ভালবাসার কাঠ গোলাপ

ভালবাসার কাঠ গোলাপ অহংকার মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়

03/06/2025

হ্যালো কেমন আছেন?

01/06/2025

আস-সালামুওলাইকুম 🌸❤️

28/04/2025

অবশ্যই তুমি পাবে, যা তুমি হারিয়েছো তার থেকেও উত্তম কিছু ,,!

26/04/2025

আস-সালামুওলাইকুম
কেমন আছেন সবাই?

10/03/2025

(অহংকার করবেন না ❌)
নিজের বলতে কিছু নেই,
সব কিছু রবের দেওয়া নিয়ামত

30/01/2025

না পাওয়ার মাঝে ও আনন্দ খুজার চেষ্টা করি....

16/11/2024

কাউকে প্রেমে ফেলার ৫টি সহজ উপায়ঃ 🙂
১.প্রথম যাকে ভালোলাগে...See More

15/11/2024

" এক সময়ের প্রাণচঞ্চল মানুষটাও এক সময় হতাশ হয়ে উঠে। আলোতে যে খিলখিল করে হাসত, সে একসময় অন্ধকারে হারাতে চায়। পজিটিভ মানুষটা ক্রমশঃ নেগেটিভ হতে শুরু করে, হারানোর বা হারিয়ে যাওয়ার ভয় পায় না বরং নিজে হারিয়ে দেয়, কাউকে আপন ভাবতে, মিশতে, কথা বলতে ইতস্তত বোধ করে। সব কিছু থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে চায়। খোলা আকাশের নীচে শ্বাস নিতে চায় না, শুকনো পাতায় দোল খায় না, রাত জেগে নিশ্চুপভাবে শুধু ভেবে যায়, শব্দ খুঁজে পায় না বলার মত,চায় একটা দমবন্ধ ঘর হোক, যেখানে তার শ্বাস বায়ু থেমে যাবে। মিশে যেতে চায় পৃথিবীর গহীন অতলে।"

কথাগুলো খুব নেগেটিভ লাগছে তাই না!
কিন্তু মানুষগুলো কেন এমন হয় ?
হঠাৎ করেই কি এমন হয় যায় !
খুঁজেছেন কখনো সেই রহস্য!
তাহলে শুনুন ---না ,হয় না।
পৃথিবীর কোনো পরিবর্তন একদিনে আসে না, তা সে হোক বিপ্লবে, কিংবা মানুষের মনে। যেভাবে জলের চাপে পাথর ক্ষয়ে গিয়ে গর্ত তৈরি করে, ঠিক সেভাবে মানুষটাও ক্ষয়ে যেতে থাকে হৃদপিণ্ডের চার ইঞ্চি গভীরে থাকা মন নামক বস্তুটি, যার আধিপত্য মস্তিষ্কের সুষুম্নাকান্ড অবধি। পিট্যুইট্যারির বোকা খেলায় তাদের কাছে মায়া মোহ, ভালোবাসা, আবেগ ঘুণ ধরা বাঁশের খুঁটির মত হয়ে উঠে। ঠিক তখনই পজিটিভ সেন্সের মানুষটা ধীরে ধীরে ভাবতে শুরু করে তার চারপাশে সব কিছু যেন ব্যর্থতার চাদরে ঢেকে যাচ্ছে। আর এভাবেই পাল্টায় মানুষ। তখন তার মস্তিষ্ক হয়ে উঠে যান্ত্রিক আবহবিকারের শল্কমোচনের মত, যার মনের পরতে পরতে পড়ে থাকে নিষ্প্রাণ কিছু কাঁচের গুঁড়ো, যে আয়নায় সে মুখ দেখত , তা কখনো ভেঙে গিয়েছে টের অবধি পায় না।

