RJ Masum Pervez

RJ Masum Pervez ভ্রমণ এবং মানবসেবা আমার রক্তের নেশা
(1)

25/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mis Sahanaz, Riyad Sarker

আলহামদুলিল্লাহ, আমার ঠিকানা বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন এর অধীনে কম্পিউটার, হাতের কাজ এবং ব্লক বাটিক বিষয়ে দক্ষতা উন্নয়ন (Sk...
03/10/2025

আলহামদুলিল্লাহ, আমার ঠিকানা বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন এর অধীনে কম্পিউটার, হাতের কাজ এবং ব্লক বাটিক বিষয়ে দক্ষতা উন্নয়ন (Skill Development) কার্যক্রমকে সামনে রেখে দ্বিতীয় প্রকল্পটি প্রস্তুত করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করে তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরজে মাসুম পারভেজ
প্রধান নির্বাহী
আমার ঠিকানা বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন

(বাসর রাত);-  বিয়ে টা জোর করে দেয়া হয়। পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে...
30/09/2025

(বাসর রাত);- বিয়ে টা জোর করে দেয়া হয়। পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি।

বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি। এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য। তখন সে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মো-টা কা-লো এটা দেখে আরও মন ভেঙে যায়।

কলেজের সবার ক্রাশ, স্কুলের সবচেয়ে সুন্দরী, এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি। ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেই আমাকে স্পর্শ করার চেষ্টা টাও যেনো না করে।

অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। কেমন যেনো একটা খারাপ লাগা কাজ করলো। রাত প্রায় ৩টা বাজে তখন ঘুম আসছিলো না। হঠাৎ শুনতে পাই হাল্কা কান্নার শব্দ।

বুঝতে বাকি রইলো না সে কাঁদছে। তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিলো। পুরুষ হয়ে আবার নেকা কান্না কাঁদবে কেন। জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখি একদম চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলাম উত্তর নাই।

নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে?- "আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করিনাই কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবেনা। পরিবার থেকে বার বার মেয়ে দেখতো আর মেয়ে পক্ষ আমাকে দেখ মানা করে দিতো৷ আমি খুবই অপমানিত ফিল করতাম। তারপর বাবা মা কে অনুরোধ করি আর মেয়ে না দেখতে আমি বিয়ে করবো না। আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে। কিভাবে কি হয়েছে আমি কিছুই জানিনা। তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না। আর আপনার মতামত জানতে চাইবো সেই যোগ্যতাও আমার নাই। আমাকে সৃষ্টি করছেন আল্লাহ্ এখানে আমার কোনো হাত নাই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয়। সবকিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি।

উনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো৷ তবে তখনও উনাকে মেনে নিতে পারিনাই। এভাবেই চলতে থাকে সব। বেশ কিছুদিন পার হয়ে যায়। বন্ধুবান্ধবদের অনেকেই দেখতে চায় কিন্তু আমি লজ্জায় দেখাতাম না।

একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন? পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায়ই তাকে অ'**চার করতো। সেদিন থেকে একরকম ডিপ্রে-শনে চলে যাই। একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যাই যে হাসপাতালে এডমিট করতে হয়।

যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিলো। উনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান উনি কোনো উত্তর না দিয়ে বসে রইলো। এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায়।

প্রায় ১২ঘণ্টা মৃ-ত্যুর সাথে ফাইট করি। এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই। সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে সুস্থির নিশ্বাস ছাড়লো। কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মত কাঁদছে সেই বাসর রাতের মতই।

সেদিন প্রথম বার সে আমাকে স্পর্শ করে কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই জড়িয়ে ধরি। সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজ হাতেই আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিচ্ছে।

হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেনো একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে। আর যাকে একরকম ঘৃ-ণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে। সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেট টা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিলো।

আমি মুচকি হেসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন, বসেন। এরপর আমি তাকে খাইয়ে দিলাম। সেদিনও সে আবার কান্না করে দিয়েছে। মানে এই মানুষটা শুধু কাঁদেই কাঁদেই। এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনোদিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাবো।

সবশেষে একটা কথাই বলবোঃ- একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর।

🫶🏻👍

"হাসির আড়ালে কত যে কান্না লুকানো থাকে, সেটা কেউ দেখে না।"
24/09/2025

"হাসির আড়ালে কত যে কান্না লুকানো থাকে, সেটা কেউ দেখে না।"

ভাইরে ভাই, ট্রাম্পের জামানায় এমন ঘটনাও বিশ্ববাসীকে দেখতে হলো! 😲😳জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডে...
23/09/2025

ভাইরে ভাই, ট্রাম্পের জামানায় এমন ঘটনাও বিশ্ববাসীকে দেখতে হলো! 😲😳

জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো নিউইয়র্কে পৌঁছেছেন। সে মিটিং এ যাওয়ার পথে পুলিশ তার গাড়ি বহর আটকে দেয়। পুলিশ জানায়, ডোনাল্ড ট্রাম্প মুভ করছেন তাই রাস্তা বন্ধ।

তখন প্রেসিডেন্ট ম‍্যাখো গাড়ি থেকে নেমে অফিসারকে তার পরিচয় দেন, অফিসার বলে আমি আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আমার ডিউটি আপনাকে যেতে দিতে পারছে না।

এরপর যা হলো তা আরো অবিশ্বাস্য, প্রেসিডেন্ট ম‍্যাখো সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন লাগায় 😄

ফোনে ট্রাম্পকে বলেতে শোনা যায়, কই তুমি?

