Kids Of S Family

Kids Of S Family If you like our video
Smash the like button
Subscriber to our channel
Check out our other videos

বাবার কর্মফল কেন মেয়ের জীবনে ছায়া ফেলে? মেয়ে শুধু বাবার বংশধারার নাম বহন করে না বহন করে তার কর্মফল, আবেগের ঋণ, ও আত্মিক ...
30/07/2025

বাবার কর্মফল কেন মেয়ের জীবনে ছায়া ফেলে? মেয়ে শুধু বাবার বংশধারার নাম বহন করে না বহন করে তার কর্মফল, আবেগের ঋণ, ও আত্মিক ইতিহাসও। সমাজ হয়তো এসব চোখে দেখে না, কিন্তু জীবনের গভীরে মেয়ের মন ঠিকই অনুভব করে বাবার প্রতিটি সত্তাগত নির্বাচনের প্রভাব।

যেখানে চোখ যায় না, সেখানে হৃদয় পৌঁছে যায়।
বাবার বিশ্বস্ততা, সততা, ভালোবাসা, কিংবা প্রতারণা সবই কোনো না কোনোভাবে মেয়ের জীবনে প্রতিফলিত হয়।

তিনি যদি কোনো নারীর হৃদয় ভেঙে থাকেন, হয়তো তার প্রতিধ্বনি মেয়ের প্রেমে ফিরে আসে আস্থা ভাঙার আকারে।

তিনি যদি কারো টাকা আত্মসাৎ করে থাকেন, হয়তো তার পরিণতি মেয়ের অর্থনৈতিক অনিশ্চয়তায় ধরা দেয় ব্যর্থ সম্পর্ক, ভেঙে যাওয়া স্বপ্নের মধ্য দিয়ে।

তিনি যদি অন্যায়ের সাথে আপস করে থাকেন, হয়তো মেয়ের আত্মা ভিতরে ভিতরে দ্বিধান্বিত হয় ভালো-খারাপের জটিল ধাঁধায় আটকে যায়।

এটা কোনো শাস্তি নয় এটা এক আত্মিক উত্তরাধিকার।
একটা চক্র, যা চলে পরিবার থেকে পরিবারে মন থেকে মনে, জন্ম থেকে জন্মে। এবং মেয়েরা, তাদের সংবেদনশীল মন ও আত্মার গভীরতায়, তা অনেক বেশি করে টের পায়।

এই চক্র কেন ভাঙা দরকার?

এই চক্রকে হিলিং (আত্মিক সুস্থতা) ছাড়া থামানো যায় না। মেয়ে যাতে বাবার ভুলের ভার না বইতে হয়, সেজন্য বাবার ভেতরেই পরিবর্তন জরুরি।

বাবার উচিত নিজের জীবনে সত্য, ন্যায়, ও মমতা বেছে নেওয়া।

ভুল করলে দায় স্বীকার করা, অনুতপ্ত হওয়া, এবং সংশোধনের চেষ্টা করা।

নিজের সম্পর্ক, প্রতিশ্রুতি ও সিদ্ধান্তগুলোকে মেয়ের ভবিষ্যৎ মনে রেখে নেওয়া।

কারণ মেয়েরা শুধু বাবার জীবন দেখে না তারা সেটা অনুভব করে, নিজের মধ্যে ধারণ করে।
মেয়ের মনের গভীরতম নিরাপত্তা কিংবা অস্থিরতা অনেক সময়ই নির্ভর করে, তার বাবার আচরণ আর মানসিক দৃঢ়তার ওপর।

বাবাদের জন্য বার্তা:

তোমার কন্যা যেন একদিন বলে,
"আমার বাবা আমার জীবনের আশীর্বাদ ভয়ের ছায়া নয়।"