এই ধরনের মানুষগুলোকে নিয়ে অনেকে উপহাস করে, কেউ সান্ত্বনার নামে গর্তের গভীরতা বাড়িয়ে দেয়। যেন সে সমাজের খাদ্য।
তবে কী জানেন! মানুষগুলো প্রথম থেকে এমন থাকে না। কখনো খোঁজ নিয়ে দেখবেন, মানুষগুলো একসময় সহজ, সরল, প্রাণ খোলা ছিল। জীবনে বাঁচার নেশায় আসক্ত ছিল। দোতলার বারান্দার বসে কবিতা লিখত, প্রেমে পড়ে উপন্যাস লিখতে চাইত। ভাগ করে নিতে চাইত সর্বসুখ।সময়ের নিরিখে ক্লান্ত হয়ে আজ আর আঁকিবুকি কাটতে চায় না।

কিন্তু সেই জীবনে বাঁচার নেশায় আসক্ত মানুষটাকে জীবন কখনো এতো জোরে ধাক্কা দেয়, যে মানুষটা কেমন যেন নুইয়ে যায়! কথা বলতে চেয়েও বোবা হয়ে যায়, আর তখনই কিছু মানুষ তাকে হাসির খোরাক বানিয়ে দেয়, ক্ষতের গভীরতা ক্রমশঃ বাড়তে থাকে, অসহায়তা, একাকীত্ব তাকে চেপে ধরে। আর তখনই মানুষটা নিস্তেজ হয়ে যায়। সমাজ তাকে ভালোবেসে ডাকে মানসিক রোগী।

তবে জানেন তো আমাদের একাদশেন্দ্রিয়ের মধ্যে একটা অন্তরীন্দ্রিয় রয়েছে, আর সেটি মন। যার উপর সহজে নিয়ন্ত্রণ রাখা যায় না , যারা নিয়ন্ত্রণে রাখতে পারে তারা মহাপুরুষ - মহীয়সী হয়ে উঠে। কিন্তু সবাই রবি ঠাকুর নয়,যে মৃত্যুঞ্জয় রচনা করবে। তাই মানুষগুলো চোখের জলে ডুবে যায়, যেমন করে ভারী পাথর জলের নীচে নিজেকে ক্রমশঃ ডুবিয়ে দেয়।

তাই একান্ত অনুরোধ এইসব মানুষদের মানসিক রোগী বলা বন্ধ করুন, তাকে সান্ত্বনা দিয়ে গর্তের গভীরতা নাই বা বাড়ালেন। বরং চেষ্টা করুন তার মধ্যে আলোর সঞ্চার করতে যেন সেই মানুষগুলো সুনীলের নীরা হয়ে উঠতে পারে। পাহাড়ি ঝর্নার মত আছড়ে নামতে পারে জীবনানন্দের বুকে!😌❤

15/11/2024

একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু I'm Not Interested" কথাটাই ভাসবে,
একদিন আসবে যেদিন আপনি মন খা'রাপ গুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখে যাবেন,
একদিন আসবে যেদিন আপনি কাছের - দূরের সবার কাছ থেকেই সব রকম প্র'ত্যা'শা করা ছে'ড়ে দিবেন,
একদিন আসবে যেদিন আপনি দুঃ'খ নামক স্পট গুলোকে হাসি নামক মেকাপে ঢেকে রাখতে শিখে যাবেন ।

একদিন আসবে যেদিন আর কারো কোনো কিছুতেই আপনার কোনো কিছু যাবে আসবে না,
একদিন আসবে যেদিন দুঃ'খ-ক'ষ্ট কোনো কিছুই আর আলাদা ভাবে আপনাকে স্প'র্শ করবে না,
একদিন আসবে যেদিন আপনি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার ক্ষ'তটাও ভুলে যাবেন ।

একদিন আসবে যেদিন আপনি ছে'ড়ে যাওয়া মানুষ গুলোর কথা ভেবে সময় ন'ষ্ট না করে, নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবেন,
একদিন আসবে যেদিন আপনি পুরোপুরি ভাবেই আ'বেগ নি'য়ন্ত্রণ করতে শিখে যাবেন ।

