Anu Abir

Anu Abir It's our official page. (Shadhin Bin Amin & Aleza Shabrin Anu)
(1)

08/09/2025

টাঙুয়ার হাওর ট্যুরের ৩য় পর্ব 😍

ভ্রমণ শুধু দেখা নয়, অনুভবও করা।
ইনায়ার প্রথম বৃষ্টিতে ভেজা, আড্ডায় ভরা সন্ধ্যা আর নৌকার রাতের সাজ –
সবকিছু মিলে টাঙুয়ার রাত আমাদের কাছে হয়ে উঠেছিল এক স্মৃতি।


আজকের ব্লাড মুন😍😍😍অনেক অপেক্ষার পর দেখতে পেলাম জন্য মনে হয় খুব আনন্দ হচ্ছিল।মেঘে বার বার ঢেকে যাচ্ছিল।তাই যখন দেখা মিললো...
07/09/2025

আজকের ব্লাড মুন😍😍😍
অনেক অপেক্ষার পর দেখতে পেলাম জন্য মনে হয় খুব আনন্দ হচ্ছিল।মেঘে বার বার ঢেকে যাচ্ছিল।তাই যখন দেখা মিললো সবার আনন্দ এমন ছিল যেন ঈদের চাঁদ। কি যে সুন্দর☺️☺️
সুবহানআল্লাহ ❤️❤️

06/09/2025

ইনায়ার কন্ঠে 'গুলবাহার'

প্রায় দুই বছর আগে নেয়া এই সুইমিং পুলটা। ইনায়া ছোট ছিল আর শীতের দিন দেখে পানি দেয়া হয় নি। তখন এটার মধ্যে টেডি, পুতুল,বল এ...
06/09/2025

প্রায় দুই বছর আগে নেয়া এই সুইমিং পুলটা। ইনায়া ছোট ছিল আর শীতের দিন দেখে পানি দেয়া হয় নি। তখন এটার মধ্যে টেডি, পুতুল,বল এগুলো নিয়ে বসে খেলতো, ঝাপাতো। কিছুদিন থেকে খুব গরম পড়েছে জন্য ভাবলাম এবারে পানি দেয়াই যায়। মেয়ে যে এত্ত খুশি, দিন নাই, রাত নাই বলে পানিতে নামবে😄😄😄

গতকাল আইডিতে ছবি দেয়ার পর থেকে এইটার ব্যাপারে এত্ত মেসেজ আসছে যে কোন পেজ থেকে নিয়েছি,তাই পেজ মেনশন করে দিলাম যাতে সবার সুবিধা হয়। Tingding Baby Shop এ পেয়ে যাবেন এমন সুন্দর সব সুইমিং পুল।😍

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে। সবাই দেখলাম ভিডিও শেয়ার...
05/09/2025

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে।
সবাই দেখলাম ভিডিও শেয়ার করে মহিলার সাঁজ কে ছোট করতেছে।

নিজেদের লিবারেল দাবী করে অন্যকে ছোট করা এখনকার সময়ে ফ্যাশন হয়ে গেছে। মহিলার স্বামীর জন্য সেঁজেছে। ক্ষ্যা 'ত হোক, অসুন্দর হোক তারপরেও সে তার স্বামীর জন্য সেঁজেছে। আপনাদের দেখাতে তো সাঁজেনি। তার স্বামী হয়তো এভাবে সাঁজ ই পছন্দ করে, তাকে এভাবেই দেখতে পছন্দ করে। আপনার সেভাবে ইচ্ছা সাঁজেন, আপনাদের কেউ মানা করেনি। কিন্তু উনাকে নেগেটিভ কথা বলতেছেন কেনো!!!

