
07/10/2025
প্রতিদিনই স্ত্রী জিজ্ঞেস করতেন- "কখন আসবে বাসায়? দেরী হবে নাকি?" স্বামীর রাত করে বাসায় ফেরার কারণে স্ত্রী তাকে ভীষণ 'মিস' করে, মনে মনে এমন ধারণাই পুষতেন স্বামী।
তাই স্ত্রীকে খুশি করতেই, অফিসের কাজ গুছিয়ে, গিফট সহ, অন্য দিনের তুলনায় অনেক আগেই বাসায় যান তিনি।
সার্প্রাইজ দেয়ার মূহুর্তে 'স্বামী' নিজেই হলেন সার্প্রাইজড! দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখলেন- ''স্ত্রী অন্য এক ছেলের সাথে প"র''কীয়ায় লি/প্ত, করছেন অ''নৈ''তিক কাজ!"
হাতেনাতে স্ত্রী এবং তার প"র''কীয়া প্রেমিককে ধরার পর, নিজেই যেন হলেন দিশেহারা।
এই বিষয়ে প্রতিবেশীরা বললেন- "তাদের সংসার ছিল, খুব সাজানো গোছানো। আর এই মেয়ে যে, কখনো এই কাজ করবে, তা কেউ কখনো কল্পণাও করেনি।
এটা দেখার পর মনে হচ্ছে -"এই জগতে মানুষকে বিশ্বাস করাও যেন পা''^প!''🙂
ঘটনা স্থান : রংপুর, পুকুর পার, চার তলার মোড় এলাকা।
©️ Copyright - Anik BD Story World