ABC papul

ABC papul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABC papul, purbo komor nai mia para, Rangpur.

❝আমি ভালো কিছু বলার চেষ্টা করি,
ভালো কিছু লেখার চেষ্টা করি,
মানুষ,প্রাণী প্রকৃতির কল্যাণ কামনা করি❞
✅পৃথিবী হোক ভালো কাজের আমাদের
প্রতিযোগিতা হোক শুধু ভালো কাজের।

শুধু সততার মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে সাফল্য সম্ভব। ❝You believe or not, Honesty is the best policy"❞আপনি বিশ্বাস করেন ব...
03/08/2025

শুধু সততার মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে সাফল্য সম্ভব।
❝You believe or not, Honesty is the best policy"❞
আপনি বিশ্বাস করেন বা না করেন, ❝সততাই সর্বোত্তম পন্থা❞

❝এই পৃথিবীতে
সততার চেয়ে আর কোন কিছু নেই দামি
সততা এক অমূল্য ধন চির কল্যাণ কামী❞

হ্যাঁ, সততার সাথে জীবন যাপন করা

সৎ থাকা অথবা সৎ হওয়ার চেষ্টা করা
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস।

শুধুমাত্র সততার মাধ্যমেই সম্মান,
সুখ্যাতি,সাফল্য, সম্পদ সবকিছু অর্জন করা যায়।

তাহলে সৎ হওয়ার চেষ্টা করেন।
যারা সৎ হয় বা যারা সৎভাবে জীবনযাপন করে,

তারা সবকিছু অর্থাৎ সম্মান, সম্পদ, সুখ্যাতি
সুখ, শান্তি সবকিছু অর্জন করতে পারে।
শুধুমাত্র সততার মাধ্যমে।

অতএব সৎ হওয়ার চেষ্টা করা হোক

বা সৎ হওয়ার প্রতিযোগিতা, হোক আমাদের মাঝে।

🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।

✅প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর কে?? কনটেন্ট ক্রিয়েটর চিনুন!! কন্টেন্টের নামে আমরা প্রতিনিয়তই কি দেখতেছি  বিভিন্ন সোশ্যাল মি...
01/08/2025

✅প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর কে?? কনটেন্ট ক্রিয়েটর চিনুন!!
কন্টেন্টের নামে আমরা প্রতিনিয়তই কি দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে??
মূর্খতার বিজ বপন করে অর্থ সাহায্য করবে মানুষকে দারিদ্র্য বিমোচনে, বিশাল একটা গোষ্ঠীকে মূর্খতার দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়তই, অন্ধকারের জগতে কি নিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। দারিদ্র বিমোচনের শিক্ষা প্রয়োজন জ্ঞান প্রয়োজন অর্থ নয়।
অর্থের জন্য অশিক্ষা, অর্ধশিক্ষা, কুশিক্ষা গুলো প্রচার, তুলে ধরে পয়সা ইনকাম করতেছে।
অপসংস্কৃতি, অপ্রয়োজনীয়, অসুস্থ, ভিত্তিহীন, মূল্যহীন দুর্গন্ধযুক্ত ও বাজে কনটেন্ট নির্মাণ করতেছেন অনেকেই।
কন্টেন্ট ক্রিয়েটর অর্থ কি?
উদ্ভাবনকারী, সৃষ্টিকারী বা নির্মাণকারী অর্থাৎ প্রতিনিয়তই নতুন নতুন কিছু আবিষ্কার করবেন বা তৈরি করবেন নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এরাও বমি পার্টির মত কারবার করতেছেন একজনের ওগলানো বমি আরেকজন ধক ধক করে গেলে খাচ্ছে।
এদের কনটেন্ট হলো কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে দৌড়াদৌড়ি করেতেছে, কিভাবে নাচানাচি করে,
কেউ কেউ কাপড় খুলতেছে, কেউ কাপড়ে তুলতেছে,
কেউ কাপড় কাটতেছে,
কেউ আবার কাপড় জোড়া তালি দিচ্ছে ইত্যাদি।
যত উদ্ভট মার্কা কার্যক্রম করে নিজেদেরকে কনটেন্ট হিসেবে দাবি করতেছে।

🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।

প্রকৃত নেতাকে খুঁজুন, নেতাকে জানুন ও নেতাকে সম্মান করুন। নেতার পরিচয় ছবিতে নয়, নেতার পরিচয় তার কর্মে,গুনে। প্রকৃত নেত...
29/07/2025

প্রকৃত নেতাকে খুঁজুন, নেতাকে জানুন ও নেতাকে সম্মান করুন।
নেতার পরিচয় ছবিতে নয়, নেতার পরিচয় তার কর্মে,গুনে।
প্রকৃত নেতারা বেঁচে থাকে হৃদয়ে, বেঁচে থাকুক হৃদয়।
❝শুধু ছবি দিয়ে নেতার পরিচয় নয়, নেতা হতে গেলে বিশেষ গুণ অর্জন করতে হয়, বিশেষ গুণ থাকতে হয়❞।

