FM TV

FM TV FM Fresh Mind

04/09/2023

Kentine kisu somoi 🥰

স্বপ্ন পুরোনের পথে?
03/09/2023

স্বপ্ন পুরোনের পথে?

11/08/2023
11/08/2023

বন্ধুদের যখন পিনিক ওঠে

02/08/2023

Birthday Party

15/07/2023

মেট্রোরেল, মিরপুর -১০

কিছু দিনের জন্য, পেজ থেকে বিরতি নিলাম!  সামনে পরিক্ষা, দোয়া করবেন আমার জন্য 🤲
06/07/2023

কিছু দিনের জন্য, পেজ থেকে বিরতি নিলাম! সামনে পরিক্ষা, দোয়া করবেন আমার জন্য 🤲

তামিম ইকবাল খান, খুব ছোট বেলায় আমরা যখন খেলা দেখা শুরু করি তখন তামিম,সাকিব, মুশফিককে বিশেষ ভালো লাগতো,এবং আমার সমসাময়িক ...
06/07/2023

তামিম ইকবাল খান, খুব ছোট বেলায় আমরা যখন খেলা দেখা শুরু করি তখন তামিম,সাকিব, মুশফিককে বিশেষ ভালো লাগতো,এবং আমার সমসাময়িক যারা আছেন তারা এক কথায় তা স্বীকারও করবেন। এই তিন স্তম্ভ আমাদের কাছে অভ্যস্ততা হয়ে গিয়েছে।তখনকার সেই অপরিপক্ব বাংলাদেশের বেশির ভাগ জয়ের নায়ক হতেন তামিম,সাকিব, মুশফিক।
এখনকার বাংলাদেশের যেকোন জয় ডালভাত প্রায়।আমরা এখন খেলা দেখতে বসিই জয়ের প্রত্যয় নিয়ে কিন্তু আমি সেই বাংলাদেশের কথা বলছি যেখানে আমরা জয়ের চিন্তা নয় বরং বাংলাদেশ খেলছে সেটায় অনেক কিছু মনে হত। হ্যাঁ, তখন বেশির ভাগ ম্যাচই হারতে হত কিন্তু তারপরও সাকিব, তামিম মুশফিক বিশেষ একটা ছাপ রেখে যেত, যার ভবিষ্যত সব থেকে সফল ভার্সনটিই আজকের বাংলাদেশ টিম।তখন আমরা টেস্টের একটা বল পর্যন্ত দেখা বাদ দিতাম না।
যাই হোক, কথা বলতে চাচ্ছি তামিমকে নিয়ে, লর্ডের টেস্ট শতক, আহা! তামিম যে পিছন ঘুরে নিজের জার্সি নম্বর দেখানোর মত একটা সেলিব্রেশন করেছিলো, কতবার ছোট বেলায় সেটা অনুকরণ করেছি, আবার একবার এশিয়া কাপে তামিমের পরপর ৪টি অর্ধবশতক, সব শেষ ভাঙ্গা আঙ্গুল নিয়ে টিমের প্রয়োজনে মাঠে নামা ।
যাই হোক,আমার খেলা দেখার শুরুর দিকে তামিম এবং নাফিস ওপেনিং করতেন।আজকের অনেকেই জানেনা একসময় বাংলাদেশ দলেও সহোদর খেলতেন। তামিম কতোটা স্টানিং ব্যাটিং করতেন। আজকে যারা ইম্পেক্ট ইম্পেক্ট প্লেয়ার করেন তারা হয়তো ভুলে গেছেন তামিমের ইম্পেক্ট। আজকের যারা জাতীয় টিমে খেলছেন তাদের অনেকের আইডল তামিম। তামিমের গুরুত্ব শুধু তামিমের চলে যাওয়াই বোঝা যাবে। এতোক্ষণ যা কিছু তামিম সম্পর্কে বলেছি তা অতীত এখনকার ব্যাটিং স্টাইলের সাথে হয়তো তাল মেলাতে পারছেন না তিনি তবে অভিজ্ঞতার একটা দাম আছে। অন্তত বিশ্বকাপ পর্যন্ত তামিমকে ক্যারি করা উচিৎ ছিলো। পরে না আবার বাংলাদেশকে এই অভিজ্ঞতার দাম চুকাইতে হয়, কে জানে!

