29/07/2025
প্রকৃত নেতাকে খুঁজুন, নেতাকে জানুন ও নেতাকে সম্মান করুন।
নেতার পরিচয় ছবিতে নয়, নেতার পরিচয় তার কর্মে,গুনে।
প্রকৃত নেতারা বেঁচে থাকে হৃদয়ে, বেঁচে থাকুক হৃদয়।
❝শুধু ছবি দিয়ে নেতার পরিচয় নয়, নেতা হতে গেলে বিশেষ গুণ অর্জন করতে হয়, বিশেষ গুণ থাকতে হয়❞।
নেতা কে অথবা কাকে নেতা বলা যায়?
নেতা হতে গেলে কি ধরনের দক্ষতা, যোগ্যতার প্রমাণ দিতে হয়?
নেতাকে বিশেষ কি কোনো গুণ অর্জন করতে হয়??
হ্যাঁ, নেতা হতে গেলে বিশেষ গুনের অধিকারী হতে হয়, বিশেষ গুণ অর্জনও করতে হয়, বিশেষ গুণের চর্চা করতে হয়।
যেমন:
নেতা হতে গেলে নেতৃত্বের গুণ থাকতে হয়,
নেতা হতে গেলে সৎ হতে হয়,
নেতা হতে গেলে দয়ালু হতে হয়,
নেতা হতে গেলে মানবিক মানুষ হতে হয়,
নেতা হতে গেলে শিক্ষিত হতে হয়,
নেতা হতে গেলে নিয়মিত পড়াশোনা করতে হয়,
নেতা হতে গেলে সাহসী হতে হয়,
নেতা হতে গেলে উদারতা থাকতে হয়,
নেতা হতে গেলে বুদ্ধিমত্তা থাকতে হয়,
নেতা হতে গেলে নিরপেক্ষ থাকতে হয়,
নেতা হতে গেলে মাঝেমধ্যে রাজপথে নামতে হয়,
নেতা হতে গেলে জনগণের দুঃখ দূর করার চেষ্টা করতে হয়,
নেতা হতে গেলে জনগণের সুখী করার চেষ্টা করতে হয়,
নেতা হতে গেলে জনগণের দুঃখ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে জনগণের বিষয় নিয়ে প্রতিনিয়তই কথা বলতে হয়।
নেতা হতে গেলে সমাজ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে প্রতিটি সম্প্রদায় নিয়েও ভাবতে হয়,
নেতা হতে গেলে দেশ নিয়ে প্রতিনিয়ত ভাবতে হয়,
নেতা হতে হলে রাস্তাঘাট, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ মাদ্রাসা, গির্জা ইত্যাদি নিয়ে ভাবতে হয়।
নেতা হতে গেলে পরিবেশ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে প্রাণীদের নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে বিভিন্ন মিটিং এ অনেক সময় যোগ দিতে হয়,
নেতা হতে গেলে মাঝে মাঝে মিটিং মিছিলের আয়োজন করতে হয়,
নেতা হতে গেলে ভেবেচিন্তে মেপে কথা বলতে হয়,
নেতা হতে গেলে সাবধানে, সতর্কতার সাথে কথা বলতে হয়,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে অর্থাৎ (বাংলাদেশে)
বর্তমানে এগুলোকে ধারধারা হয় না, এগুলো নিয়ে ভাবা হয় না,
এই সমস্ত গুণ কারো মধ্যে খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত গুনাগুন কেউ অর্জন করতে চায় না, ওই সমস্ত গুনাগুন কেউ চর্চা করতে চায় না। এই সমস্ত গুনাগুন কারো মধ্যে খুঁজে দেখার চেষ্টাও করা হয় না।
এদেশে নেতা হতে গেলে
শুধু ছবি তুলতে হয়,
বিভিন্ন দলের, বিভিন্ন মতের ব্যক্তির সঙ্গে ছবি তুলতে হয়।
সেগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রচার করতে হয়,
তাহলে নিজেকে নেতা হিসেবে প্রমাণ করা যায় বাংলাদেশে।
আর আপনাকে অনেকেই নেতা হিসেবে মানবে,বিশ্বাস করবে।
কারণ "ছবি" হচ্ছে নেতার গুন এই বাংলাদেশে।
ছবি দিয়ে নেতার পরিচয় হয় এই বাংলাদেশে।
শুধু ছবির মাধ্যমে নেতার পরিচয় নিশ্চিত হয় বাংলাদেশ।
কে কত বড় নেতার সঙ্গে ছবি তুলেছেন
সে তত "বড় নেতা" হয়, বাংলাদেশে।
ছবিই নেতার পরিচয় বাংলাদেশে।
শুধু ছবি দিয়েই নেতার গুণ নির্বাচন হয় বাংলাদেশ।
🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।