MD Juwel

MD Juwel মুসলিম জীবনে বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমাদের এই পেজ।
(1)

আমি হজরত ওমর কে দেখিনি আমি দেখেছি মুফতি ফয়জুল করিম সায়েখে চরমোনাইকেরাত ২টা ছুই ছুই, গত পরশু  ১৩ দিন সফর শেষ করে চরমোনাই ...
06/09/2025

আমি হজরত ওমর কে দেখিনি আমি দেখেছি মুফতি ফয়জুল করিম সায়েখে চরমোনাইকে
রাত ২টা ছুই ছুই, গত পরশু ১৩ দিন সফর শেষ করে চরমোনাই এসেছিলেন মাত্র । গতকাল রাত ২টাই রাস্তার পাশে অনেকগুলো মানুষ হৈচৈ করে ভীর করছে। এর মধ্যে একজন লোক বসে বসে বিলাপ করছে।নজরে আসার সাথে সাথে শায়েখ বললেন কিরে এখানে কি হয়েছে? শায়েখকে দেখে সবাই গাড়ির কাছে এসে ভীর করল। গাড়িতে নেমে শায়েখ জানতে চাইলেন ঘটনা কি? তাদের মধ্য থেকে একজন বলল লেদার দোকানে কে বা কারা যেন আগুন দিছে।সব পুড়ে গেছে।নিজেই এগিয়ে গিয়ে স্বচক্ষে দেখলেন পুড়া দোকানের অবস্হা।দোকানদার কে ডেকে বললেন মন খারাপ করবি না।আল্লাহর উপর ভরসা কর,আর আগামিকাল কাল যোহরের নামাজের পর আমার সাথে দেখা করবি। আমরা আছিনা চিন্তা কিসের।সব ঠিক করে দেব ( ইনশাআল্লাহ)।

প্রাণপ্রিয় নেতা,
জনদরদীর কথা গুলো শুনে
প্রাণটা জুড়িয়ে গেল।
কপি পোস্ট

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী আজ
02/09/2025

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী আজ

19/08/2025
02/08/2025

দেশ ও দেশের মানুষ এবং চিকিৎসা চিকিৎসক কে সম্মান রেখেই দেশ প্রেমিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর দেশেই অপারেশন করলেন আলহামদুলিল্লাহ।

আমীরে জামায়াতের অপারেশন শেষে মাননীয় ডাঃ জাহাঙ্গীর কবির স্যার চিকিৎসা বিষয় কথা বলছেন।
#জামাত #জামাতশিবির #জামাতেআমির #আমিরেজামাত

01/08/2025

শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তর দিচ্ছেন
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিত...
01/08/2025

সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়

01/08/2025

তুরস্কে সাক্ষাৎকারের মাধ্যমে জুলাই বিপ্লকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন জুলাই বিপ্লবের অন্যতম মহা নায়ক ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

১২০ বছর বয়সী সেই বৃদ্ধ কারাগারে কেন, জানা গেলসামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে পুলিশের সাথে একজন বৃদ্ধের কয়েকটি ছবি...
31/07/2025

১২০ বছর বয়সী সেই বৃদ্ধ কারাগারে কেন, জানা গেল

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে পুলিশের সাথে একজন বৃদ্ধের কয়েকটি ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই বৃদ্ধ লোককে দেখে কি কোনোভাবে মনে হয় তিনি জুলাই আগস্টে ছাত্রদের সাথে ঝামেলা করেছেন, তার বয়স ১২০ বছর, অথচ তাকে গ্রেপ্তার করা হলো।’

অর্থাৎ, দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে প্রায় ১২০ বছর বয়সী এই বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, প্রচারিত ছবিতে প্রদর্শিত প্রায় ১২০ বছর বয়সী এই বৃদ্ধকে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে পুলিশ গ্রেপ্তার করেনি। বরং, ২০০৩ সালের এক হত্যা মামলায় আলোচিত বৃদ্ধ ইদ্রিস শেখ কারাগারে আছেন।

এই মামলায় বৃদ্ধ ইদ্রিস শেখের বিরুদ্ধে রায়ও হয়েছে ২০১৫ সালে।
0987654

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে আজ (৩০ জুলাই) ‘লাঠি হাতে আদালতে শতবর্ষী ইদ্রিস শেখ, প্রিজন ভ্যানে বাবাকে দেখেই কেঁদে ফেললেন ছেলে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিগুলো মূলত ওই ঘটনার ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে।

