19/01/2023
#কনফো নংঃ১৩
From: Secret person🖤
To: Hridoy❤️❤️
প্রিয়,,
আসসালামুআলাইকুম।।
আশা করি, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাকে ইদানিং অনেক মিস করি।হয়তো আপনি অন্ন কারো।কিন্তু আপনাকে ভালোবাসা তো আর পাপ নয়,তাই না??🙂🙂প্রতিটা মুহুর্ত আমি আপনাকে মিস করি,।আপনাকে নিয়ে কল্পনা করতে আমার, অনেক ভালো লাগে🥰🥰অবশ্য মনে করতে না চাইলেও মনে পরে যায় 🙂বেহায়ার মতো আবারও আপনার কথা ভাবি 😇আমি অনেক লাকি☺️☺️কেন জানেন??😅কারন আপনার মতো একজন কে কিছুটা সময় হলেও পাশে পেয়েছিলাম💖💖 আমার লাইফ এ আপনার অনেক অবদান রয়েছে 🙂আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ 💝💝জানিনা কখনো আপনার ঋন শোধ করতে পারবো কিনা, হয়তো পারবো না।।কারণ সেই সুযোগটা অন্তত আপনি আমাকে দিবেন না🙃।এখন হয়তবা আপনি আমাকে চিনেন না,,কিন্তু আমি আপনাকে চিনি😊কারণ আমার লাইফএ আপনি Most, Important একজন মানুষ 😇😇আপনাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব ☹️☹️ ২৬/১২/২০২২ ই্ং যখন আপনাকে কোন একভাবে দেখলাম, সিরিয়াসলি আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম😅😅ভাবলাম আপনি এতটা পরিবরতন হয়ে গিয়েছেন🤔🤔এখন সত্যিই মনে হয় যে,আপনি আমার সিনিয়র।। কারণ এমন একটা সময় ছিলো যখন আমি ভুলেই গেছিলাম সিনিয়র আর জুনিয়র কি?🧐🧐কিন্তু এখন বুঝি😀😀আপনার সাথে আমার আবার যদি সামনাসামনি কোনোদিন দেখা হয় তাহলে আপনাকে একটা ধন্নবাদ দিবো🙂আপনি সবসময় ভালো থাকেন এটাই প্রার্থনা করি🥰🥰আর আল্লাহ পাক যেন আপনার সব সপ্ন পুরন করেন এই প্রার্থনা ও করি💗💗আগামী মাসে আপানার জন্মদিন।। 🥳🥳 জানিনা আপনাকে উইশ করতে পারব কি না😅হয়তো পারবো না 🙃যাইহোক।। আপনি নিজের৷ যত্ন নেন নাকি মন যা বলে তাই করেন😒😒 যানেন আমি আপনাকে খুব খুব বেশি মিস করতিছি 😔আর, একটা কথা, সব কিছুর, জন্ন্যে আমি দু:খিত😔এখন হয়তো আমি আপনার কাছে ঘ্রিনিত মানুষ 🙂।কিন্তু সবকিছু সঠিক ভাবে জানে তারপর তার বিচার করা উচিত তাই না??🙂 এখন হয়তো আপনি আমাকে ভুল বুঝেন।।কিন্তু একদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে সব দোষ আমার একার না😐😐একদিন সত্যিই আমার সম্পর্কে যে ভুল ধারণাটা ছিল আপনার তা পুরপুরি ভেংগে যাবে।কিন্তু ততোদিনে আমি বলে কেউ একজন অনেক দূরে কথাও হারিয়ে যাবে🙂🙂 হয়তো কোনো এক সময় কোনো এক ভাবে আমাকে মনে পরবে, হয়তোবা এমন ও হতে পারে যে আপনি আমাকে কোনো এক সময় খুজবেন,কিন্তু আমাকে আর আপনি খুঁজে পাবেন না🙂হয়তো ততোদিনে আমার৷ হায়াত ফুরিয়ে যাবে নয়তো অনেক দূরে কোথাও চলে যাবো।।🖤🥀 আমি বলছি না এমনটাই হবে কোনো একদিন।।কিন্তু এমনটাও তো হতে পারে, বলা তো যায় না আল্লাহ তায়ালা কার সাথে কী ঘটাবেন 😐🙂অনেক কিছু বলে ফেললাম।। আমার কথা খারাপ লেগে থাকলে আমি আন্তরিক ভাবে দু:খিত😔আর আপনি বলেছিলেন, আমি আপনার অনেক বড় ক্ষতি করে, ফেলছি, আমি তার জন্য ও দু:খিত😔 পারলে মাফ করে দিবেন।।।
আর সবসময় ভালো থাকবেন।। হাসিখুশি থাকবেন।।আর একটা কথা,, এটা ভাবিয়েন না যে আমি গেয়ান দিলাম😒😒
যাইহোক, আল্লাহ পাক যেন আপনাকে সবসময় হেফাজত করেন,, সব সময় যেন আপনাকে ভালো রাখেন এই প্রার্থনা করি 😇😇
🖤🥀