SM Mujhe Official 01

SM Mujhe  Official 01 �( I Love Mohammad Sallallahu alaihi wasallam )�
�(SM)�

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ كيف حالكم؟

09/07/2025

📌ব্রেকিং নিউজ:

আগামীকাল মাদরাসা শিক্ষাবোর্ডের আলিম-২৫ এর ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত।
সোর্স: The Daily Campus

09/07/2025

আসসালামু আলাইকুম
SSC
পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা নিয়ে আসছি লাইভে।
রাত ৯ : ৩০ মিনিটে।
লাইভ দেখতে চোখ রাখুন আমার পেজ 👎
SM Mujahid Official 01 এ..!
ধন্যবাদ।

Collected Postছবির বাচ্চাটা আমার একমাত্র সন্তান মুয়ায ইবনে মুহাম্মাদ। ফারিস বলেই সবাই ডাকে। বাচ্চাটা সবেমাত্র ১ বছরে পা...
14/02/2025

Collected Post

ছবির বাচ্চাটা আমার একমাত্র সন্তান মুয়ায ইবনে মুহাম্মাদ। ফারিস বলেই সবাই ডাকে। বাচ্চাটা সবেমাত্র ১ বছরে পা দিয়েছে। বাচ্চাটা মায়ের কোলে খাচ্ছিল, কাছে গিয়ে আমি হাত মেলে ধরতেই তাঁর ছোট্ট দুইখানা হাত দিয়ে আমার হাতটি পরম নির্ভরতায় নিজের বুকের সাথে চেপে ধরে চোখের ভাষায় নিরবে যেন বলছে - "বাবা আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে কোথাও যেও না প্লীজ।"

গত ৩০ নভেম্বর ২০২৪ সালে দেশের বাহিরে ফারিসের
❝ওপেন হার্ট সার্জারী❞ হয়েছে আলহামদুলিল্লাহ। চিকিৎসা শেষে তিন মাস পর বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হটাৎ ধরা পড়লো ফারিসের ❝লিভার ক্যান্সার❞ হয়েছে। লিভারে ২ টি ক্যান্সার টিউমার ধরা পড়েছে, এরমধ্যে একটি টিউমারের সাইজ বেশ বড়।

ইতিমধ্যে ক্যান্সার ট্রিটমেন্ট প্ল্যানিং বিষয়ে ভারতের কয়েকটি স্বনামধন্য হাসপাতালের কনসাল্টেশন করেছি। যেহেতু সম্প্রতি বাচ্চার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং ফলোআপ চলছিল; তাই বাচ্চার চিকিৎসায় অনকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, হেপাটোলজিস্ট এবং পেডিয়াট্রিক সার্জন ইত্যাদি ডাক্তারদের সমন্বয়ে স্পেশাল কেয়ারে চিকিৎসা প্রয়োজন এবং দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে বেঁচে যাবে ইনশা'আল্লাহ। চিকিৎসার জন্য ফারিসকে হসপিটালে ভর্তি থাকতে হবে ৬/৭ মাস এবং চিকিৎসা করতে ❝প্রায় ৪০ লাখ টাকা❞ প্রয়োজন। আকস্মিক এই বিপদে এতো টাকা আমার পক্ষে জোগার করা সম্ভব নয়।

আমার সন্তানটা এখনও কথা বলতে শেখেনি, বসতে শেখেনি। সে শুধু তাঁর বাবা মায়ের কোলে নিরাপদে থাকতে চায়। কিন্তু অনাকাঙ্ক্ষিত ক্যান্সার মুয়াযকে প্রতিদিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের সম্মিলিত সাহায্যই পারে মুয়াযকে নতুন জীবন দিতে ইনশা'আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদের মুসলিম বানিয়ে অনুগ্রহ করেছেন, সেই আল্লাহর তা'আলার সন্তুষ্টির জন্য আপনাদের প্রত্যেককে সবিনয়ে অনুরোধ করছি আমার একমাত্র সন্তান ফারিসের চিকিৎসায় এগিয়ে আসুন প্লীজ। পোস্টটি শেয়ার করুন। আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রতিটি সাহায্য আল্লাহ তা'আলা সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

★★ যাকাত দেয়া যাবে ★★

১. বিকাশ ও নগদ (সেন্ড মানি)-
01552-567814

২. বিকাশ (সেন্ড মানি) -
01945-678618

৩. বিকাশ ও নগদ (সেন্ড মানি)-
01841-205236

৪. বিকাশ (সেন্ড মানি)-
01677-190050

৫. রকেট -
01552 - 5678141

★ Al Arafah Islamic Bank
MD. Shaon Islam shafin
A/C NO: 0601120198755
Routing Number: 015274605
Branch : Nandipara, Dhaka

আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামিক রাজনীতির সব থেকে বড় দল ১- জামাতে ইসলাম বাংলাদেশ ২- ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেকদিন প...
21/01/2025

