বিষাক্ত ভালোবাসা

বিষাক্ত ভালোবাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিষাক্ত ভালোবাসা, Digital creator, Gangachara Rangpure, Rangpur.

01/09/2025

নিজেকে না বদলালে
কেউ আপনাকে বাঁচাতে আসবে না....

এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।

৩. কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

30/08/2025

জীবনের পথে হাঁটতে হাঁটতে কিছু গল্প আমরা লিখি, আর কিছু গল্প চিরকাল নীরব থেকে যায় হৃদয়ের গভীরে। প্রকাশিত গল্পগুলো সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু অপ্রকাশিত গল্পগুলো হৃদয়ে বেঁচে থাকে আজীবন। সব গল্প বলা যায় না… কিছু গল্প চাঁদের মতো, শুধু নীরবতায় আলো ছড়ায়। যে গল্প মুখে বলা যায় না, তারাই মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে। অপ্রকাশিত গল্পগুলোই জীবনের আসল সৌন্দর্য—নীরব, অথচ গভীর.....

28/08/2025

মানুষ স্বভাবতই চায় তার অনুভূতি, ব্যথা, কিংবা সত্যটা অন্যকে বোঝাতে। কিন্তু যখন বারবার চেষ্টা করেও কাউকে নিজের অবস্থান বুঝানো যায় না—তখন সেই কষ্টটা অসহনীয় হয়ে ওঠে। এটা যেন বুকের ভেতর আগুন জ্বলে, কিন্তু কেউ তার তাপ অনুভব করতে পারে না।

প্রত্যেকটা মানুষেরই একটা না-বলা গল্প থাকে, থাকে আড়ালে লুকানো যন্ত্রণা। যখন আমরা কাউকে সেটা বোঝাতে চাই, তখন আশা করি—সে অন্তত একটুখানি সহানুভূতি দেখাবে, আমাদের অবস্থানটা উপলব্ধি করবে। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেকেই শুধু নিজেদের মতামত চাপিয়ে দেয়, অন্যের কষ্ট বোঝার চেষ্টা করে না। তখন এক ধরনের একাকীত্ব গ্রাস করে, মনে হয় পৃথিবীতে আমি একাই ভুল, আর কেউই আমাকে বুঝতে চায় না।

কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা হলো নিঃশব্দ কান্না। এখানে চোখের পানি ঝরে না, তবুও বুক ভেঙে যায়। শব্দ উচ্চারণ হয়, কিন্তু অর্থ পৌঁছায় না। হয়তো সম্পর্কের ভাঙনের পেছনেও এ কারণটাই সবচেয়ে বেশি কাজ করে—ভুল বোঝাবুঝি নয়, বরং বোঝাতে না পারার যন্ত্রণা।

যে মানুষ সত্যিকার অর্থে বোঝে, তার কাছে হয়তো হাজারটা কথার দরকার হয় না—একটা দৃষ্টিই যথেষ্ট। কিন্তু যাকে বোঝাতে চেয়েও বোঝানো যায় না, তার কাছে হাজারটা শব্দও অর্থহীন। আর সেই ব্যর্থতা মানুষকে ধীরে ধীরে নিঃসঙ্গতার দিকে ঠেলে দেয়।

এই কষ্টটা ভয়ংকর শুধু এজন্য নয় যে, অন্য কেউ বুঝতে পারে না, বরং এজন্য যে—অবশেষে মানুষ নিজেকেই সন্দেহ করতে শুরু করে: “আমি কি সত্যিই ভুল?”

24/08/2025

পুরুষের জীবনে সবচেয়ে কঠিন যু*দ্ধটা চলে তার নিজের মগজের ভেতর। সংসার, দায়িত্ব, ভবিষ্যৎ, সমাজ—সবকিছুর হিসাব কষতে কষতে সে ভেতরে ভেতরে ভে'ঙে যায়, কিন্তু বাইরের মানুষ তা টেরও পায় না। তার ক'ষ্টে'র কোনো প্রকাশ নেই, নেই কোনো আড়ম্বরপূর্ণ কান্না কিংবা অভিযোগ। কারণ সমাজ পুরুষকে চোখের জল দেখার অধিকার দেয় না।

সংবাদপত্রে আমরা নানা ঘটনার খবর পাই, কিন্তু একজন পুরুষ প্রতিদিন যে মানসিক লড়াই লড়ে, তার কোনো উল্লেখ থাকে না। সে হে'রে গেলেও তার পরাজয়ের কথা লিখে রাখে না কেউ। তাই পুরুষের যু*দ্ধটা থেকে যায় নীরব, অদৃশ্য অথচ ভয়ংকর বাস্তবতায় ভরা।

