Bristy jiboner Golpo

Bristy jiboner Golpo none
labib
Rangpur none

“হাসি দেখে সবাই ভাবে সুখী, কিন্তু কেউ জানে না হাসির পেছনে লুকিয়ে থাকা কতটা ব্যথা!”
08/08/2025

“হাসি দেখে সবাই ভাবে সুখী, কিন্তু কেউ জানে না হাসির পেছনে লুকিয়ে থাকা কতটা ব্যথা!”

05/08/2025

দোয়া ব্যাতিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না!'🌸

- হযরত মুহাম্মদ সাঃ! 💛

নিজেকে বদলানো মানে নিজের সাথে যুদ্ধ করা, এবং এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন—কিন্তু একবার জিতলে, পুরো পৃথিবী বদলে যায়।
03/08/2025

নিজেকে বদলানো মানে নিজের সাথে যুদ্ধ করা, এবং এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন—কিন্তু একবার জিতলে, পুরো পৃথিবী বদলে যায়।

কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়.!কাউকে ভালোবাসলে অথবা কাউকে আগলে রাখার প্রতিজ্ঞা করে তাঁকে ...
31/07/2025

কথা দিয়ে কথা রাখাটা
পৃথিবীর সবচেয়ে সুন্দর
মানসিকতার পরিচয়.!

কাউকে ভালোবাসলে অথবা
কাউকে আগলে রাখার
প্রতিজ্ঞা করে তাঁকে ছেঁড়ে
চলে যাওয়া এটা পৃথিবীর
সব চেয়ে নিকৃষ্ট কাজ.!ই

তুমি যদি সত্যিই কারো সাথে
সারা জীবন থাকার ইচ্ছা
পোষণ করো তাহলে তোমাকে
সর্বোচ্চটা দিয়ে সম্পর্কের
যত্ন করতে হবে.!

ভালোবাসার চেয়ে ভালো
রাখার দায়িত্বটা অনেক
কঠিন এবং জরুরী..!

কিছু মানুষ সেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত কারণে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয়। সব কিছু ছেড়ে ছুড়ে নেয় এক নিসঙ্গ জীবন যেন...
30/07/2025

কিছু মানুষ সেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত কারণে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয়। সব কিছু ছেড়ে ছুড়ে নেয় এক নিসঙ্গ জীবন যেন, একা থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই 🙃🙃🙃🙃

সব আলো নিভে যাওয়ার আগে সন্ধ্যা যেন একবার মনে করিয়ে দেয় — প্রতিটা দিন শেষ হলেও, নতুন আলো আসবেই।
29/07/2025

সব আলো নিভে যাওয়ার আগে সন্ধ্যা যেন একবার মনে করিয়ে দেয় — প্রতিটা দিন শেষ হলেও, নতুন আলো আসবেই।

28/07/2025

আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলাম ও না! তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই।

“সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সব সময়; কিন্তু সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না।”
23/07/2025

“সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সব সময়; কিন্তু সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না।”

“টাকা নেই বলে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পারার কষ্ট আলাদা” 🤝
22/07/2025

“টাকা নেই বলে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পারার কষ্ট আলাদা” 🤝

অবহেলা এমন এক কষ্ট, যেটা কারও সামনে মুখে বলে প্রকাশ করা যায় না, আর যাকে বোঝাতে চাইবেন, সে তো পাত্তাই দিবে না।
21/07/2025

অবহেলা এমন এক কষ্ট, যেটা কারও সামনে মুখে বলে প্রকাশ করা যায় না, আর যাকে বোঝাতে চাইবেন, সে তো পাত্তাই দিবে না।

নারী—সে এক অদ্ভুত কাব্য।কখনও আগুনের মতো, কখনও বরফের মতো নীরব।তার চোখে লুকিয়ে থাকে ঝড়, আবার ঠোঁটে জড়িয়ে থাকে ভালোবাসার নদ...
20/07/2025

নারী—সে এক অদ্ভুত কাব্য।
কখনও আগুনের মতো, কখনও বরফের মতো নীরব।
তার চোখে লুকিয়ে থাকে ঝড়, আবার ঠোঁটে জড়িয়ে থাকে ভালোবাসার নদী।
সে রাগে জ্বলতে জানে, আবার ভালোবাসায় গলে পড়তেও পারে।
একদিন সে হয়ে ওঠে আগুনের ঢেউ,
আর একদিন সে বসে থাকে বারান্দায়, একটা গল্পের শেষ লাইনটা খুঁজে।

নারী কোনো নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা নয়।
সে কখনও রক্তক্ষরণে তৈরি মা,
আবার কখনও স্বপ্নে বাঁচা প্রেমিকা।
কখনও সংসারের ছাদভরা ছায়া,
আবার কখনও নিজের পায়ের তলার মাটি নিজেই তৈরি করা এক সংগ্রামী।

ভালোবাসা পেলে সে হয়ে ওঠে প্রশান্ত মহাসাগর,
আর অবহেলায় তার ভেতরে জন্ম নেয় এক অভিমানী নীরবতা।
তবুও সে ভালোবাসতেই চায়, কারণ সেই ভালোবাসায় লুকিয়ে থাকে তার শক্তির জন্ম।

নারী এক রহস্য নয়, নারী এক অনন্ত প্রকাশ।
তাকে বুঝে ফেলা নয়, বরং শ্রদ্ধা করাটাই শ্রেষ্ঠ ভাষ্য।
যেখানে নারী, সেখানেই সৃষ্টি—সেখানেই এক নতুন ভোরের সূচনা।

Address

Rangpur

Telephone

+8801927863882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bristy jiboner Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bristy jiboner Golpo:

Share

Category