12/11/2024
লাইফের প্রথম প্রেম হইছে তো তাই আমি তেমন একটা বুঝি না। রাতে প্রেমিক জিগাইছে, ঘুমাবা না?
আমি সরল মনে বলছি, ঘুম আসতেছে না।
তাই শুনে সে বলেছে – কাছে আসো ঘুম পাড়ায় দেই।
– কাছে কই আসব?
– আমার বুকে আসো বাবু।
সে থাকে ময়মনসিংহ, আমি রাজশাহী। তারপরও, আচ্ছা ঠিক আছে আসি, বলে অনলাইন থেকে বের হইছি। স্টেশনে গিয়ে রাতের ট্রেনে রওয়ানা হইছি ময়মনসিংহ। প্রেমিকের বাসায় পৌছাইতে পৌছাইতে রাত সাড়ে তিনটা বাজছে। অথচ তারা গেট খুলে না তো খুলেই না। অনেক্ষণ বেল বাজানোর পর বাড়িওয়ালি হাতে মোটা লাঠি এবং আমার প্রেমিকের রুমমেট রাজ হাতে ঝাটা নিয়ে বের হইছে।
আমি বলছি শুভ আমাকে আসতে বলছে।
– কোথায় আসতে বলেছে?
– ওর বুকে।
– হোয়াট?
– মানে ওর কাছে। আমার তো ঘুম আসে না, তাই ও বলেছে ঘুম পাড়ায় দিবে।
– কিভাবে, কখন বললো??
– মেসেন্জারে, সন্ধ্যা ১০ টায় বলছে।
এই কথা শুনে তো দুইজনই মাথা ঘুড়াইয়া পরে গেছে।
এই সুযোগে আমি প্রেমিকের কাছে পৌছে গেছি।😂❤️🖤