30/03/2025
নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ২০০ বছর বয়সী বটগাছের গোড়ায় বেড় হয়েছে এক সদৃশ্য ছত্রাক, যাকে হিন্দু সম্প্রদায়ের লোক তাদের দেব-দেবী মনে করে পূজা করতেছে।
আসুন এই ছত্রাক সম্পর্কে জেনে আসি,,,,
আশ্চর্য হওয়ার আগে ‘মৃত মানুষের আঙ্গুল’ ছত্রাক সম্পর্কে জেনে নেই.....
মৃত মানুষের আঙ্গুল সদৃশ এই আকৃতিগুলো একধরনের ছাত্রাক। নাম Xylaria Polymorpha (জাইলেরিয়া পলিমরফা)। তবে এর প্রচলিত নাম ‘ডেড ম্যান্স ফিঙ্গার্স’ অর্থাৎ মৃত মানুষের আঙুল।
ইকো সিস্টেমে এই ছত্রাক খুবই গুরুত্ববহ। মৃত গাছের পচা গুঁড়ি ভেঙে সেটিকে মাটিতে মিশিয়ে ফেলার কাজ করে এই ছত্রাক। গাছের গুঁড়ির ফাঁকে, পিলারের গায়ে বা মাটিতে দেখা যাশ ছত্রাকগুলো।দেখে মনে হয়, মৃত মানুষের আঙুল।
কোন কোনও ছত্রাক দেখে মনে হয় পায়ের আঙুল আবার কোনটা দেখতে হাতের আঙুলের মতো। দীর্ঘ দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করে রাখলে আঙুল যে রকম হয়ে যায় অনেকটা সে রকমই দেখতে ওই ছত্রাকগুলি।
ছোট ছোট গোছা করে গাছের উপর বা মাটিতে এগুলি জন্মায়। ১ থেকে ৩ ডায়ামিটারের এই ছত্রাকগুলি প্রায় ৩ থেকে ৮ সেন্টিমিটার লম্বা হয়। যত দিন যায় এগুলি হাল্কা রং থেকে কালো হয়ে যায়। দেখে মনে হয় মানুষের আঙুল। আমেরিকা ছাড়াও ব্রিটেন ও আয়ারল্যান্ডে এ ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকায় এর দেখা মেলে। #
ধন্যবাদ 🙏