29/07/2022
অপমানের জবাব দিন সফলতার মাধ্যমে
যারা আপনার বড় হওয়ার স্বপ্নটাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে, আপনাকে অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে; তাদের উপর আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হতে পারে- তাদের এসব কথায় আপনি মন খারাপ না করে সেগুলো দ্বারা বড় হওয়ার স্বপ্নটাকে জিদে পরিণত করা। এমন বড় জিদ, যা আপনাকে অবজ্ঞা করার প্রতিশোধের নেশায় বিভোর করে তুলে; যা আপনার স্বপ্ন পূরণ না পর্যন্ত কোনো বাধা-প্রতিবন্ধকতাই আপনাকে একচুল পরিমাণ নাড়াতে পারে। আর সেই বড় জিদ দ্বারা আপনি আপনার সব শক্তি-সামর্থ্য দিয়ে আপনার বড় স্বপ্নটা পূরণ করে তাদের দেখিয়ে দিন, "আমার স্বপ্নটা অবাস্তব ছিল না, আমি হাসিঠাট্টার পাত্র নয়, আমি অযোগ্য নয়; বরং তোমরাই হাসিঠাট্টার পাত্র, তোমরাই অযোগ্য। আমিও পারি"!
আপনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান যে, মানুষজনই অভিবাদন জানাতে উদগ্রীব হয়ে ওঠবে। কিন্তু আপনার হয়তো তখন সবার অভিবাদন গ্রহণ করার জন্য সময় হয়ে ওঠবে না! আজ যারা আপনাকে দেখিয়ে দেখিয়ে গাল ভেঙচিয়ে দাঁত বের করে খিল খিল করে হাসছে, তারাই সেদিন তোমাকে দেখলে লজ্জায় মুখ ঢাকতে চাইবে।
তাহলে আজ থেকে আর এসব বাঁকা কথা নিয়ে এক মুহূর্তের জন্যও মন খারাপ নয়। আজই তাদের চ্যালেঞ্জ নিন, আর নিজের সামর্থ্যকে প্রমাণ করার মিশন শুরু করে দিন।
দেখা হবে বিজয়ের বর্ণিল আলোতে, ইনশাআল্লাহ।
শুভ কামনা রইল।
[*অপ্রকাশিত মোটিভেশনাল বই "তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" থেকে নেয়া]
©__ Gazi Mizanur Rahman
#বাংলা_মোটিভেশনাল_পোস্ট