নেতা কে অথবা কাকে নেতা বলা যায়?
নেতা হতে গেলে কি ধরনের দক্ষতা, যোগ্যতার প্রমাণ দিতে হয়?
নেতাকে বিশেষ কি কোনো গুণ অর্জন করতে হয়??
হ্যাঁ, নেতা হতে গেলে বিশেষ গুনের অধিকারী হতে হয়, বিশেষ গুণ অর্জনও করতে হয়, বিশেষ গুণের চর্চা করতে হয়।
যেমন:
নেতা হতে গেলে নেতৃত্বের গুণ থাকতে হয়,
নেতা হতে গেলে সৎ হতে হয়,
নেতা হতে গেলে দয়ালু হতে হয়,
নেতা হতে গেলে মানবিক মানুষ হতে হয়,
নেতা হতে গেলে শিক্ষিত হতে হয়,
নেতা হতে গেলে নিয়মিত পড়াশোনা করতে হয়,
নেতা হতে গেলে সাহসী হতে হয়,
নেতা হতে গেলে উদারতা থাকতে হয়,
নেতা হতে গেলে বুদ্ধিমত্তা থাকতে হয়,
নেতা হতে গেলে নিরপেক্ষ থাকতে হয়,
নেতা হতে গেলে মাঝেমধ্যে রাজপথে নামতে হয়,
নেতা হতে গেলে জনগণের দুঃখ দূর করার চেষ্টা করতে হয়,
নেতা হতে গেলে জনগণের সুখী করার চেষ্টা করতে হয়,
নেতা হতে গেলে জনগণের দুঃখ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে জনগণের বিষয় নিয়ে প্রতিনিয়তই কথা বলতে হয়।
নেতা হতে গেলে সমাজ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে প্রতিটি সম্প্রদায় নিয়েও ভাবতে হয়,
নেতা হতে গেলে দেশ নিয়ে প্রতিনিয়ত ভাবতে হয়,
নেতা হতে হলে রাস্তাঘাট, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ মাদ্রাসা, গির্জা ইত্যাদি নিয়ে ভাবতে হয়।
নেতা হতে গেলে পরিবেশ নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে প্রাণীদের নিয়ে ভাবতে হয়,
নেতা হতে গেলে বিভিন্ন মিটিং এ অনেক সময় যোগ দিতে হয়,
নেতা হতে গেলে মাঝে মাঝে মিটিং মিছিলের আয়োজন করতে হয়,
নেতা হতে গেলে ভেবেচিন্তে মেপে কথা বলতে হয়,
নেতা হতে গেলে সাবধানে, সতর্কতার সাথে কথা বলতে হয়,

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে অর্থাৎ (বাংলাদেশে)
বর্তমানে এগুলোকে ধারধারা হয় না, এগুলো নিয়ে ভাবা হয় না,
এই সমস্ত গুণ কারো মধ্যে খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত গুনাগুন কেউ অর্জন করতে চায় না, ওই সমস্ত গুনাগুন কেউ চর্চা করতে চায় না। এই সমস্ত গুনাগুন কারো মধ্যে খুঁজে দেখার চেষ্টাও করা হয় না।

এদেশে নেতা হতে গেলে
শুধু ছবি তুলতে হয়,
বিভিন্ন দলের, বিভিন্ন মতের ব্যক্তির সঙ্গে ছবি তুলতে হয়।
সেগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রচার করতে হয়,
তাহলে নিজেকে নেতা হিসেবে প্রমাণ করা যায় বাংলাদেশে।
আর আপনাকে অনেকেই নেতা হিসেবে মানবে,বিশ্বাস করবে।
কারণ "ছবি" হচ্ছে নেতার গুন এই বাংলাদেশে।
ছবি দিয়ে নেতার পরিচয় হয় এই বাংলাদেশে।
শুধু ছবির মাধ্যমে নেতার পরিচয় নিশ্চিত হয় বাংলাদেশ।

কে কত বড় নেতার সঙ্গে ছবি তুলেছেন
সে তত "বড় নেতা" হয়, বাংলাদেশে।
ছবিই নেতার পরিচয় বাংলাদেশে।
শুধু ছবি দিয়েই নেতার গুণ নির্বাচন হয় বাংলাদেশ।

🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।

Big shout out to my newest top fans! 💎 মিযমিয়ার পাড়ার রোমিওe,Md Shakib Hassan, Md. Mirhajul Haqueীঁ হীঁনঁ রাঁজাঁরঁ গS ...
29/07/2025

Big shout out to my newest top fans! 💎 মিযমিয়ার পাড়ার রোমিওe,Md Shakib Hassan, Md. Mirhajul Haqueীঁ হীঁনঁ রাঁজাঁরঁ গS A N T  O ツroরাঁনীঁ হীঁনঁ রাঁজাঁরঁ গঁল্পঁHimango Sarkar@top fans

27/07/2025

✅আপনি কি এমন মানুষ দেখেছেন?

