06/2025

আপনাদের দেয়া ভালোবাসা..💖🥰

কেমন আছেন সবাই?
16/06/2025

কেমন আছেন সবাই?

Good Night...
31/05/2025

Good Night...

শুভ সকাল বন্ধুরা...
21/05/2025

শুভ সকাল বন্ধুরা...

" Thoughts of Billal  — অহংকার, কপিরাইট ও বাস্তবতার আয়না"প্রথমে বলি কিছু ব্যক্তিগত কথা" Thoughts of Billal —এই নামে যে ছ...
20/05/2025

" Thoughts of Billal — অহংকার, কপিরাইট ও বাস্তবতার আয়না"

প্রথমে বলি কিছু ব্যক্তিগত কথা
" Thoughts of Billal —এই নামে যে ছেলেটি কাজ করছে, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং সত্যি বলতে, ছেলেটি মনের দিক থেকে ভালো এবং তার স্বেচ্ছাসেবী কাজগুলো প্রশংসার দাবিদার—এতে কোনো সন্দেহ নেই।

তবে সম্প্রতি নেটিজেনদের মধ্যে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে।

অনেকেই অভিযোগ করেছেন, Billal বিনা কারণে মানুষকে কপিরাইট দিচ্ছেন।
আমি এসব কথা শুনে কৌতূহলবশত তার পেইজে যাই—সত্যি বলতে এতদিন কখনও ঢোকা হয়নি, কারণ তিনি আমার কাছে এমন কেউ নন, যাকে দেখে কিছু শেখার আছে।

পেইজে গিয়ে দেখি:
সে ব্যাখ্যা দিয়ে ভিডিও বানিয়েছে—"আমি কপিরাইট দিচ্ছি, কারণ আমার কনটেন্ট কেউ চুরি করছে।"

কিন্তু সমস্যার শুরু এখানেই।
ভুক্তভোগীদের বক্তব্য হচ্ছে—
তারা তার কোনো ভিডিও, ছবি বা ক্যাপশন চুরি করেননি। বরং তারা শুধু তার কিছু ভুল তুলে ধরে, যুক্তিসহ ভিডিও বানিয়েছেন।
কিন্তু এই সমালোচনামূলক ভিডিওগুলোই রাইটস ম্যানেজারে তুলে কপিরাইট ক্লেইম দিয়ে দিচ্ছে Billal

একজন তো বলেই ফেললেন—
"আমি তার অনেক বড় ফ্যান ছিলাম। কিন্তু শুধুমাত্র ভালোবাসা থেকে তার একটি ছবি পোস্ট করেছিলাম নিজের ক্যাপশন দিয়ে, কপি করিনি কিছুই—তবুও কপিরাইট দেওয়া হলো।"

প্রশ্ন উঠছে—
যে ভিউ থেকে তুমি আয় করছো, সেই সাধারণ মানুষকে অপমান করে কপিরাইট দেওয়ার অধিকার কি তোমার আছে?
তাদের ইনকাম বন্ধ করে দিলে সেটা কি সত্যিই ন্যায়ের পরিচয়?

---নামের প্রসঙ্গে আসা যাক—

" Thoughts of Billal" পেইজ খোলা হয়েছে ২৯ মার্চ ২০২৩।
আর "Thoughts of Shams" পেইজ তৈরি হয়েছিল ২৩ আগস্ট ২০১৭।
তাহলে কে কাকে কপি করলো?

যে নাম তুমি ব্যবহার করছো, সেটাই যদি অনুকরণ হয়,
তবে তুমি কীভাবে অন্যকে “Creative হও” বলতে পারো?

---আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:

তুমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করো—
সেগুলো কি তোমার নিজের তৈরি?
না কি ইউটিউব বা অন্য সোর্স থেকে নিয়েছো?

ভুলে যেও না—
প্রতিটি মিউজিকের Content ID থাকে, যা মূল স্রষ্টার ড্যাশবোর্ডে রেজিস্টার করা।
তুমি যদি শুধু ব্যবহার করো, সেটার মালিকানা দাবি করা কি যুক্তিসংগত?

---তাই আমি তোমাকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি:

১. যাদেরকে অন্যায়ভাবে কপিরাইট দিয়েছো, সেসব তুলে নাও।
২. পেইজের নাম পরিবর্তন করো, কারণ এটি একান্ত তোমার সৃষ্টি নয়।
৩. অন্যের সৃষ্টিকে সম্মান করতে শিখো—কারণ সেটাই সৃষ্টিশীলতার প্রকৃত মূল্য।

যদি ৭২ ঘন্টার মধ্যে যাচাই-বাছাই করে মানুষের হয়'রানি মূলক কপিরাইট না তুলে নেও তাহলে আগামী ৭২ ঘন্টা পর তোমার রাইটস ম্যানেজার মা-রা খাইবা । তারপর প্রতি ২৪ ঘন্টায় মানুষের সৃষ্টি করা মিউজিক ইউজ করার কারনে ক্লেইম খাইবা সব শেষে তোমার পেইজ টাও । Thoughts of Billal ভাই, অহংকারে ভাইবা গেলো রাজা, নামটা কপি, তাও বাজায় বাজা! অন্যের মিউজিক, অন্যের বাণী, নিজের বলে গায়—কি আজব কাহিনী!

17/05/2025

আলহামদুলিল্লাহ আরো একটি সকাল পেলাম..💖💖

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasim 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasim 001:

Share

Category