বিষাক্ত ভালোবাসা

বিষাক্ত ভালোবাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিষাক্ত ভালোবাসা, Digital creator, Gangachara Rangpure, Rangpur.

31/07/2025

এই পৃথিবীতে যখন আমরা এসেছি; নিজের শরীর ব্যতীত কিছুই নিয়ে আসিনি। আবার যখন এই পৃথিবী থেকে যাবো তখনও এই শরীর ব্যতীত কিছু নিয়ে যেতে পারবোনা।

আসা যাওয়াটা যেখানে শূন্য হাতে; সেখানে মাঝ পথে এত কী হারানোর ভয়? জীবনকে জীবনের মত উপভোগ করুন। যা হারিয়েছেন তা নিয়ে না ভেবে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।

28/07/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হবে।

কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি ফাঁকা, আমার ভেতর শুন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন। আমি শুধু এক অস্তিত্বহীন উপমা-নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া।

19/07/2025

সময়ের প্রবাহে জীবনে আসে বহু পরিবর্তন।
যারা একসময় ছিল খুব আপন, তারাও একদিন হারিয়ে যায় চোখের আড়ালে।
আবার কিছু মানুষ, একেবারে অচেনা—
তারাও জীবনের পথে হঠাৎ পরিচিত হয়ে ওঠে,
দু’দিনের মায়া জড়িয়ে দিয়ে
চলে যায় নিঃশব্দে, ঠিক যেন আসেওনি কখনো।

জীবন বড়ই রহস্যময়।
কারা থাকবে পাশে, আর কারা শুধু স্মৃতি হয়ে যাবে—
তা বলে দেয় সময় নিজেই।
তাই কার জন্য কাঁদবে, আর কাকে মনে রাখবে,
তা সময়কেই নির্ধারণ করতে দাও।

15/07/2025

একটি মা হরিণের সন্তান জন্মদানের সময় উপস্থিত হলো। হরিণটি বনের ধারে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করল। কিছু সময় পর তার প্রসব বেদনাও উঠল।

কিন্তু বিধি বাম!

চারপাশ থেকে ধেয়ে এলো একের পর এক বিপদ। আকাশ কালো করে মেঘ জমল, চারদিকে বড় বড় বাজ পড়তে লাগল, সেখান থেকে জঙ্গলে ছড়িয়ে পড়ল আগুন!

পালাতে গিয়ে হরিণটি থমকে গেল। একটি হিংস্র সিংহ তার দিকেই এগিয়ে আসছে! শুধু কি তাই? তাকে মারার জন্য একজন শিকারী তীর নিশানা করায় ব্যস্ত!

দক্ষিণে আগুনের লেলিহান শিখা, উত্তরে উত্তাল নদী, পূর্বে ক্ষুধার্ত সিংহ, পশ্চিমে নিষ্ঠুর শিকারী। ঝুঁকি সব দিকেই রয়েছে এবং উদ্ধারের আর কোনো পথ খোলা নেই!

হরিনীটি চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দেবে, বিপদ আপদ যদি ঘটে, ঘটুক! সবকিছুর দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বন্ধ করে মহান সৃষ্ঠিকর্তার হাতে ছেড়ে দিল।

এরপর কয়েকটি অবিশ্বাস্য ঘটনা পর পর ঘটে গেল। একটি ভয়াবহ বজ্রপাত শিকারীকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। তার লক্ষ্যভ্রষ্ট তীর গিয়ে বিঁধল সিংহের গায়ে। আকাশ থেকে নেমে এলো ভারী বৃষ্টি। ফলে আগুন নিভে বনভূমি শান্ত হয়ে গেল। হরিণটি পরম শান্তিতে একটি সুস্থ সুন্দর শাবকের জন্ম দিল।

শিক্ষা: আপনার জীবনের এমন কিছু মূহুর্ত আসবে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হবেন। তখন আপনি আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং বাকি বিষয়গুলো একজনের ওপর ছেড়ে দিন, যিনি সমস্ত জীবের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা, আমাদের মহান সৃষ্টিকর্তা।

14/07/2025

বাস্তবতা -
জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরী তা হলো- "একা চলতে জানা।" আপনাকে একা চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না। তবুও তাদের সাথে কীভাবে চলতে হয় তা জানতে হবে।
হোঁচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো উপর বেশি নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে,সে আশ্বাসে পুরোপুরি আস্তা রেখে দিলে আশাহত হওয়ায় সম্ভাবনা টা বেশি থাকবে।

সবকিছু নিজের মন মতো হবার চেয়ে, সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরী।

13/02/2025

🙂❤️‍🩹
কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আর
আগের মতো থাকে না। হৃদয়ের সব নরম কোন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সব কিছুই এক সময় অর্থহীন মনে হয়।
একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজে কে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক।

12/02/2025

কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা—কি হবে, কোথায় যাব, কতদূর যেতে পারব?
কখনো অতীতের আফসোস—ইশ! ওটা যদি না করতাম, কিংবা ওই সুযোগটা যদি কাজে লাগাতাম!
আর কখনো বর্তমানের চাপ—দুশ্চিন্তা, প্রেশার!

মস্তিষ্ক যেন এক মুহূর্তের জন্যও বিশ্রাম নিতে পারে না।
জীবন চলছেই, আমিও ছুটছি...

11/02/2025
08/01/2025

আমি অবাক, হতবাক হতভম্ব বিস্মিত,
পৃথিবীটা স্বার্থপর আর কৃত্রিম ভালোবাসায় বিকৃত।
কখনো হারিয়ে যাই কোন এক মহীয়সীর ছলনায়
কখনো মনের অজান্তে আকাশে উড়ি মিথ্যে কল্পনায়।

চিরাচরিত নিয়মে সূর্য উদিত হচ্ছে আর পুর্নিমায় চাঁদ,
আমার ভাগ্যাকাশে এটা কোন রক্তিম জিঞ্জিরের বাঁধ।
মিথ্যে আশ্বাস আর আবেগী অশ্রুজল করেছে আমায় কাবু
সাতার না শিখিয়া মাঝ দরিয়ায় খাচ্ছি হাবুডুবু।

জানি পুনর্জন্ম নাই তারপরও যদি হই আর এক বার,
পশু পাখি কিংবা তরুলতা হবো তবু মানুষ হইবো না আর।

জীবন থেকে নেয়া --------

06/10/2024

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে-প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে-মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে “ভয় পেয়ো না, আমি আছি।” বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না।

একদিন আপনার অনেক কিছু হবে। অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার সামনে-পিছে ঘুরঘুর করবে; আপনার কিছু লাগবে কি না, তার জন্য একপায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে-কেনা কিছু মৌমাছি কেবল।

তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর, কখনোবা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়ে ছিল।

বড়ো হোন, ততটুক‌ই বড়ো হোন, যতটুক বড়ো হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হোন, ততটুক‌ই ক্ষুদ্র হোন, যতটুক ক্ষুদ্র হলে আকাশ-ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে-মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকে ছিল।

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুণ...

Address

Gangachara Rangpure
Rangpur
5410

Telephone

+8801701523840

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্ত ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিষাক্ত ভালোবাসা:

Share