তাই

এমন মানুষ হও, যাকে দেখে তোমার মেয়ে ভালোবাসা ও সম্মান শিখতে পারে।

এমন সিদ্ধান্ত নাও, যা তার জন্য আত্মবিশ্বাস ও স্থিরতা বয়ে আনে।

এমন সম্পর্ক গড়ে তোলো, যার ভিত্তি ন্যায় ও শ্রদ্ধায় গড়া।

চক্রটা ভেঙে দাও।
যা তোমার মেয়েকে ভেঙে ফেলতে পারে, সেই ভার তার দিকে এগিয়ে দেওয়ার আগেই তুমি নিজেই নিজের ছায়ার মুখোমুখি হও।
নিজেকে শুদ্ধ করো, কারণ তাতেই মেয়ের জীবন আলোকিত হবে নির্ভয়, সুন্দর, আর সত্যভরা।

Collected

বন্ধুত্ব দিবসের কবিতাহাতে হাত রেখে চলা, এক সাথে পথ চলা,সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ভালোবাসায় গড়া।বন্ধুত্ব এক বাঁধন, যা কখ...
30/07/2025

বন্ধুত্ব দিবসের কবিতা

হাতে হাত রেখে চলা, এক সাথে পথ চলা,
সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ভালোবাসায় গড়া।
বন্ধুত্ব এক বাঁধন, যা কখনো ছেঁড়ে না,
শত ঝড় এলেও, পিছুপা হয় না।
হাসি আর গানে, ভরে ওঠে মন,
বন্ধুর পাশে থাকলে, দূর হয় সব জ্বালাতন।
এক ফোনে আসে সাড়া, ছুটে আসে যখন,
মনের কথা বলতে, দ্বিধা করি না তখন।
কখনো বকাঝকা, কখনো বা খুনসুটি,
তবুও বন্ধুরাই তো, আমাদের সেরা জুটি।
কাছে না থেকেও যেন, আছো তুমি পাশে,
এই বন্ধুত্ব থাকুক, চিরকাল হেসে।
আজকের এই দিনে, করি অঙ্গীকার,
বন্ধুর তরে দেব, সব ভালোবাসা উপহার।
শুভ বন্ধুত্ব দিবস, আমার প্রিয় বন্ধুগণ,
তোমাদের সাথে নিয়ে, কাটাবো জীবন।

শিশুকে রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা শিখবে।”এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্...
30/07/2025

শিশুকে রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা শিখবে।

”এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য।

আপনার বাচ্চা জেদ করে?
খেয়াল করেছেন কখন জেদ বাড়ে?

— যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন।
— যখন ওর আগ্রহকে আপনি “না” বলে চেপে দেন।
— যখন ওর চোখের সামনে আপনি রেগে যান।

শিশু তখন ভাবে,
"আমার কথা কেউ শোনে না"
"চিৎকার করলে, কান্না করলে, রাগ করলে তবেই সবাই শুনবে"

এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে জেদি স্বভাব, রাগী মন, অস্থির আচরণ।

কিন্তু খবরটা ভালো —
কারণ আপনি চাইলে এটা বদলাতে পারেন।

শিশুরা কথা নয়, আচরণ দেখে শেখে।
আপনি যেমন, সেও তেমন হবেই।

আপনি যদি তাকে সময় দেন — সে নিরাপত্তা শেখে
আপনি যদি তাকে ভালোবাসেন — সে ভালোবাসা দিতে শেখে

আপনি যদি ধৈর্য ধরেন — সে ধৈর্য শেখে
আপনি যদি তার আগ্রহে সাড়া দেন — সে আত্মবিশ্বাস পায়

একটা কথা মনে রাখবেন:

“না” বলাটা সহজ।
কিন্তু “না”-এর জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন — কিন্তু সবচেয়ে জরুরি।

শিশুর ইচ্ছে মানে তাকে উড়িয়ে দেওয়া না
ওর কৌতূহল মানে শাস্তি না
ওর চোখে জেদ মানেই রাগের জবাব না

বরং বুঝিয়ে দিন, ধরিয়ে দিন, পাশে থাকুন।

তাহলে কী করবেন?
কোন কিছু ধরলে না বলার পরিবর্তে বিকল্প কিছু দিন
যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন
সবকিছুতে না নয়, কিছু জিনিস বুঝিয়ে বলুন
রেগে গেলে থামুন, কারণ আপনার রাগ ওর শেখার জায়গা
প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য
ওকে বলুন: “তুমি গুরুত্বপূর্ণ”, “তোমার কথা আমি শুনি”, "তোমাকে আমি অনেক ভালবাসি "