ম‍্যাখ‍ো বলেন, আমি কই সেইটা তুমি জিজ্ঞাইতেছো? তুমি যাইতেছো তাই আমারে রাস্তায় আটকে রাখছে 🥴

এরপর কি কথা হইছে সেটা ভিডিওতে দেখা যায় নাই, তবে কিছুক্ষণ পরে রাগান্বিত অবস্থায় প্রেসিডেন্ট ম‍্যাখোকে হেঁটে হেঁটে যেতে দেখা যায় 🥴🥴🥴।

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ারফাইটার শামীম আহমেদের মৃত্যুগাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্...
23/09/2025

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ারফাইটার শামীম আহমেদের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার শামিম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

শামিম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এ ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছেন।

Prompt (English):A muscular man confidently flexing his biceps in a bodybuilding pose. He is wearing a fitted t-shirt in...
23/09/2025

Prompt (English):
A muscular man confidently flexing his biceps in a bodybuilding pose. He is wearing a fitted t-shirt instead of a uniform, showing his strong arms and veins clearly. The background is dark with dramatic lighting focused on him, highlighting his physique. The style is realistic, high-definition photography.

সবাই হেয় করতে চায় কিন্তু ঘুরে দাঁড়ানোর বুদ্ধি দেয় না।
20/09/2025

সবাই হেয় করতে চায় কিন্তু ঘুরে দাঁড়ানোর বুদ্ধি দেয় না।

An orientation on the Standing Orders on Disaster (SOD)- 2019, disaster risk reduction and climate change adaptation for...
18/09/2025

An orientation on the Standing Orders on Disaster (SOD)- 2019, disaster risk reduction and climate change adaptation for the members of the Union Disaster Management Committee (UDMC) of Panchakaran Union has been organised today by CDRRnCAP Bagerhat team at Panchakaran union parishad.

The key discussion topics of the orientation are RCRC movement, program introduction, disaster risk reduction, Climate Change adaptation, and the structure and responsibilities of the UDMC according to the SOD-2019. Participants actively participated in the discussion and thanked Bangladesh Red Crescent Society(BDRCS) for organizing such program.

The program was honoured by the presence of the secretary of Bagerhat unit Adv. Sheikh Nazrul Islam Kajol. The program has been facilated by ULO/ District coordinator, Bagerhat; Program officer, Finance and Admin officer and Assistant Program officer, Bagerhat.

লাশ তুলতে যাচ্ছিল পুলিশ, হঠাৎ উঠে দাঁড়ালেন ‘মৃত’ মানুষ!
09/09/2025

লাশ তুলতে যাচ্ছিল পুলিশ, হঠাৎ উঠে দাঁড়ালেন ‘মৃত’ মানুষ!

🚀 চাকরির সুযোগ 🚀আল মদিনা কেমিক্যাল কোম্পানি📢 এস.আর / ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি🏢 অফিস ঠিকানা: পীরগঞ্জ, রংপুর📲 যোগাযোগ (WhatsA...
07/09/2025

🚀 চাকরির সুযোগ 🚀
আল মদিনা কেমিক্যাল কোম্পানি
📢 এস.আর / ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি

🏢 অফিস ঠিকানা: পীরগঞ্জ, রংপুর
📲 যোগাযোগ (WhatsApp): 01304608061

---

📝 পদ: এস.আর (সেলস রিপ্রেজেন্টেটিভ) / ডিলার

🎓 শিক্ষাগত যোগ্যতা:

✔ ন্যূনতম এইচএসসি পাশ
✔ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

👨‍👩‍👧‍👦 কে আবেদন করতে পারবেন:

✅ নারী ও পুরুষ উভয়েই
✅ বয়স সীমা: ২০-৪৫ বছর

💰 বেতন ও সুযোগ-সুবিধা:

✨ আকর্ষণীয় বেতন কাঠামো
✨ টার্গেট পূরণে বিশেষ ইনসেনটিভ
✨ ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

📌 কেন আমাদের সাথে কাজ করবেন?

🌟 প্রতিষ্ঠিত কেমিক্যাল কোম্পানিতে কাজের সুযোগ
🌟 দক্ষতা অনুযায়ী পদোন্নতির নিশ্চয়তা
🌟 পেশাদার কর্মপরিবেশ

---

📞 অতিসত্বর যোগাযোগ করুন (WhatsApp):
👉 01304608061

---

⚡ আজই যোগ দিন আল মদিনা কেমিক্যাল কোম্পানির টিমে!
“আপনার পরিশ্রমই আপনার সাফল্যের চাবিকাঠি” 🔑

25/05/2025

Address

Rangpur
5711

Telephone

+8801304608061

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ Masum Pervez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ Masum Pervez:

Share