তার স্বামী আসতেছে এতোদিন পর, উনি সেঁজে এসেছে রিসিভ করতে ব্যাপার টা কত সুন্দর।😍
©

😍😍
04/09/2025

😍😍

04/09/2025

ইনায়া নাকি ওয়াফেল বানাতে পারে☺️☺️

04/09/2025

বান্ধুবির ছেলের জন্মদিনে ইনায়ার আনন্দ😍😍

একটা কিউট ওয়াফেল মেকার নিয়েছি।মেয়ে তাই কয়েকদিন পর পরই ওয়াফেল খাওয়ার বায়না ধরে। আজ তো নিজেই বানাতে বসে গেছে। ☺️☺️মাশাল্লা...
03/09/2025

একটা কিউট ওয়াফেল মেকার নিয়েছি।মেয়ে তাই কয়েকদিন পর পরই ওয়াফেল খাওয়ার বায়না ধরে। আজ তো নিজেই বানাতে বসে গেছে। ☺️☺️
মাশাল্লাহ
আল্লাহুম্মা বারিক লাহা❤️

Mini waffle maker Optimart

03/09/2025

It's Nihan's 2nd Birthday 😍😍

এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হলো, একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে, সুন্দর করে কথা ...
01/09/2025

এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হলো, একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে, সুন্দর করে কথা বলে।

আর সেই মুহূর্তে স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে থাকে।আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কী?
একজন নারীর চোখে মুগ্ধতা।
পুরুষেরা সহজেই মুগ্ধ হয়। স্ত্রীকে শাড়িতে দেখলে, হাতে চুড়ি বা পায়ে নূপুর পরলে, কিংবা হাসিমাখা মুখ দেখলেই তারা মুগ্ধ হয়ে যায়।

হয়তো নারীর সৃষ্টিই হয়েছে এমনভাবে, যাতে সে তার আশপাশকে সৌন্দর্যে ভরিয়ে দিতে পারে।

কিন্তু নারী? নারী মুগ্ধ হয় ব্যবহারে।

আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে খুব ভালোবাসেন।
কিন্তু সেই ভালোবাসা প্রকাশের সঠিক পদ্ধতি জানেন না।

হয়তো স্ত্রীকে অনেক দামী উপহার দেন, তার ইচ্ছেপূরণ করেন। কিন্তু সবার সামনে সুন্দর করে কথা বলতে, বা তার ছোটখাটো অনুভূতিকে সম্মান জানাতে ভুলে যান।

অন্যদিকে, অনেক দাম্পত্য সম্পর্কের গল্প শুনি, যেখানে একজন স্বামী তার স্ত্রীর ছোট কোনো সমস্যার কথাও গভীর মনোযোগ দিয়ে শোনেন।

স্ত্রীর হাত ধরে তাকে আশ্বস্ত করেন। আর স্ত্রী তার সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে হেসে বলে ওঠেন, “তুমি ভেবো না, আমি পারব।”

এটাই আসল সম্পর্কের সৌন্দর্য।একজন নারীর চোখে মুগ্ধতা আসে তার সঙ্গীর আচরণে, তার শ্রদ্ধায়।জীবন তখনই সুন্দর, যখন সম্পর্ক সঠিক হয়।

স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা।

শুধু দামী উপহার বা দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া নয়, প্রতিদিনের ছোট ছোট আচরণেই বোঝা যায় একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসেন।নারীর মুগ্ধতা অর্জন করার জন্য অর্থ নয়, বরং কোমল ব্যবহারই যথেষ্ট।
সোশ্যাল মিডিয়ায় দেখা ছবির পেছনের গল্পটা সবসময় জানবেন না।

সেখানে সবাই নিজেদের সুখী দিকটাই দেখায়। বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই নিজের জীবনের গল্পকে অন্যের সঙ্গে তুলনা করবেন না।

জীবনে যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকলে জীবনের পজিটিভ দিকগুলো বেশি উপলব্ধি করতে পারবেন।

ঝগড়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। বরং ঠান্ডা মাথায় আলোচনা করুন। তাতে সমস্যার সমাধান যেমন হবে, তেমনি সম্পর্কেও শীতলতা আসবে না।

সংসার মানে সবসময় সুখ নয়। সুখ আসবে, যাবে, কিন্তু বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলে সম্পর্ক টিকে যাবে।

©️কপি পোস্ট

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anu Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anu Abir:

Share