Md.Abdul Rouf

Md.Abdul Rouf mathematics help

যারা বলে ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না। তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয়।
20/10/2020

যারা বলে ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না।
তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয়।

14/10/2020

মন খারাপের বিষয়টি যে যত বেশি আড়াল করতে পারে।
ভিতর থেকে সে তত বেশি শক্তিশালী!

30/08/2020
24/06/2020

“আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক
নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই
আয়নার মত আলোকে প্রতিফলিত করো”

17/06/2020

ছোট বেলাই স্কুল বন্ধের জন্য দোয়া করছিলাম🤲🤲
এখন আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন।(আমিন)
#ফতো নবাব

16/06/2020

# #-চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি
কিন্তু বড়লোক না # #

16/06/2020

# সোঁজা আর W উল্টো কেনো হয়?
কারণ M (Man) সবসময়ই সোঁজা আর
W (Woman) সবসময় উল্টোই বুঝে। # #

30/05/2020

২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলী:

কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে এ বছর এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। এই মহামারীকালে সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত নির্দেশনাবলী মেনে ফল ভোগ করতে হবে।

১। এ বছর এসএসসি পরীক্ষা-২০২০ এর ফল অনলাইনে প্রকাশ হবে। পরীক্ষা কেন্দ্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোন ফল প্রেরণ করা হবে না। কাজেই, কোন অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

২। যারা SMS এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে:

SSCboard name (First 3 letter)RollYear টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

👉👀SSC Dha 123456 2020 Send to 16222

ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

★★★আগামী রবিবার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।

স্ব-স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

👉বুঝতে অসুবিধা হলে মেসেঞ্জারে যোগাযোগ করুন।

30/04/2020

কিছু বাস্তব কথা

তোমার বয়স যখন ১৮ থেকে ২১ এর মধ্যে
থাকবে তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে।
তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ হবে।
তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি কর‌বে
তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে।
মাঝেমধ্যে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না।
তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্য
দিয়ে যাবে যেমন: হতাশা, একাকীত্ব
তোমাকে ছাড়তেই চাইবে না।
যাদেরকে এই দুনিয়ার তুমি সবচেয়ে ভালো
মানুষ ব‌লে জানতে, চিন‌তে তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে।
তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে।
তারপর তুমি অনেক কান্না করবে।
তুমি এমন কিছু করবে যা করার চিন্তা তুমি
কখনো করোই নি। সুইসাইড করার মত ফালতু
অার নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসবে।
Gf/Bf তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি দিনের
পর দিন ডিপ্রেশন এর মধ্য দিয়ে যাবে।
একই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই যায়।
কোন মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি
দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার
ভালোবাসার মানুষটির সাথে কাটানো সময়
তোমার মনে পড়বে।আর তুমি কষ্ট পেতে থাকবে,
কিন্তু বেশিদিন না। ৬ মাস বা ১ বছর পর তুমি
আবার স্বাভাবিক হয়ে যাবে। যেই তুমি স্বাভাবিক
জীবনে ফিরে আসবে ওই মানুষ গুলো আবার
তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি
ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে।
সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তুমি তারপর থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।
জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ
নাহলে তুমি পৃথিবীর আসল রুপ চিনতে পারবে না।
তোমাকে হতাশ হলে হবে না।
♥️এটাই মানু‌ষের জীবন, এটাই বাস্তবতা♥️

26/04/2020

#করোনা ভাইরাস প্রতিরোধ করুন।
ভয়ের কিছু নাই। ৮০% রোগীই সুস্থ হয়।
1.গরম পানি /লবঙ্গ/লাল চা পান করুন।
2.ভিটামিন সি যুক্ত খাবার বেশী করে খাবেন।
3.দোকান বা বাজারের ফ্রিজের যে কোন খাদ্যবস্তু থেকে দূরে থাকুন।
4 .আপাতত হ্যান্ডসেক বা কোলাকুলি বন্ধ রাখুন।
5.নাক,মুখ,চোখে ময়লা থাকলেও হাত দিয়ে পরিস্কার করার দরকার নাই। মনে রাখবেন ময়লা থাকা জীবানু সংক্রমনের চেয়ে ভালো।
6.এটি ভারী ভাইরাস, তাই বাতাসের দ্বারা ছড়ায় না। তাই মাস্ক ব্যবহার খুব বেশী কাজে দিবে না। এটি হাতের সাহায্যেই ছড়ায়। সুতরাং চোখ, মূখ, নাক হাত না ধূয়ে স্পর্শ করা যাবে না।
6.নাক , চোখ চুলকালে বাথ রুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর নাক, মূখ পরিস্কার করুন।
7.ওযু শুরু করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। বেশী বেশী ওযু করুন।
7.ঘন ঘন পানি পান করুন, মনে রাখবেন করোনা ভাইরাস পাকস্থলীতে গেলে কোন ক্ষতি করতে পারবে না। এসিডে ধ্বংস হয়ে যাবে।

ata mone hoy sortti
25/03/2020

ata mone hoy sortti

17/03/2020

আমার পেজে ১০০ লাইক হয়েছে
ধন্যবাদ..সবাইকে

16/03/2020

Shokole namaj pori vairaj mokto des guri

11/03/2020

hi friends

28/01/2020

Like my pega

10/01/2020

£¥ পড়াশুনা করা কনো কঠিন কাজ না | $তবে একটা সমসা আছে পড়াশুনা করার সময় যে% ঘুমটা আসে তা আটকানো অনেক§ কঠিন কাজ |

15/12/2019

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে C এর মান কত?
10
11
12
13

কলেজ ক্যাম্পাসে কিছু সময়
08/12/2019

কলেজ ক্যাম্পাসে কিছু সময়

Amader atai kaj... ,  ....
28/11/2019

Amader atai kaj... , ....

24/11/2019

Address

Rangpur
12345678

Telephone

+8801762953321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Abdul Rouf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Abdul Rouf:

Share