11/07/2025
আবার মাঠে নামতে হবে, হে সাহসী জুলাই যোদ্ধারা!
বসে থাকার সময় নয় এখন,
সময় এসেছে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।
অবিচারের অন্ধকার দূর করতে হলে, সাহস নিয়ে আলোর পতাকা উঁচিয়ে ধরতে হবে।
জেগে উঠো অধিকার রক্ষার সংগ্রামে,
কারণ ইতিহাস অপেক্ষা করছে—
তোমার সাহসিকতা আর ত্যাগের নতুন অধ্যায়ের জন্য।
জুলাই মানেই প্রতিবাদ,
জুলাই মানেই ছাত্রজনতার গর্জন!
___মিরাজুল ইসলাম আফ্রিদি