ভিডিওটিতে বলা হয়, প্রচারিত দৃশ্য গত ২৯ জুলাইয়ের।

প্রদর্শিত বৃদ্ধের নাম ইদ্রিস শেখ। বৃদ্ধ ও বৃদ্ধের ছেলের দাবি অনুসারে ইদ্রিস শেখের বয়স ১২০ বছর। এছাড়াও, ভিডিওটিতে ইদ্রিসের আত্মীয়কে বলতে শোনা যায়, ২০০৩ সালের একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ইদ্রিস শেখ কারাগারে আছেন।
পরবর্তীতে ওই তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ওই সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ‘আসামি শতবর্ষী ইদ্রিস শেখের আদালতে হাজিরা ও প্রিজন ভ্যানে যাত্রা’ শীর্ষক শিরোনামে আজ (৩০ জুলাই) এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘ইদ্রিস শেখ হাজতখানার ভেতরে ঢুকে যান। তখন হাজতখানার সামনেই অপেক্ষা করতে থাকেন তাঁর ছেলে বাবুল শেখ। বাবুল সাংবাদিকদের বলেন, ‘আমারই বয়স এখন ৭০ বছর। আমরা পাঁচ ভাই–বোন ছিলাম। আমার আরো তিন ভাই মারা গেছেন।

আমার বাবার বয়সী কোনো লোক এলাকায় বেঁচে নেই। বহু বছর আগে একটি খুনের মামলায় আমার বাবাকে জড়ানো হয়েছিল। সেই মামলার ঘানি টেনে চলেছেন উনি।’
প্রতিবেদনটিতে আরো বলা হয়, মামলার নথিপত্রের তথ্যমতে, ইদ্রিস শেখদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার শেখেরটেক এলাকায়। ২২ বছর আগে সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় জনৈক শামসুল হক হাওলাদার ও সিরাজুল হক মোল্লার পরিবারের মধ্যে বিরোধ ছিল। নির্বাচনে প্রার্থী ছিলেন শামসুল হক হাওলাদার। পূর্ববিরোধ ও নির্বাচনকে কেন্দ্র করে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি শেখেরটেক এলাকায় শামসুল হক হাওলাদার ও সিরাজুল হক মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। শামসুল হক হাওলাদারের লোকজন ৩০ থেকে ৩৫ জনকে গুলি করে। ঘটনাস্থলেই সৈয়দ আলী ও সুলেমান মোল্লা নামে দুজন নিহত হন। গুরুতর জখম হন আরো ৩০ জন। এই ঘটনায় সৈয়দ আলী ও সুলেমান মোল্লার পরিবার রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এই মামলাটি তদন্ত করে সে বছরের আগস্ট মাসে শামসুল হক হাওলাদারসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেই অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ১০ নভেম্বর মাদারীপুরের আদালত অভিযোগ গঠন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ২০১০ সালে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট হওয়ার পর ২০১০ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ আদালতে বদলি হয়। প্রায় পাঁচ বছর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি–তর্ক শুনানি শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারক শাহেদ নুর উদ্দিন। রায়ে এ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একজনকে। আর ইদ্রিস শেখসহ নয়জনকে দেওয়া হয় ১০ বছর করে কারাদণ্ড। ইদ্রিস শেখের বিরুদ্ধে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়। রায়ের বিবরণ অনুযায়ী, রায়ের দিন ইদ্রিস শেখ আদালতে উপস্থিত ছিলেন।’

অর্থাৎ, ২০০৩ সালের এক হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আটক আছেন। তাছাড়া, তার কারাবাসের রায়ও জুলাই আন্দোলনের আগেই হয়েছে।

সুতরাং, ২০০৩ সালের এক হত্যা মামলায় ইদ্রিস শেখ নামের এক বৃদ্ধের কারাগারে আটক থাকার ঘটনাকে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

https://jobs.pronewse.com/9357/

আজকের সেরা পোস্ট  💚💚💚💚👉👌👌👌👌 পেইজটি ফলো করুন➡️ MD Ferdous Miah  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্ল...
31/07/2025

আজকের সেরা পোস্ট 💚💚💚💚👉👌👌👌👌 পেইজটি ফলো করুন➡️ MD Ferdous Miah

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। BMW

আমীরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য!মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া!কিন্তু পরীক্ষা...
31/07/2025

আমীরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য!মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া!কিন্তু পরীক্ষার পর জানা যায়,তার হার্টে একাধিক ব্লক!!
আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে!!
হে আল্লাহ!এই দেশপ্রেমিক,আত্মত্যাগী নেতাকে আপনি পূর্ণ সুস্থতা দান করুন!তার সার্জারিকে আপনি কল্পনাতীত সহজ করে দিন!এই দেশের খেদমতে আপনি তাকে কবুল করে নিন!!!

29/07/2025

জায়গা জমি নিয়ে বিরোধ,
গাঁজা আর চাঁদা খাওয়া হলুদ মিডিয়া আর টেম্পো বাহিনী প্রচার করছে চাঁদাবাজি বলে।

29/07/2025

BNP কে মানুষ কেন ভোট দিবে ?

Address

Gobindonj, Gaibandha
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when MD Juwel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Juwel:

Share