চলো ঘুরে আসি ০

চলো ঘুরে আসি ০ চলো ঘুরে আসি

12/11/2024

লাইফের প্রথম প্রেম হইছে তো তাই আমি তেমন একটা বুঝি না। রাতে প্রেমিক জিগাইছে, ঘুমাবা না?

আমি সরল মনে বলছি, ঘুম আসতেছে না।

তাই শুনে সে বলেছে – কাছে আসো ঘুম পাড়ায় দেই।

– কাছে কই আসব?

– আমার বুকে আসো বাবু।

সে থাকে ময়মনসিংহ, আমি রাজশাহী। তারপরও, আচ্ছা ঠিক আছে আসি, বলে অনলাইন থেকে বের হইছি। স্টেশনে গিয়ে রাতের ট্রেনে রওয়ানা হইছি ময়মনসিংহ। প্রেমিকের বাসায় পৌছাইতে পৌছাইতে রাত সাড়ে তিনটা বাজছে। অথচ তারা গেট খুলে না তো খুলেই না। অনেক্ষণ বেল বাজানোর পর বাড়িওয়ালি হাতে মোটা লাঠি এবং আমার প্রেমিকের রুমমেট রাজ হাতে ঝাটা নিয়ে বের হইছে।

আমি বলছি শুভ আমাকে আসতে বলছে।

– কোথায় আসতে বলেছে?

– ওর বুকে।

– হোয়াট?

– মানে ওর কাছে। আমার তো ঘুম আসে না, তাই ও বলেছে ঘুম পাড়ায় দিবে।

– কিভাবে, কখন বললো??

– মেসেন্জারে, সন্ধ্যা ১০ টায় বলছে।

এই কথা শুনে তো দুইজনই মাথা ঘুড়াইয়া পরে গেছে।

এই সুযোগে আমি প্রেমিকের কাছে পৌছে গেছি।😂❤️🖤

02/11/2024

02/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mbah Mamat, Golam Azom Azad, Alomgir Ahmed, فهد أبو عذاب, MD Liton Rohoman, Md Imran Hossen, Nur Alam Hasnabad N, Prince Mozahid, Mehrz DeSa, Jane Alam Mem, Sachinkujur Sachinkujur, Md Shohag Babu, Md Roton Khan, Md Repon, Akash Akash, Md Úhîk Išlãm, জানতে গেলে দেখতে হবে, MD Robel

29/09/2024

#তোমাকে_ভালোবাসা_ছাড়া_আমার_জীবনে_আমি_আর_কোনপাপ_করিনি #সে #স্যাড

03/09/2024

#বন্যার কবলে মানুষ

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো ঘুরে আসি ০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share