20/08/2024
১৪ই জুলাই পর্যন্ত ৭ টা পরীক্ষা দিয়েনএকজন পরীক্ষার্থীও বলে নাই যে পরীক্ষা দিব না।যদি এত অযৌক্তিকতাই হয় তাহলে এত মেধাবীদের পরীক্ষার সময় আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করাটা অযৌক্তিকতা। যে হাই অফিশিয়াল রা ৪০০ ছাত্র কন্ট্রোল করতে পারে না তারা ১৪ লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা কিভাবে কন্ট্রোল করবে।
মানসিক যন্ত্রণা দেওয়ার ও একটা সীমা আছে। আর বড় ভাই ও ছোটদের উপর যে সম্মান ও স্নেহ আছে আবাল গিরি করে নষ্ট করবেন না। এই বিষয়য়ে কিছু বলার ছিলো না কিন্তু একটা ব্যাচ কে নিয়ে সবাই যা শুরু করছে সত্যি কিছু না বলে থাকতে পারতেসি না। মজা নেওয়ার ও লিমিট আছে৷যাস্ট এটুকু বলবো উল্টা পাল্টা বলে শহীদ ভাই ও আন্দোলন নিয়ে কথা বলতে বাদ্ধ করিয়েন না। আমাদের এই অবস্থা আপনাদের এই আন্দোলনের জন্য ।