22/05/2023
রংপুর হইল বিভাগ হামার, আমি হইলাম
মুই,
আমার বদল হামরা বলি, তুমির বদল তুই।
রোদকে মোরা অইদ বলি, ছায়াকে
বলি
ছ্যায়া,
ছেলেকে মোড়া চ্যাংড়া বলি, কেমন মজা
ভায়া।
বাগানকে হামরা ক্ষ্যাত বলি, ভূমিকে
বলি
ভুই,
তামাক হইল তাংকু হামার, সূচ হইল সুই।
মরিচ
হইল আকালি ভাইরে, বেগুন হইল
বাইগোন,
পাটের বদল কোষ্টা বলি, চালুনির বদল
চাইলোন।
উঠান হইল খুলি হামার, জামা হইল
পিরান,
এ্যাতো ব্যস্ত হওছেন ক্যানে, এ্যালা
একনা
জিরান।
অনেক হইল ম্যাল্লারে ভাই, সুপারি হইল
গুয়া,
রক্ত হইল অক্ত হামার, ফাকা হইল ধুয়া।
আসমান হামার দ্যাওয়া বাহে, বৃষ্টি
হইল
ঝড়ি,
কূয়া হইল চুয়া হামার, রশি হইল দড়ি।
স্বামীকে বলি ভাতার হামরা, লুঙ্গি
হইলো
তবন,
বউ হইল মাইয়্যা হামার, ব্রাশ হইল দাতন।
জামা হইল আঙ্গা হামার, ছাদের নাম
চাং,
লাউকে মোরা কদু বলি, মাইরকে বলি
ডাং ...
আরও মজা আছে বাহে জুরাই যাইবে
পরান,
ধীরে ধীরে যাওছি হামার, অল্প
একনা
দারান।
দাওয়াত দিলে জিয়াপোত বুঝি, বন্যা
মানে
বান,
ক্ষিধা পাইলে ভোক নাগে, চাঁদকে
বলি
চান।
বর্ষা মানে বাইশ্যা হামার, ব্যাড়া
হইল
টাটি,
রংকে মোরা অং বলি, কন্যা যখন
বেটি।
সাদা হইল ধলা বন্ধু, রাস্তা হইল ঘাটা,
আমন
হইল হেউত হামার, শাপলা হইল ভ্যাটা।
রিক্সাওয়ালা মামু হামার,
নিন্দুকেরাও কহে,
রংপুরিয়া ভাষার মতন নাইতো মজা
বাহে
#কপি পোস্ট