Inside Emon

Inside Emon Part time Content Creator

উফ আর থাকা যাচ্ছে না😄
13/06/2025

উফ আর থাকা যাচ্ছে না😄

হে নারী তুমি হয়তো ভাবছো বেপর্দায় বের হলে মানুষ তোমাকে স্বাভাবিক ভাবেই দেখে।  না বোন না মানুষ তোমাকে ঠিক হায়নার মত দেখে, ...
12/06/2025

হে নারী তুমি হয়তো ভাবছো বেপর্দায় বের হলে মানুষ তোমাকে স্বাভাবিক ভাবেই দেখে। না বোন না মানুষ তোমাকে ঠিক হায়নার মত দেখে, সুযোগ পেলেই যেন তোমাকে গিলে ফেলবে। এই জামানায় ঘরের বাহিরে তোমার পিতার মত দৃষ্টি খুজে পাবে না বোন, এই জামানায় অধিকাংশ পুরুষের দৃষ্টি হায়নার মতই
একমাত্র পর্দায় পারে তোমাকে কুদৃষ্টি থেকে হেফাজত করতে

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে...
12/06/2025

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে। হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আচড়াচ্ছিল।

হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢুকে পড়ে। মিম, আমার চার্জারটা দেখেছিস? বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়।

মিম চ 'ম 'কে উঠে। তড়িঘড়ি করে পাশের চাদরটা টেনে গায়ে দেয়। মাহিম থেমে যায়। চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অ 'স্থি 'র 'তা সৃষ্টি হয়।

রুম থেকে বের হয়ে মাহিম নিজেকে দো 'ষী ভাবতে থাকে। আমি তো ওর ভাই! তাহলে আমার ভেতরে এমন অ 'নু 'ভূ 'তি কেন আসছে?

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে মনে বলে, আমার দৃষ্টিই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষদের চোখ কী হবে?

সে বুঝতে পারে, এই অনু 'ভূ 'তি 'র জ 'ন্ম পরিস্থিতি থেকে, যেটা সে নিজেও চায়নি। পা 'প শুধু চোখের না, পরিস্থিতিরও।

সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে, তুই তো আমার ছোট বোন। কিন্তু আজ একটা কথা বলতেই হবে... নিজের ঘর, নিজের ভাই, সব ঠিকআছে। কিন্তু প 'র্দা শুধু বাইরের লোকদের জন্য নয়। ইসলামে পরিবারের সামনেও প 'র্দা 'র গুরুত্ব রয়েছে।

মিম মাথা নিচু করে চুপ থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে- ভাইয়া, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব।

সত্যি বলতে, চোখের প 'র্দা না থাকলে র /ক্তে /র সম্পর্কও ন 'ড় 'ব 'ড়ে হয়ে যেতে পারে। নারীর প 'র্দা শুধু শ 'রী 'র ঢাকার জন্য নয়, সম্মান, সম্পর্ক আর চিন্তার বি 'শু 'দ্ধ 'তার জন্যও জরুরি। এবং পুরুষের চোখেও প 'র্দা জরুরি। কারণ নীতি হা 'রা 'লে, সম্পর্ক টেকে না।
@কালেক্টেড

11/06/2025

এই পোস্টে Tasrif Khan রিপ্লে দিলে
আগামীকাল বিয়ে করবো

08/06/2025

বন্ধু খাবি নাকি 😁

06/06/2025

বাপ-মায়ের সামান্য জ্বর হলে ভয় লাগে কেন?

03/06/2025

Finally_ king Virat Kohli won 🏆

স্নিগ্ধ বিকেল
01/06/2025

স্নিগ্ধ বিকেল

ফুলের নাম কি?
28/05/2025

ফুলের নাম কি?

মিশরের পথেই বাংলাদেশ ?কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম, আর রাজপথে নামলে গুলি — এই নিয়মে মিশরে ৩০ বছর স্বৈরশাসন চালি...
24/05/2025

মিশরের পথেই বাংলাদেশ ?
কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম, আর রাজপথে নামলে গুলি — এই নিয়মে মিশরে ৩০ বছর স্বৈরশাসন চালিয়েছেন হোসনি মোবারক।
২০১১ সালে গণঅভ্যুত্থানে পতন ঘটে মোবারকের।
তারপর প্রথমবারের মতো মিশর পেল গণতন্ত্র — ক্ষমতায় এলেন মোহাম্মদ মুরসি।

আর গণতন্ত্র পেয়ে জনগণ চাইলো সবকিছু একসাথে — এটা চাই, ওটা চাই, এমন সংবিধান চাই, তেমন সংবিধান চাই। কেউ বলল ডানপন্থিদের নিপাত যেতে হবে, আবার কেউ বলল বামপন্থিদের ধ্বংস চাই।
শেষমেশ আন্দোলনের ভিড়ে আওয়াজ উঠল — মুরসিকেই চাই না।

