12/10/2025
❝যত ভিউ তত টাকা❞
এই স্লোগানে যুবকরা, কিশোররা ও সিনিয়ররাএখন আসক্ত
বর্তমান সময়ের কিশোরা,যুবকরা মানে অধিকাংশ যুবকই
লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য ডাক্তার,জর্জ ব্যারিস্টার
ইঞ্জিনিয়ার,উদ্যোক্তা,ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক বা অন্য কোন পেশায় যুক্ত হতে চাচ্ছে না, যুক্ত হচ্ছে না !!
তারা এখন শর্টকাটে!
হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য
সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন
আর এই জন্য বিভিন্ন ধরনের
কন্টেন্ট তৈরি করতেছেন মানে ভিডিও তৈরি করতেছে।
যে কন্টেন্ট দ্বারা মানুষ হাসতেছে কেউ আবার
কৈউ নাচানাচি করতেছে,কৈউ লাফালাফি করতেছে।
মানে কন্টেন্ট হল পয়সা ইনকামের মাধ্যম।
সহজে টাকা উপার্জন করার জন্য!
অনেকে নিজের আত্মসম্মান,আত্মমর্যাদা বা সম্মান যেটা আছে
এই সম্মানটা অনেকে দেখতেছে না,দেখতে পারতেছে না বা দেখার ইচ্ছা করতেছে না।
কারণ তাদের উদ্দেশ্য কনটেন্ট বানাতে হবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে।সম্মান কোথায় কি হোক দেখার দরকার নেই।
❝যত ভিউ তত টাকা❞!
কনটেন্ট গুলো ভালো হোক আর মন্দ হোক সেটাও তাদের কাছে বিবেচনার বিষয় নয়,পর্যবেক্ষণের বিষয় নয়।
পুকুরের কন্টেন্ট হোক আর মাঠের কনটেন্ট হোক।
ঘরের কনটেন্ট হোক আর বাইরের কনটেন্ট হোক।
মানুষ সমালোচনা করুক আর মানুষ আলোচনা,
মানুষের জন্য উপকার হোক বা মানুষের জন্য ক্ষতি হোক,
সেটা দেখার উপযুক্ত হোক বা না দেখার উপযুক্ত হোক,
এটা দেখার দরকার নেই আমি কনটেন্ট বানাতেই পারলেই হলো মোটকথা ভিডিও হলেই হল যে কোন একটা।
অত্যন্ত চিন্তার বিষয়!অত্যান্ত উদ্বেগ্নের বিষয়! দুঃখের বিষয়!
এই কনটেন্ট দ্বারা আমি কি মেসেজ দিচ্ছি সমাজে,
দেশে বা দেশের মানুষের কাছে?
মানুষ কি শিখতেছে বা মানুষ কি বুঝতিছে?
আমি মানুষকে কি শিখাতে চাচ্ছি বা কি বুঝাতে চাচ্ছি?
একজন মানুষ হিসেবে এগুলো দায়িত্ব, কর্তব্য খোজার দেখার বোঝার ও প্রচার করার ভালো-মন্দ বিষয়গুলোর যেকোনো বিষয়ে।
এখন শুধু ভিউ ব্যবসা।
মানে ভিউ হলেই তো টাকা আর এই
ভিউ হওয়ার জন্য যত নোংরা, যত অপ্রয়োজনীয়, যত সস্তা
যত মন্দ, যত বাজে কনটেন্ট প্রতিনিয়তই তৈরি হচ্ছে বা বানাচ্ছে একজন অন্যের জনের দেখা দেখে।।
একটি অসুস্থ প্রতিযোগিতা যা একটা সমাজের জন্য সবচাইতে,উদ্বেগের, চিন্তার, আতঙ্কের পরিতাপের ও দুঃখের বিষয় যা দ্বারা সমাজ ও দেশ অন্ধকারের দিকে যাচ্ছে।
✅অনুগ্রহ আপনারা মতামত কমেন্ট জানান ও শেয়ার করুন