মনে রাখবেন —
বাচ্চারা যা দেখে, তাই হয়।
আপনি যদি শান্ত থাকেন, ভালোবাসা দেন — সে-ও তাই শিখবে।

এই পোস্টটা সব মা-বাবার সঙ্গে শেয়ার করুন, যিনি হঠাৎ একটু রেগে যান
হয়তো এই লেখা তার মনটা নরম করে দেবে।

Collected

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shanto Islam, Hasin Jahan, Farah Shurmi,...
29/07/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shanto Islam, Hasin Jahan, Farah Shurmi, Farzana Yesmin, Anuradha Saha Jhilik

মারিওর জগৎরঙে ভরা সব,খুশির হাওয়ার বয়।ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে হাসিমুখে,যেন রূপকথাই কয়।মাথায় টুপি, হাতে শান্তির চিহ্ন,স্বপ্...
29/07/2025

মারিওর জগৎ

রঙে ভরা সব,
খুশির হাওয়ার বয়।
ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে হাসিমুখে,
যেন রূপকথাই কয়।
মাথায় টুপি, হাতে শান্তির চিহ্ন,
স্বপ্নের জগতে যেন সে রয়।
চোখে তারার আলো ঝিলিক মারে,
নেই কোনোএখন ভয়।
নীল-সাদা জামা পরে সে,
কালো প্যান্ট, জুতো নীল।
কাঁধে তার ছোট্ট একটা ব্যাগ,
যেন সে এক হাসির খিল।
পেছনে মারিও হাসছে দেখো,
সবুজ পাইপের পাশে।
চারপাশে খেলনা ছড়ানো অনেক,
মন কেড়ে নেয় হাসে।
ক্যাশিয়ারের লাল বোর্ডটা,
জাপানি লেখা তাতে।
রঙিন এই জায়গাটা ডাকে যেন,
ভুলি সব কষ্ট হায়।
ছোট্ট ছেলেটার মুখে তাই,
আনন্দের ঢেউ খেলে।
মারিওর দেশে এসে যেন সে,
সবকিছু ভুলে ফেলে।
এই ছবি মনে রবে চিরদিন,
খুশির স্মৃতি হয়ে।
মারিওর সাথে তার এই খেলা,
মনে রবে সব বহুদিন।।

ছোট্ট ছেলেটিএকটুখানি সন্ধ্যা নেমেছে,আলো-আঁধারির খেলা।সবুজ টবে গাছেরা সব,কাটাচ্ছে নীরব বেলা।ছোট্ট ছেলেটি বসে আছে,নীল টি শ...
29/07/2025

ছোট্ট ছেলেটি

একটুখানি সন্ধ্যা নেমেছে,
আলো-আঁধারির খেলা।
সবুজ টবে গাছেরা সব,
কাটাচ্ছে নীরব বেলা।
ছোট্ট ছেলেটি বসে আছে,
নীল টি শার্ট পরা তার গায়ে।
আঙুলগুলো চলছে দ্রুত,
ফোনের ছোট্ট স্ক্রিনে।
বাইরের জগৎ আছে পাশে,
সে আজ মগ্ন খেলায়।
ডিজিটাল আলোর মায়াজালে,
হারিয়ে গেছে যেন সে।
জানিনা কি তার জগৎ এখন,
কি দেখছে সে আনমনে।
তবে এই ছবি বলে যায়,
নতুন যুগের কথা বয়ে।

সাদা বিড়ালছোট্ট হাতে সাদা বিড়াল,মিষ্টি হাসি মুখে।চোখে মুখে তার কৌতূহল,প্রাণী বন্ধু সুখে।সাদা গায়ে কালো ছোপ,লেজটি ধূসর...
29/07/2025

