বাঁচতে হলে জানতেই হবে

বাঁচতে হলে জানতেই হবে Blogger

ক্রিকেট খেলার সময় 🌹
26/10/2025

ক্রিকেট খেলার সময় 🌹

19/10/2025

জীবনের সত্য হলো, সবাইকে খুশি রাখী সম্ভব নয়। সবাইকে খুশি করার জন্য জীবনটা নষ্ট না করে নিজের স্বপ্নগুলো পূরণের দিকে এগিয়ে যাও। বাস্তব জীবন বলছে, তুমি যেমনই হও না কেন, সঠিক মানুষেরাই তোমার পাশে থাকবে

19/10/2025

আমাদের জীবনে সবচেয়ে অমূল্য জিনিসগুলো আসলে বিনামূল্যে আসে যেমন ভালোবাসা, হাসি।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শি...
15/10/2025

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে।

🎗️ প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result Corner-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়া পরীক্ষার্থীরা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
👉 ফলাফল জানার আরেকটি উপায় হলো নির্ধারিত শর্ট কোড 16222 নম্বরে এসএমএস পাঠানো।
তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্র অফিস থেকে ফলাফল জানা যাবে না।

11/10/2025

*আচ্ছা প্রেম করা যদি পড়াশোনা করার মতো বাধ্যতামূলক করা হতো, তাহলে কি হতো ? *

মায়ের ডায়লগ : আজকে সারাদিন একটাও মেয়ে পটাসনি, আজ আসুক তোর বাবা । 😅

বাবা : হারামজাদা, তোকে খাইয়ে পড়িয়ে লাভ কি ? দশটা মেয়ের মধ্যে সাতটার কাছ থেকে জুতাে খেয়ে বাড়ী ফিরিস । 😅

স্কুল শিক্ষক : কাল সবাই তিনটে নতুন মেয়ের ফোন নম্বার নিয়ে আসবে । 😅

প্রাইভেট টিচার : কাল সারারাত চুমকির সাথে প্রেম করতে বলেছিলাম, করেছ ? 😅

হেডমাস্টার : তোমরা সবাই মন দিয়ে লাইন মারবে, কোনো অসুবিধা হলে আমায় জানাবে । 😅

সবশেষে ছোট বাচ্চারা : মা আজ প্রেম করতে যাবো না । 😅

মা : হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন, প্রত্যেক দিন বলবি প্রেম করতে যাবে না, প্রেম না করলে খাবি কি ?? 😅
.......

JUST FOR FAN 😅😅

07/10/2025

خَيْرُ النَّاسِ أَحْسَنُهُمْ خُلُقًا
সর্বোত্তম মানুষ সে, যার চরিত্র সর্বোত্তম। -(সহিহ বুখারি: ৬০৩৫)

01/10/2025
পাওয়ার টিলার দিয়ে জমি চায়
28/09/2025

পাওয়ার টিলার দিয়ে জমি চায়

16/09/2025

আজকে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে কিছু কমেন্ট করে যান

12/09/2025

Address

Rangpur

Telephone

+8801739162318

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁচতে হলে জানতেই হবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share