এই সুযোগে শুরু হলো আন্তর্জাতিক চাপ, প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ। অভ্যন্তরীণ বিরোধীরা এক হলো। ফলাফল? রক্তাক্ত রাজনৈতিক পতন।
সরকার অচল, শিক্ষা-অর্থনীতি সবকিছু বন্ধ। এই অরাজকতার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করলেন জেনারেল সিসি।

এরপর? মিশরে যেন নীরব মৃত্যুর রাজত্ব।
কেউ আর টু শব্দটি পর্যন্ত করে না।
মুরসি-সমর্থকদের দমন করে, বামদের আদর্শে লাথি মেরে, মোবারকের লোকদের জেল থেকে বের করে এনে রাষ্ট্রীয় মর্যাদায় ঘরবন্দি করা হলো।

অভ্যুত্থানকারীদের কেউ জেলে, কেউ বিদেশে, বাকিরা দৌড়ে পালাতে ব্যস্ত।
১২ বছর ধরে এই চক্রাকারে চলছে "সিসি-তন্ত্র"।

এবার ইতিহাস থেকে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ কল্পনায় আসি।

গত ১৬ বছর ধরে একচ্ছত্র শাসনব্যবস্থা চলেছে, যা ছিল অনেকটা মোবারক শাসনের প্রতিচ্ছবি।
প্রতিপক্ষ দমন, গণগ্রেফতার, গুম, মামলা, দমনপীড়ন — কিছুই বাদ যায়নি।

অবশেষে দেশজুড়ে শুরু হলো স্বৈরাচার বিরোধী আন্দোলন। জনগণ চাইল পরিবর্তন।
ক্ষমতায় এলো এক ভিন্নমতাবলম্বী গণতন্ত্রপন্থী নেতৃত্ব, যিনি হঠাৎ করেই হয়ে উঠলেন "বাংলাদেশি মুরসি"।

গণতন্ত্র ফিরে পেয়ে জনতার একটাই কাজ — দাবি, দাবি আর দাবি।
এটা চাই, ওটা চাই, এমন সংবিধান চাই, তেমন ব্যাখ্যা চাই, এদিকে অবরোধ, ওদিকে বিক্ষোভ।
সবাই চায় সবকিছু, কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না।

যিনি ক্ষমতায় এসেছেন, তিনি একটার পর একটা সংকটে পড়ে গেলেন।
একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক প্রভাব — প্রতিবেশীদের চাপ, করিডোর বিতর্ক, ধর্মীয়-সামাজিক সংস্কার নিয়ে দ্বন্দ্ব।
মনে হচ্ছে কেউ-ই তাকে স্থিরভাবে কিছু করতেই দিচ্ছে না।

এর মধ্যেই একদিন হঠাৎ শুনবেন, ‘উনি’ আর নেই।
ঠিক মুরসির মতো, বিদায় জানাতে হলো তাকে — হয়তো অগণতান্ত্রিকভাবে,নয়তো গনতান্ত্রিকভাবে কিংবা রক্তপাতের মধ্য দিয়ে।

তারপর আবার সেই পুরনো চিত্রনাট্য।
এক নতুন "জেনারেল" আবির্ভূত হবেন, যিনি নিজেকে জাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা দেবেন।
স্বৈরতন্ত্রের নতুন সংস্করণ শুরু হবে — আগের চেয়েও ভয়ংকরভাবে।

যারা ২০২৪-২৫ সালে স্বপ্ন দেখেছিল পরিবর্তনের, তারা এবার হবে শোষণের শিকার।

এই জাতির সমস্যা একটাই — ক্ষমতার প্রতি লোভ এবং গোমালিপনার স্বভাব।
আর এই দুই মিলেই জাতির ভবিষ্যৎ হয়ে উঠেছে অন্ধকার।

রাজনৈতিক পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে মনে হয়— সামনে আসছে আরও দুর্দিন।
এখানে রাজনীতি মানেই ক্ষমতা, আদর্শ নয়।
এখানে দেশপ্রেম মানেই বিপদ।
এখানে সত্য বললে শত্রু বানানো হয়।

সংগৃহীত.....

24/05/2025

ড. ইউনূস হাল ছেড়ে দিলে বাংলাদেশের অবস্থা এরকমই হয়ে যাবে সুতরাং ড. ইউনুসকে ক্ষেপাবেন না তাকে তার মত কাজ করতে দিন

21/05/2025

আমি এখন কি করবো গাইস কেউ বলেন😄

Address

Rangpur
5400

Telephone

+8801518966103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inside Emon:

Share

Category