সাদা বিড়াল

ছোট্ট হাতে সাদা বিড়াল,
মিষ্টি হাসি মুখে।
চোখে মুখে তার কৌতূহল,
প্রাণী বন্ধু সুখে।
সাদা গায়ে কালো ছোপ,
লেজটি ধূসর ছোঁয়া।
খেলায় মেতেছে দুটি প্রাণ,
স্নেহ-ডোরে বাঁধা।
ঘরজুড়ে খুশির আমেজ,
ভালোবাসার ছবি।
এই বন্ধন থাকুক অটুট,
চিরকাল রবে।

28/07/2025

Nila's Khabar Dabar 'skhabardabarmoment

স্বপ্ন ভাঙ্গার গানছোট্ট ছেলেটা রোজ স্কুলে যায়,বাবার কথা কানে বাজে, মায়ের ছোঁয়ায়।"পড়াশোনা করিস, পাবি ভালো বন্ধু,শিক্ষকরা ...
27/07/2025

স্বপ্ন ভাঙ্গার গান
ছোট্ট ছেলেটা রোজ স্কুলে যায়,
বাবার কথা কানে বাজে, মায়ের ছোঁয়ায়।
"পড়াশোনা করিস, পাবি ভালো বন্ধু,
শিক্ষকরা দেখাবে পথের বুনো সেতু।
ডাক্তার হবি, নয়তো ইঞ্জিনিয়ার,
বড় হয়ে পূরণ করবি সব আশার।"
টিফিন কৌটা, বই-খাতা আর জলের বোতল,
স্বপ্ন ভরা চোখে, পা বাড়ায় অবিরল।
হাসি মুখে ফেরে রোজ, নতুন কিছু শেখা,
ভবিষ্যতের ছবি মনে মনে আঁকা।
একদিন হবে সে বড়, পূরণ হবে সাধ,
আকাশ ছোঁবে তার, ঘুচবে সব বিষাদ।
কিন্তু হায়! স্বপ্ন যখন চুরমার হয়,
হাজারো শিশুর চোখে জল ঝরে রয়।
একজনের নয়, এ যে অনেকের ব্যথা,
ভেঙে যায় বুক, ভাষা হারায় কথা।
বিশ্বাস টলে যায়, সব পথ বন্ধ,
এ কেমন নিয়তি, এ কেমন ছন্দ?
তবুও প্রশ্ন জাগে, কেন এমন হল?
শিশুদের স্বপ্ন কেন ভেঙে গেল?
এ ব্যথা কি ভোলা যায়? এ কষ্ট কি সয়?
হাজারো স্বপ্নের মৃত্যু, মেনে নেওয়া নয়।

27/07/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

একটা ছাত্র বা ছাত্রী প্রতিদিন স্কুল যায়। কেন যায় জানেন??তার বাবা মা এদের বলে যে, স্কুলে গেলে তুমি ভালো বন্ধু পাবে ভালো শ...
26/07/2025

একটা ছাত্র বা ছাত্রী প্রতিদিন স্কুল যায়। কেন যায় জানেন??
তার বাবা মা এদের বলে যে, স্কুলে গেলে তুমি ভালো বন্ধু পাবে ভালো শিক্ষক পাবে তারা তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। আর পড়াশুনা করবে তবে অনেক বড় হতে পারবে বড় হলে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট শিক্ষক আরো অনেক কিছু যা তোমার ইচ্ছা হতে পারবে।সেই শিশু তার বাবা মার কথা শুনে প্রতিদিন স্কুল যায় । তার ও মনে স্বপ্ন জাগে। তা নিয়ে বড় হয়। স্কুলে টিফিন বক্স বই খাতা পানির পট তা নিয়ে স্কুলে যায় বাবা কিংবা মায়ের সাথে। কিন্তু এই স্বপ্ন যখন চুরমার হয় কেমন লাগে। মেনে নেয়ার মতো না.এটা যদি হতো একটা শিশুর তাহলে মেনে নেয়া যেতো তবে যদি হয় একসাথে অনেক বেশি জনের তাহলে কিভাবে সম্ভব? নেওয়া যায় না মেনে নেয়া যায় না ।

24/07/2025

Argentina vs Brazil

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Kids Of S Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share