গ্রামের বাড়িতে, ভাগ্নে,ভাইসতারা সহ,,ঘুরাঘুরি
05/07/2023

গ্রামের বাড়িতে, ভাগ্নে,ভাইসতারা সহ,,ঘুরাঘুরি

🥰🥰🥰
01/07/2023

🥰🥰🥰

💥সরকারী চাকুরী প্রস্তুতির ক্ষেত্রে যে কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে!!__________________________________________________...
27/06/2023

💥সরকারী চাকুরী প্রস্তুতির ক্ষেত্রে যে কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে!!
____________________________________________________________

✏️ আপনাকে প্রথমে অবশ্যই এটা মাথায় রাখতে হবে অন্য কেউ আপনাকে কিছু পরামর্শ, সাজেশন, সাপোর্ট, গাইডলাইন দিতে পারবে। এর চেয়ে বেশি কিছু তারা পারবেনা।মূল যে কাজ লেখাপড়া করা, পরিশ্রম করা সেটা আপনাকেই করতে হবে।
✏️ সরকারী চাকুরী পাবার জন্য সর্বপ্রথম জরুরী হলো যে আপনার মাইন্ডসেট ঠিক করা।যদি আপনি মন থেকে সরকারী চাকুরী পেতে চান তাহলে আপনাকে ভাবতে হবে যে দুনিয়ায় সরকারী চাকুরি ছাড়া আর কোন চাকুরি নাই এবং প্রথমেই স্বপ্ন বড় রাখতে হবে যেন আমি মিনিমাম ৯ম গ্রেড কোন সরকারী জব পাই। তবে আপনি প্রথম অবস্থায় প্রায় সব ধরনের সরকারী চাকুরী পরীক্ষায় এপ্লাই করবেন।
✏️ সরকারী চাকুরীর এই জার্নিতে আপনি দুইদিন পড়বেন পরে আবার ভাববেন যে পারবো না আবার তিনদিন রেস্ট নিলেন, আবার দুইদিন IELTS প্র্যাকটিস করলেন, আবার বেসরকারি চাকুরীর চেষ্টা করলেন। এমন করা মানে আপনি এখনো মাইন্ডসেট ঠিক করতে পারেন নাই। বর্তমানে চাকুরীর যে তীব্র প্রতিযোগিতা, এসব করলে শুধু শুধু আপনার মূল্যবান সময় নষ্ট হবে আর কিছুই হবে না। যা করার পরিকল্পনা করবেন সেটি করার জন্য মরন কামড় দিয়ে চেষ্টা করবেন। এখানে ০% চেষ্টা আর ১০০% চেষ্টা এর বাইরে আর কিছু নাই।
✏️ অপরের সাথে নিজেকে তুলনা করা পুরোপুরি ভুলে যেতে হবে। একজন ৪ ঘন্টা পড়লো আর আপনি ৫ ঘন্টা পড়লেন আর ভাবলেন যে আপনি বেশি পড়ে ফেললেন বিষয়টা এমন না। আপনাকে ভাবতে হবে যে আমি কতটুকু পড়তে পারলাম, কতটুকু মনে রাখতে পারলাম এটা গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই নিজেকে নিজের সাথে তুলনা করতে হবে অন্য কারো সাথে কখনোই নয়।
✏️ ভুলেও সারাদিন রাত ফেসবুক, ইউটিউব, মোবাইল নিয়ে বসে থাকবেন না। পড়া বিষয়ে যে কোন কিছুর জন্যেও মোবাইলে বেশি সময় ব্যবহার করবেন না। দিনের একটা নির্দিষ্ট সময় শুধু মোবাইল ব্যবহার করবেন পড়ালেখা বা অন্যান্য কাজে ব্যবহারের জন্য। বাকী সময়টুকু নিজের কাছ থেকে মোবাইল দূরে রাখবেন। মোবাইল নিয়ে পড়তে বসলে টেবিলে বসে থাকা হবে ঠিকই কিন্তু কাজের পড়া কিছুই হবেনা। আপনি Lock My Phone নামে একটা এপ্লিকেশন ব্যবহার করতে পারেন, মোবাইল ব্যবহার কমানোর জন্য।
✏️ কখনোই কারো অন্ধ অনুকরণ করবেন না।আপনার স্ট্রেটেজি, আপনার পড়ার স্টাইল, আপনার বুক লিস্ট আপনি অন্যদের কাছ থেকে সাজেশন নিয়ে সাজাবেন তবে ডিসিশন অবশ্যই আপনি নিবেন আপনার সুবিধা অনুযায়ী।
✏️ অবশ্যই আপনাকে আপনার নিজের দুর্বলতা, শক্তির জায়গা গুলো খু্ঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। হয়তোবা আপনার বন্ধু গণিত না করেও ভালো পারে আবার কারো প্রতিদিন ২/৩ ঘন্টা গণিত করা লাগতে পারে।
✏️ কেউ একজন সারা রাত পড়ে বেশি মনে রাখতে পারে আবার কারো সকালে ভালো পড়া হয়। এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।তবে আমার কাছে সকালে পড়াটা বেশি পছন্দনীয়।
✏️ সরকারী চাকুরীর প্রস্তুতির প্রথমেই প্রয়োজন একটা ভালো গাইডলাইন, আর অবশ্যই ভালো কিছু বই, নইলে সময় অযথা নষ্ট হবে।
✏️ আপনাকে অবশ্যই দুই দিন পর পর বই পরিবর্তন করা যাবে না। অনেক বেশি ভিন্ন ভিন্ন বই পড়ার চেয়ে একসেট বা অল্প কিছু বই বার বার পড়া অনেক গুরুত্বপূর্ণ।
✏️ আমি যে সব বই পড়েছি সেইসব বই অন্য কারো ভালো নাই লাগতে পারে। তাই আমার অনুরোধ থাকবে আপনারা একই বিষয়ের ২/৩ টি বই আগে ১/২ দিন দেখবেন সেটা আপনি লাইব্রেরীতে গিয়ে দেখতে পারেন অথবা কারো কাছে থাকলে দেখতে পারেন। দেখে তারপর আপনার জন্য উপযোগী বই আপনি কিনবেন।আপনার জন্য সবচেয়ে বেশি কোনটা উপযোগী সেটা শুধু আপনিই ভালো জানবেন।
✏️ আপনাকে অবশ্যই যা পড়বেন তা মনে রাখার চেষ্টা করতে হবে। একদিকে পড়লাম আর আরেকদিকে ভুললাম এমন করলে চলবেনা। যা পড়বেন তা অবশ্যই রিভিশনের মধ্যে রাখতে হবে।
✏️ সরকারী চাকুরী প্রাপ্তি অনেক ধৈর্যের একটা জার্নি। ধৈর্য ধারন করতে হবে সরকারী চাকুরি পাওয়ার জন্য। পরিশ্রম, ধৈর্য এবং কপাল এই তিনটার সুসমন্বয় না হলে চাকুরি পাওয়া অনেক কঠিন।
✏️ তিনটি ধাপ ( প্রিলিমিনারি, লিখিত, ভাইবা) পাশ করার পর চাকুরি পাওয়া যাবে। তাই যে কোন একধাপ পার হলেই আকাশে ভাসা যাবে না।
✏️ আসলে চাকুরি পাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা একটা চাকুরী, এটা জান্নাত পাওয়ার মতো কিছু না। আর যেহেতু আমরা পরের মুহুর্তে কি হবে সেটা জানি না। তাই সব আমাদেরকে সুপার হাম্বল থাকা উচিত।

