04/01/2026
আলহামদুলিল্লাহ! 🤲
বাতিলের সকল ষড়যন্ত্র, চক্রান্ত ও অপচেষ্টা ভেদ করে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) আসনের
সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাজেদুর রহমান
আবারও তাঁর ন্যায্য মনোনয়ন ফিরে পেয়েছেন।
এর মাধ্যমে সত্য, ন্যায় ও আদর্শের বিজয় হলো।
এটি প্রমাণ করে, বাতিল যতই ষড়যন্ত্র করুক,
আল্লাহর সাহায্য থাকলে হক কখনো পরাজিত হয় না।
ইনশাআল্লাহ, সুন্দরগঞ্জের মানুষের অধিকার,
ন্যায়ভিত্তিক উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে
এই মনোনয়ন হবে নতুন প্রেরণা ও শক্তি।
হক আসবেই, বাতিল মুছে যাবেই—ইনশাআল্লাহ।
#আলহামদুলিল্লাহ
#হকের_জয়
#বাতিলের_পরাজয়
#অধ্যাপক_মাজেদুর_রহমান
#গাইবান্ধা১
#সুন্দরগঞ্জ
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#ন্যায়ের_রাজনীতি
#ইসলামি_মূল্যবোধ
#জনতার_আস্থা