একদিন আসবে যেদিন আপনি এখনকার করা বো'কামি গুলোর কথা মনে করে, একা একাই নীরবে প্রাণ খুলে হাসবেন,
একদিন আসবে যেদিন আপনি ব্য'থা - বে'দনা সইতে সইতে পা'থরে পরিনত হয়ে যাবেন ।

একদিন আসবে যেদিন আপনি-- আপনাকে নিয়ে কে কি ভাবলো, কে কি বললো, এগুলো নিয়ে আর মাথা ঘামাতে যাবেন না,
একদিন আসবে যেদিন আপনি সব কিছু থেকেই নিজেকে মু'ক্ত রাখতে শিখে যাবেন ।

একদিন আসবে যেদিন আপনি ভালো - ম'ন্দ সবটাকেই বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন,
একদিন আসবে যেদিন আপনি মানুষ চিনতে চিনতে এ'কাকীত্বের প্রেমে পড়ে যাবেন ।

একদিন আসবে যেদিন আপনি 'যা হচ্ছে হোক' I don't care. ভেবে বাঁ'চতে শিখে যাবেন,
একদিন আসবে যেদিন আপনি এই পৃথিবীর সমস্ত
মা'য়া কাটিয়ে মহা'কালের উদ্দেশ্যে শান্তির যাত্রা করবেন ।

15/11/2024

কি ভেবেছো মনে পড়বে না!
পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে, তুমি কারে হারাইছো।🙂

-তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিলো, যে তোমারে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলো স্বার্থের এই পৃথিবীতে!!

-তুমি একদিন টের পাবে কেউ একজন ছিলো, যারে তুমি শত অবহেলা করার পরেও শত কষ্ট দেওয়ার পরেও __সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিলো!!

-জানো পাখি,, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবী টা স্বার্থে ঘেরা।

-অথচ দেখো,তোমারে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি।হয়তো আমারো কিছু স্বার্থ ছিলো। সেই স্বার্থ গুলো কি জানো!
সেই স্বার্থ হলো তোমার প্রতি আমার ভালোবাসা, তোমারে পাইলে আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থ হাছিল হতো----যেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা।

-নিজের ভালো নাকি পাগলেও বুঝে, তবে তুমি বুঝলা না। বুঝবা তুমিও বুঝবা, যেইদিন দেখবা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সেইদিন বুঝবা তুমি। আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে। কিন্তু আফসোস কোনো লাভ হবে না তখন, তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। 🙂

-তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ংকর স্মৃতি, তোমার সাথে ওগুলোও নিয়ে যাইতা, তুমি নেই তোমার স্মৃতি গুলো নিয়ে কতশত ছন্দ সাজায়, "তুমি আসবে না " আমার হবে না"এই মহাসত্য জেনেও __নিজেকে অপেক্ষা করাই, কি বিচ্ছিরি অনুভূতি তাই না!🙂😓😥

-অচল নৌকা দেখেছো!
যে জলপ্রবাহে একবার স্হলে উঠে আটকে যায়। আর জলে নামতে পারে না, স্হলেই রোদে পুরে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি, ফের জলে নামতে পারছি না, ধীরেধীরে ক্ষয় হয়ে যাচ্ছি। 😔

-সবকিছু মেনে নিয়েছি তারপরেও কেনো এতো কষ্ট হয়, আমি জানি তুমি আমার হবা না কখনো তারপরেও এতো কেন মায়া তোমার প্রতি! 🥺

-আচ্ছা ভালোবাসলেই কি ঠকতে হয়! নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয়!😭💔

18/10/2024

আমার হারিয়ে যাওয়া তুই....

আজ হঠাৎ বিকেলবেলা

অবসরের অবসাদে লাগছে ভীষন একা

হাজার বছর হাত দুটো তোর হয়নি ছুঁয়ে দেখা।

20/09/2024

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

Address

Rangpur
5470

Telephone

+8801833740936

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার কাঠ গোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালবাসার কাঠ গোলাপ:

Share

Category