✅❝আমাদের বাংলাদেশ আমাদের ভালবাসা, আমাদের গর্ব ❞বাংলার মুখ আমি দেখেছি,তাই পৃথিবীর আর রূপ, রহস্য, সৌন্দর্য খুঁজতে যায় নাই।...
27/07/2025

✅❝আমাদের বাংলাদেশ আমাদের ভালবাসা, আমাদের গর্ব ❞
বাংলার মুখ আমি দেখেছি,
তাই পৃথিবীর আর রূপ, রহস্য, সৌন্দর্য খুঁজতে যায় নাই।

বাংলাদেশকে কেউ বানাতে চেয়েছিল আমেরিকা,

কেউ বানাতে চেয়েছিল সিঙ্গাপুর,

আবার কেউ বানাতে চেয়েছিল পাকিস্তান,

আবার কেউ বানাতে চায় আফগানিস্তান,

আবার কেউ বানাতে চেয়েছিল ইন্ডিয়া,

আবার কেউ বানাতে চেয়েছিল মালয়েশিয়া,

কিন্তু কেউ বাংলাদেশকে বাংলাদেশের মতো
করিয়া ভাবেনি, বোঝেনি বা দেখেনি!!

কিন্তু আমাদের প্রাণের কবি

নির্জনতার কবি, প্রকৃতির কবি ❝জীবনানন্দ দাস❞
তিনি বলেছিলেন যে বাংলার মুখ আমি দেখেছি,

তাই পৃথিবীর আর রূপ, রহস্য, সৌন্দর্য খুঁজতে যায় নাই।

আসলে বাংলাদেশ বাংলাদেশেই থাকুক

আমাদের আর অন্য কিছু হওয়ার দরকার নেই।

🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।

26/07/2025

✅কাজেই আমাদের জীবনকে সুন্দর করে, সফল করে!!

25/07/2025

✅বেঁচে থাকুক এমন মহান শিক্ষিক আমাদের হৃদয় জুড়ে

24/07/2025

✅প্রতিটি পেশায় মানুষের সেবার উদ্দেশ্যেই নিয়োজিত

24/07/2025

বাংলাদেশের চলতেছে দুর্নীতির প্রতিযোগিতা।
কে বেশি দুর্নীতি করতে পারে!
কে বড় দুর্নীতি করতে পারে!
কে দামি দুর্নীতি করতে পারে!

23/07/2025

এখন,বাংলাদেশে কিছু মানুষ,
অমানুষ,অসভ্য ও অমানবিক হওয়ার প্রতিযোগিতা করতেছে।
😥😥যা খুবই দুঃখজনক!!

নীতি, নৈতিকতা বিসর্জন দিয়ে দুর্নীতি দিয়ে সবকিছু অর্জন করে✅বাংলাদেশ  বিভিন্ন পেশা নির্বাচন করা হয় দুর্নীতি করতে,এদেশে ম...
23/07/2025

নীতি, নৈতিকতা বিসর্জন দিয়ে দুর্নীতি দিয়ে সবকিছু অর্জন করে
✅বাংলাদেশ বিভিন্ন পেশা নির্বাচন করা হয় দুর্নীতি করতে,
এদেশে মানুষের সেবা করতে কোন পেশা বাছাই করা হয় না।

❝উন্নত দেশে বা অন্য দেশে ভাল কাজের প্রতিযোগিতা চলে❞

অপরদিকে বাংলাদেশে দুর্নীতির প্রতিযোগিতা চলে,
কে, কার চেয়ে, কোন বাঁকা পথে বেশি দুর্নীতি করতে পারে, কিভাবে দুর্নীতি করে বড় হতে পারে, কারি কারি টাকার মালিক হতে পারে, একাধিক ব্যাংক একাউন্টের মালিক হতে পারে।
নামি দামি ফ্লাটের মালিক হতে পারে ইত্যাদি।
😷আমরা জাতি হিসেবে নির্লজ্জিত, কলঙ্কিত,অশিক্ষিত, অসভ্য, অমানবিক ও এত অমানবীয় কেন???
এইজন্য মনে হয় বলেছিলেন,
✅ ❝প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মনুষ্যত্ব, মন বা হৃদয় না থাকলে সে কখনো মানুষ হয় না❞।
আমরা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় অফিসার বড়, বড় নেতা, বড় ব্যবসায়ী হলেও
👉 ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো অফিসার, ভালো নেতা ও ভালো ব্যবসায়ী সর্বোপরি ভালো মানুষ হলাম না।
কিন্তু যেখানে ভালো, স্বচ্ছ ও সৎ এধরে কোন শব্দ নাই সেখানে তো বড়র কোন মূল্য নাই।
✅ছোটবেলা থেকেই আমাদের বোঝানো হয় যত বড় পেশা তত বেশি টাকা ইনকাম ও তত বড় সুযোগ-সুবিধা পাওয়া যায় ও তত দুর্নীতি করা যায়।

🖊️🖋️আপনার মতামত জানাতে ভুলে যান না যেন।
👉✅ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক,কমেন্ট ও শেয়ার করুন।
মোঃ পাপুল মিয়া।

Address

Purbo Komor Nai Mia Para
Rangpur
5700

Telephone

+8801863385267

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABC papul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABC papul:

Share