Amtala Biddapith & College

Amtala Biddapith & College আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ, রংপুর, বাংলাদেশ ।
(1)

22/07/2025

গতকাল দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আকস্মিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় শিক্ষার্থীদের আত্মার মাগফেরার আমরা আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের পক্ষ থেকে দোয়া মাহফিল

30/03/2025
প্রতি বছর ক্লাস ক্যাপ্টেনদের নিয়ে কোন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরতে নেওয়া হয়। এবার, তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ...
13/02/2025

প্রতি বছর ক্লাস ক্যাপ্টেনদের নিয়ে কোন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরতে নেওয়া হয়। এবার, তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ পরিদর্শন কালে ছেলে-মেয়েদের ঘোরাঘুরি,চটপটি, ফুচকা ও নানান ধরনের পছন্দের খাবার খাওয়া ও চমৎকার আনন্দঘন মুহূর্তগুলো।

আজ ছুটি "বিদ্যাপীঠে"নেই শিশুদের পদচারণ। তাই "বসন্ত এসেছে, রঙের খেলায় মেতেছে প্রকৃতি!"পড়ন্ত বিকেলে ঝরে পরা পাতারা দিচ্ছে...
03/02/2025

আজ ছুটি "বিদ্যাপীঠে"নেই শিশুদের পদচারণ। তাই "বসন্ত এসেছে, রঙের খেলায় মেতেছে প্রকৃতি!"পড়ন্ত বিকেলে ঝরে পরা পাতারা দিচ্ছে তারই আভাস।😊

জাতীয় পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ  ০১-০১-২০২৫
01/01/2025

জাতীয় পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ ০১-০১-২০২৫

29/12/2024

প্রাণের স্পন্দনে উৎসবে মুখরিত বিদ্যাপীঠের পুনর্মিলনী ২০২৪ ।

পুনর্মিলনী ২০২৪ উৎসবে মুখরিত বিদ্যাপীঠের স্মৃতিময় স্কুল মাঠ প্রাঙ্গণ ।

প্রানপ্রিয় আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ এ ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ সহ আয়োজন করা হয় এক বিশেষ পুনমিলনী ২০২৪ অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে , বিদ্যাপীঠের শিক্ষার্থী , শিক্ষকবৃন্দ স্মৃতিচারণ করেন তাদের হারিয়ে যাওয়া দিন গুলির, ফেলে আসা দিন গুলি হারানোর পরও সকলের মাঝে প্রাকাশ পায় এক প্রানবন্ত সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যতের অনুভূতি ।

16/12/2024

মাটি সোনার চেয়েও মূল্যবান ও পবিত্র তাই সবাই মাঠে ময়দানে, স্মৃতি বিজড়িত আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে এক স্মৃতিময় শিক্ষা ।

16/12/2024

পৃথিবীতে বন্ধুত্ব সম্পর্কটা মনে হয় অন্য যে কোনো সম্পর্কের চেয়ে আলাদা। বোঝেনা বয়স, জাতি, বর্ণ। আজ সাতমাথা কাঁচা বাজারে বিড়াল ও বেজির সম্পর্ক দেখে আমি বিস্মিত।

সকলেই আমন্ত্রিত।
09/12/2024

সকলেই আমন্ত্রিত।

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ এ শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ব্যবহারিক শিক্ষায় অংশগ্রহণ ।তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান দুটোই সমান...
03/12/2024

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ এ শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ব্যবহারিক শিক্ষায় অংশগ্রহণ ।

তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান দুটোই সমান অপরিহার্য । শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে তত্ত্বীয় বিষয়গুলো পড়ানোর পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং গাণিতিক যুক্তি প্রয়োগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষিকাগণ শিক্ষার্থীদেরকে অনুশীলনে সহযোগিতা করছেন, যাতে তাদের প্রতিভা বিকাশ, জ্ঞান সাধনা এবং সৃজনশীলতায় তারা আন্তর্জাতিক মান অর্জন করতে পারে আমাদের এই প্রানপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান " আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ " থেকে ।

বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং গাণিতিক যুক্তি প্রয়োগের মধ্য দিয়ে প্রকৃতির রহস্যকে উন্মোচনের জন্য শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা প্রয়োজন যাতে তাদের প্রতিভা বিকাশ, জ্ঞান সাধনা এবং সৃজনশীলতায় তারা আন্তর্জাতিক মান অর্জন করতে পারে।

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ রংপুর এ প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে ভতি চলছে !!! ভতি চলছে !!!
16/11/2024

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ রংপুর এ প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে ভতি চলছে !!! ভতি চলছে !!!

Address

Amtala, Mahigonj
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Amtala Biddapith & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amtala Biddapith & College:

Share