Probochon Record's

Probochon Record's Probochon Records is a Bangladeshi Islamic record label.

‘‘এই ঈদে কোক নয়ফিলিস্তিনের হবে জয়’’
10/06/2024

‘‘এই ঈদে কোক নয়
ফিলিস্তিনের হবে জয়’’

বিগত বছরে Probochon Record's  এ ক্লায়েন্টদের কাজই করা হয়েছে প্রায় সবই। নিজের বা প্রবচনের নিজস্ব তেমন কোন কাজ করার খুব এক...
01/01/2024

বিগত বছরে Probochon Record's এ ক্লায়েন্টদের কাজই করা হয়েছে প্রায় সবই। নিজের বা প্রবচনের নিজস্ব তেমন কোন কাজ করার খুব একটা সুযোগ করে ওঠা যায়নি। কিন্তু চলতি ২০২৪ সালে নিজের এবং প্রবচনের প্রচুর কাজ আসবে ইনশআল্লাহ।
তবে ক্লায়েন্টদের কাজ যে বন্ধ থাকবে, তা নয়। গ্রাহক সার্ভিসও চলবে পুরোদমে। সুতরাং আপনাদের যেকোন অডিও রেকর্ডিং এবং ভিডিও এডিটিংয়ের কাজে প্রবচনের সাথে যোগাযোগ করতে পারেন।
সেইসাথে পোস্টার-ব্যানার এবং ক্যালেন্ডার ও বই-ডায়েরির কাজসহ যেকোন গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দেয়ার জন্যও প্রস্তুত রয়েছে ProGraph-প্রোগ্রাফ।

বিস্তারিত যোগাযোগ: 01910-296951 (ওয়াটসাপ)

11/12/2023

প্রবচন রেকর্ডসে এরকম কাজও করা হয়।

বর্তমান তথ্যপ্রযুক্তির সময়ে ব্যবসা-বাণিজ্য, পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণাও হয়ে উঠেছে আধুনিক। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্...
31/05/2023

বর্তমান তথ্যপ্রযুক্তির সময়ে ব্যবসা-বাণিজ্য, পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণাও হয়ে উঠেছে আধুনিক। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচারণা বা এডভারটাইজমেন্টে যতো এগিয়ে তার সফলতাও ততো বেশি।

কথা হচ্ছে, প্রচারণা চায় না, এমন মানুষ সম্ভবত খুবই কম কিংবা নেই বললেই চলে। তবে সমস্যা হলো, প্রচারণা কীভাবে করবো বা কী দিয়ে করবো?

সাধারণত প্রচারণাগুলো হয় দুইভাবে; অনলাইনে এবং অফলাইনে। আর প্রচারণা করা হয় বেসিক্যালি ৩ জিনিসের মাধ্যমে। ১. বিভিন্ন রকমের গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে, ২. অডিওর মাধ্যমে এবং ৩. ভিডিওর মাধ্যমে।

ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের যাবতীয় বিজ্ঞাপন বা প্রচারণাগুলো সাধারণত এই কয়েকটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ।

ভালোমানের ডিজাইনের মাধ্যমে আপনার বিজ্ঞাপন বা প্রচারণা করতে চাইলে আপনাকে যেতে হবে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার বা এজেন্সির কাছে। অডিওর মাধ্যমে প্রচারণার জন্য যেতে হবে একটি ভালোমানের রেকর্ডিং স্টুডিওতে। আর ভিডিওর মাধ্যমে প্রচারণা করতে চাইলে আপনাকে যেতে হবে একজন দক্ষ ও অভিজ্ঞ ভিডিও এডিটর বা ক্রিয়েটরের কাছে।

এখন আপনি যদি ভিন্ন ভিন্নভাবে এসব প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বাছাই করতে যান, তাহলে অনেকটাই ভোগান্তিতে পড়বেন নিশ্চিত।

এ বিষয়টি চিন্তা করেই একটি প্যাকেজ কাজের মতো করে বর্তমানে প্রতিনিয়ত এই তিনধরণের কাজের সার্ভিস প্রদান করছি আমরা। আমাদের রয়েছে আধুনিকমানের রেকর্ডিং স্টুডিও এবং দক্ষ-অভিজ্ঞ ও ক্রিয়েটিভ ভিডিও ক্রিয়েটর ও গ্রাফিক্স ডিজাইনার।

🖥 আপনার পোস্টার-ব্যানার , ডায়েরি-বই ও সোশ্যাল মিডিয়ার ডিজাইনসহ যেকোন ধরণের গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং কাজে সুন্দর সমাধানের জন্য রয়েছে সুনিপুণ কাজের জন্য খ্যাত ProGraph-প্রোগ্রাফ গ্রাফিক্স ডিজাইন এজেন্সি।

🎤যেকোন প্রচারণা, বিজ্ঞাপন বা ডকুমেন্টারি ও এডভারটাইজ ভয়েসসহ সবধরণের অডিও রেকর্ডিং এর জন্য পাশে আছে আধুনিকমানের রেকর্ডিং স্টুডিও Probochon Record's ।

🎥এছাড়া আপনার মনের মত করে ভিডিও তৈরি করে দিতে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ প্রবচন মিডিয়া।

যোগাযোগের জন্য মোবাইল নম্বর
01910-296951

Address

New Jummapara
Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probochon Record's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category