আসলে পুরুষের এই নীরব সংগ্রামকে বুঝতে পারাটাই আমাদের মানবিক দায়িত্ব। কারণ, প্রতিটি হাসি-খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অদৃশ্য যু*দ্ধের গল্প।

#জীবন_চক্র


21/08/2025

পুরুষের জীবনে সবচেয়ে কঠিন যু*দ্ধটা চলে তার নিজের মগজের ভেতর। সংসার, দায়িত্ব, ভবিষ্যৎ, সমাজ—সবকিছুর হিসাব কষতে কষতে সে ভেতরে ভেতরে ভে'ঙে যায়, কিন্তু বাইরের মানুষ তা টেরও পায় না। তার ক'ষ্টে'র কোনো প্রকাশ নেই, নেই কোনো আড়ম্বরপূর্ণ কান্না কিংবা অভিযোগ। কারণ সমাজ পুরুষকে চোখের জল দেখার অধিকার দেয় না।।
আসলে পুরুষের এই নীরব সংগ্রামকে বুঝতে পারাটাই আমাদের মানবিক দায়িত্ব। কারণ, প্রতিটি হাসি-খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অদৃশ্য যু*দ্ধের গল্প।

18/08/2025

✨জীবনের চলা কখনো সহজ নয়✨
কখনো হাসি, কখনো কান্না, কখনো জয় আবার কখনো হার। তবুও থেমে গেলে চলে না, কারণ জীবন মানেই এগিয়ে চলা। 🌿
হাল ছেড়ে দেওয়া নয়—আশা, পরিশ্রম আর বিশ্বাসই আমাদের পথের আসল শক্তি। 🚶‍♂️

16/08/2025

একটা পুরো রাত। কিছু করা ভুল নিয়ে জমা আক্ষেপ। নিজেকে নিয়ে অভিযোগ। মস্তিষ্কে খানিকটা জ্যামজট। মাথা ভর্তি চিন্তা। সব কাটিয়ে ভুল গুলো আর শুধরে নেওয়া হয়না।

কিছু ভুল মানুষ চিনিয়ে দেয়, কিছু আক্ষেপ দীর্ঘশ্বাস হয়ে বেড়িয়ে আসে। সবশেষে নিজের প্রতি অভিযোগ জীবন টাকে ভিষণ জটিল করে দেয়।

তবুও যদি কেউ কাঁধে কিংবা মাথায় একবার হাত রেখে বলতো- একদিন সব ঠিক হয়ে যাবে; আমি নির্বোধের মত বিশ্বাস করে নিতাম।

04/08/2025

জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু-নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।

শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না।

এক সময় হয়, এই শূন্যতাই আশঙ্কাজনক সত্য!

31/07/2025

এই পৃথিবীতে যখন আমরা এসেছি; নিজের শরীর ব্যতীত কিছুই নিয়ে আসিনি। আবার যখন এই পৃথিবী থেকে যাবো তখনও এই শরীর ব্যতীত কিছু নিয়ে যেতে পারবোনা।

আসা যাওয়াটা যেখানে শূন্য হাতে; সেখানে মাঝ পথে এত কী হারানোর ভয়? জীবনকে জীবনের মত উপভোগ করুন। যা হারিয়েছেন তা নিয়ে না ভেবে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।

28/07/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হবে।

কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি ফাঁকা, আমার ভেতর শুন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন। আমি শুধু এক অস্তিত্বহীন উপমা-নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া।

13/02/2025

🙂❤️‍🩹
কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আর
আগের মতো থাকে না। হৃদয়ের সব নরম কোন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সব কিছুই এক সময় অর্থহীন মনে হয়।
একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজে কে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক।

12/02/2025

কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা—কি হবে, কোথায় যাব, কতদূর যেতে পারব?
কখনো অতীতের আফসোস—ইশ! ওটা যদি না করতাম, কিংবা ওই সুযোগটা যদি কাজে লাগাতাম!
আর কখনো বর্তমানের চাপ—দুশ্চিন্তা, প্রেশার!

মস্তিষ্ক যেন এক মুহূর্তের জন্যও বিশ্রাম নিতে পারে না।
জীবন চলছেই, আমিও ছুটছি...

Address

Gangachara Rangpure
Rangpur
5410

Telephone

+8801701523840

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্ত ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিষাক্ত ভালোবাসা:

Share