[বি.দ্র. চাকরি ই যে জীবনের সব না এটা বলতে হলেও আগে আপনাকে অনেক ভালো একটা চাকুরী করতে হবে]
_________________________________

27/06/2023

প্রকৃতি কত সুন্দর 🥰

কিছু বলার নাই 😁😁😁😁
26/06/2023

কিছু বলার নাই 😁😁😁😁

26/06/2023

My office

★পুরো নাম:- লিওনেল আন্দ্রেস মেসি। ★ জন্ম তারিখ:- 24 জুন 1987 ★বয়স:- ৩৬ ★ জন্মস্থান:- রোজারিও, আর্জেন্টিনা  ★ উচ্চতা: - ...
24/06/2023

★পুরো নাম:- লিওনেল আন্দ্রেস মেসি।

★ জন্ম তারিখ:- 24 জুন 1987

★বয়স:- ৩৬

★ জন্মস্থান:- রোজারিও, আর্জেন্টিনা

★ উচ্চতা: - 1.69 মিটার (5 ফুট 7 ইঞ্চি)

★ বর্তমান দল:- ইন্টার মিয়ামি

★ খেলার অবস্থান: - ফরোয়ার্ড

★ জার্সি নম্বর : - 10

★ ক্যারিয়ার পরিসংখ্যান :-

* মোট ম্যাচ = ১০২১টি

* মোট গোল = 805

* ব্যালন ডি ওর = 7

• ইউরোপীয় গোল্ডেন বুট =৬
• ফিফা দ্যা বেস্ট =7

_______তাকে নিয়ে আর লিখতে চাই না কারণ তাকে নিয়ে যত লিখবো ততই কম হবে____

সর্বকালের সেরা কোচ পেপ গার্দিওলার একটা উক্তি আছে।

তাকে নিয়ে লিখো না তাকে শুধু দেখে যাও।

পেলে কে জিজ্ঞেস করা হয়েছিল কে সেরা মেসি নাকি রোনালদো

সে মেসিকে বেছে নিয়েছিলো

৮০ শতাংশ কিংবদন্তির কাছে সেরা হচ্ছে মেসি

হ্যা আজকে তারই জন্মদিন মানুষটার আজকে ৩৬ বছর পূর্ণ হবে 🥺

মানুষটা হয়তো বেশিদিন থাকবে না ফুটবল মাঠে দেখাবে না আর তার পায়ের জাদু 🥺

রয়ে যাবে মেসিয়ানদের হৃদয়ে

আপনাকে ফুটবল জগৎ মনে রাখবে লিও 🥺

Happy birthday LEO MESSI🥰🥰🥰

23/06/2023

ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, ফুট বল ফুট বল 🤦‍♂️

Address

Pandul, Ulipur, Kurigram
Rangpur
5601

Website

Alerts

Be the first to know and let us send you an email when FM TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FM TV:

Videos

Share