আমাদের পীরগঞ্জ - Our Pirganj

আমাদের পীরগঞ্জ - Our Pirganj পীরগঞ্জ-Our Pirganj পেজের মূল লক্ষ্যে রংপুর পীরগঞ্জের সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরা।
(1)

পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশনরংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ...
30/10/2025

পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বুধবার দিবাগত রাতে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে অবস্থান নেন তিনি।

জানা গেছে, মেহেদী হাসান ওই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাশপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর দাবি, সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বিয়ার প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে এসে মেহেদী আবারও সম্পর্ক স্থাপন করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানসম্মানের ভয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায়, মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এ সম্পর্ক মেনে নেবে না।

অন্যদিকে অনশনরত শিক্ষার্থী জানান, মেহেদী বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।
মিনহাজুল ইসলাম মিলন
পীরগঞ্জ রংপুর
কার্টেসীঃ karim Sarkar

জীবন নিয়ে কত অভিযোগ আমাদের 😭
26/10/2025

জীবন নিয়ে কত অভিযোগ আমাদের 😭

17/10/2025

হাসাইগাড়ি

16/10/2025

পীরগঞ্জ মহিলা কলেজ, ও শাহ্ আব্দুর রউফ কলেজ থেকে এবার কতজন পাশ করলো?

08/10/2025

পীরগঞ্জে সাংবাদিকদের কি হলো?

আজ থেকে দাদী কে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম 😭দাদীর জন্য সকলের কাছে দোয়া কামনা করি।
03/10/2025

আজ থেকে দাদী কে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম 😭
দাদীর জন্য সকলের কাছে দোয়া কামনা করি।

আমার দাদী আজ সকালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ বাদ জুম্মা কাশিমপুর দারুল আমান দরবার শরীফে...
03/10/2025

আমার দাদী আজ সকালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ জুম্মা কাশিমপুর দারুল আমান দরবার শরীফে দাদির জানাজা অনুষ্ঠিত হবে। আমার দাদির জন্য সকলের কাছে দোয়া চাই।

19/09/2025

পীরগঞ্জ উপজেলা হাসপাতাল নিয়ে কিছু বলে যান।

11/09/2025

রংপুরের পীরগাছায়
গরু থেকে মানুষে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, মহামারীর সম্ভাবনা রয়েছে।
একজন এর মৃ*ত্যু।

তদন্ত করে বের করা হোক।
07/09/2025

তদন্ত করে বের করা হোক।

পীরগঞ্জ উপজেলা রংপুর।
02/09/2025

পীরগঞ্জ উপজেলা রংপুর।

ছবিটি ২০১৬ সালের সেপ্টেম্বর এ উঠানো।আমাদের গ্রাম কাশিমপুর, পানবাজার, পীরগঞ্জ, রংপুর।
02/09/2025

ছবিটি ২০১৬ সালের সেপ্টেম্বর এ উঠানো।
আমাদের গ্রাম কাশিমপুর, পানবাজার, পীরগঞ্জ, রংপুর।

Address

Pirganj
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পীরগঞ্জ - Our Pirganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের পীরগঞ্জ - Our Pirganj:

Share