Games Village

Games Village ��ধুলোবাড়ির আড্ডা��
(8)

গ্রামবাংলার মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডি কিংবা হাডুডু — এইসব খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও একতার প্রতীক। 🎯 ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ

26/06/2025

চুড়ান্ত যুদ্ধে কে বিজয়ী হয়েছে বলে মনে করেন আপনি?
🇮🇷-ইরান
🇮🇱-ইসরায়েল
🇱🇷-আমেরিকা
আপনার মন্তব্য কমেন্ট করুন।

“রহিমের স্বপ্ন”গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেখানে থাকে রহিম, এক হতদরিদ্র কৃষকের ছেলে। বাবাকে ছোটবেলা থেকেই জমিত...
24/06/2025

“রহিমের স্বপ্ন”

গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেখানে থাকে রহিম, এক হতদরিদ্র কৃষকের ছেলে। বাবাকে ছোটবেলা থেকেই জমিতে কাজ করতে দেখে বড় হয়েছে সে। স্কুলে যাওয়া হয়নি, বইয়ের পাতার সঙ্গে তার বন্ধুত্ব হয়নি কখনো। তবে চোখের পাতায় ছিল একটা স্বপ্ন—"একদিন আমি কারও কাছে হাত পাতব না।"

প্রতিদিন সকালে রহিম উঠে যায় সূর্য ওঠার আগেই। পুকুর থেকে পানি আনে, গরুর জন্য ঘাস কাটে, আর তারপরে চলে যায় পাশের বাজারে – কারও দোকানে পণ্য তোলার কাজ, কারও ঘরে কাঠ কাটা, আবার কখনো রিকশা ঠেলে বাজারে মাল নিয়ে যাওয়া। দিনে ৫০-৬০ টাকা হয় কোনওমতে। সেই টাকায় চলে তার বৃদ্ধ মা আর ছোট বোনের খাবার।

একদিন হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওষুধের জন্য দরকার ৫০০ টাকা। কিন্তু রহিমের হাতে তখন মাত্র ৭২ টাকা। পাড়া-প্রতিবেশীর কাছে হাত পেতেও পেল না কিছু—সবাই গরিব, কারোর ঘরে চাল নেই, কারো হাতে টাকা নেই।

তখনই রহিমের চোখে জল চলে আসে। সে চুপচাপ নিজের ছেঁড়া জামার পকেটে থাকা একটা পুরনো ৫ টাকার নোট বের করে দেখে, যা একদিন তার মা দিয়েছিল মাথা ঠান্ডা রাখতে। সেই টাকা সে রেখে দিয়েছিল "ভাগ্যের টান" বলে। এখন সেই ভাগ্যই যেন ঠাট্টা করছে।

তবে রহিম হাল ছাড়ে না। রাতের বেলা সে চুপচাপ পাশের গ্রামে গিয়ে কাজ নেয়—ইটভাটায় রাতভর ইট টেনে। হাত কেটে যায়, শরীর জ্বলে, কিন্তু চোখে জ্বলছিল একটিই আগুন—"মা'কে বাঁচাতেই হবে।"

শেষপর্যন্ত পরের দিন সকালে ৫৪৫ টাকা হাতে করে যখন সে গ্রামে ফিরে আসে, তখন ক্লান্ত শরীরে একটা প্রশান্ত হাসি। তার মায়ের মুখে তখন একটু হাসি ফুটেছে, আর রহিমের মনে—একটা নতুন ভোরের আশ্বাস।

ইসরায়েলেরযদি নাও পারো, তবুও লড়তে হবে,এই মাটি, এই ইতিহাস, তোমাতেই রবে।উপত্যকা জুড়ে হাহাকার, ধ্বংসের চিহ্ন শুধু,তবুও মাথা...
22/06/2025

ইসরায়েলের
যদি নাও পারো, তবুও লড়তে হবে,
এই মাটি, এই ইতিহাস, তোমাতেই রবে।
উপত্যকা জুড়ে হাহাকার, ধ্বংসের চিহ্ন শুধু,
তবুও মাথা উঁচু করে, দেখো, আসছে রোদ।
কেঁদেছি অনেক, দেখেছি মৃত্যু মিছিল,
তবুও থামেনি আশা, হয়নি হৃদয়ের স্খলন।
অতীতের ক্ষতচিহ্ন মুছে যায়নি এখনো,
নতুন ভোরের স্বপ্ন বুকে, জেগে আছি এখনো।
কত প্রশ্ন, কত জিজ্ঞাসা, হৃদয়ে দ্বন্দ্ব,
জাতিগত বিভেদ, শান্তির খোঁজে পথ বন্ধ।
তবুও তো রয়ে গেছে ভালোবাসা, রয়ে গেছে আশা,
এই মাটিতেই হবে একদিন, নতুন জীবনের ভাষা।

02/06/2025

আমাদের এখানে প্রচুর ভারি বৃষ্টি হচ্ছে।
আপনার এলাকার অবস্থা কি কমেন্টে করুন।

29/05/2025

শট গোল দেওয়ার চ্যালেঞ্জ

28/05/2025

ধিরে সাইকেল চালানো চ্যালেঞ্জ

21/05/2025

বল দিয়ে 7আপ ফেলতে হবে

19/05/2025

আজ শক্তি পরিক্ষা খেলা

19/05/2025

আজব চ্যালেঞ্জ

17/05/2025

কোলড্রিংস খেয়ে সঠিক নাম বলা চ্যালেঞ্জ-০২

14/05/2025

কোলড্রিংস টেস্ট করে সঠিক নাম বলতে হবে।

13/05/2025

ছোটদের খাওয়া ও খেলা

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Games Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category