আলহামদুলিল্লাহ
বাংলাদেশের ইসলামিক রাজনীতির সব থেকে বড় দল
১- জামাতে ইসলাম বাংলাদেশ
২- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অনেকদিন পর, এই দুটি সংগঠনের শীর্ষ পর্যায়ের দুই নেতা একসঙ্গে কাজ করার একত্বতা ঘোষণা দিয়েছেন। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে বাকি ইসলামিক দলগুলো অটোমেটিকলি এই দুটি দলের সঙ্গে কাজ করতে আগ্রহী প্রকাশ করবে।
আর যদি সকল ইসলামিক দলগুলো একত্রিত হয়ে কাজ করে, তাহলে আশা করা যায় অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যে ইসলামিক খেলাফত ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ।

31/12/2024

"ইসলামিক কুইজ...!
*পারলে উত্তর দাও*
👇👇
👉👉 ইসলামের প্রথম মুয়াজ্জিন কে...?

25/12/2024

"ইসলামিক কুইজ...!
*পারলে উত্তর দাও*
পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে..??

12/10/2024

"ইসলামিক কুইজ...!
*পারলে উত্তর দাও*
কোরআনের মধ্যে সবথেকে ছোট সূরা কোনটি ...????

29/09/2024

"ইসলামিক কুইজ...!
*পারলে উত্তর দাও*!?
হযরত - মোহাম্মদ (সাঃ)
তেনার জন্ম কত সালে ...????

28/09/2024

রাসুল (স.) এর উপর কটুক্তি কারির একটাই শাস্তি, মৃত্যুদন্ড।✊✊✊

28/09/2024

জাভেদ কায়সার রাহিমাহুল্লাহু তায়ালার একটা লেখা।
আজ এই লেখাটা চোখে পড়ল। লেখাটা পড়ে আমার নিজের কিছু পরিস্থিতির কথা মনে পড়ল।
প্রায় ৫ বছর আগে হবে। হজ্জের সময় মাগরিবের নামাজ আদায় করছিলাম। আমার সামনের কাতারে এক পাকিস্তানি কম বয়সী হাজি নামাজে দাঁড়ালেন। উনি বৈঠকে ডান দিকে পা বের না করে বাম দিকে বের করে বসছেন। উনার এই বসার জন্য আমার নিজের নামাজের মনোযোগ বার বার নষ্ট হচ্ছিল। নানান খেয়াল আসছিল। কী আজিব! নামাজের সিস্টেমটাও ঠিক মত জানেনা। এই বিষয়টা খুব হতাশ করল আমাকে। নামাজটা পড়বে নিখুত ভাবে, সেটাও করে না। মৌলিক ইলমগুলোও মানুষ রাখেনা। এরপর ভাবছিলাম কীভাবে তাকে নাসিহা করব যে তার নামাজের ভুল হচ্ছে?
নামাজ শেষ করলাম, তাকে পেছন থেকে টোকা দিয়ে ডাকলাম, তাকালে সালাম বিনিময় করে বললাম তোমাকে একটা কথা বলি? সে আমার উত্তর না দিয়েই খুব ঝাড়ি মেরে বলল, দেখো, আমার এক্সিডেন্ট হয়েছে, আমি ডান দিকে বসতে পারিনা। এভাবেই বসতে হয়, বলো আমার কি নামাজ হচ্ছে না?
আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বুঝলাম, অনুভব করলাম সে কতজনকে এর জবাব দেয়। দিতে দিতে বিরক্ত সে। কি ফায়দা হল আমার? নিজের নামাজের খুশুউ নষ্ট হল, আর কু ধারণা করলাম।
সেই থেকে আমি হুট করেই আর কাউকে জাজ করি না। না জেনে কাউকে জাজ করা, আবার সেটা অন্য কারও সাথে আলাপ করা, গীবত আর গীবতের শাখাপ্রশাখা প্রসার করা, এই এক ভয়াবহ গুনাহে সিলসিলা। এমন এক গুনাহ যার জন্য আল্লাহর কাছে তওবা করলেও পরিপূর্ণ মাফ পাওয়া যাবে না।
নিচের লেখাটা লিখেছেন- জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ।
মাগরিবের জাম'আতে ফরজ ৩ রাক'আত নামায শেষ করে বের হয়ে যাওয়া ভাইটির দিকে তাকিয়ে আপনি ভাবলেন – "২ রাকআত সুন্নাত না পড়েই চলে গেলো এই ভাই? সুন্নাতের বিষয়ে মানুষ বড়ই উদাসীন আজকাল।"
অথচ আপনি জানেন না – ভাইটি "মুসাফির"!
ইশার জাম'আতে ফরজ ৪ রাক'আত নামায শেষ করে বের হয়ে যাওয়া আরেক ভাইয়ের দিকে তাকিয়ে আপনি ভাবলেন – "সুন্নাত আর বিতর না পড়েই চলে গেলো এই ভাই? এই উম্মাহ কিভাবে উন্নতি করবে?"
অথচ আপনি জানেন না – সেই ভাই সুন্নাত নামায বাসায় পড়েন। আর বিতর পড়েন শেষ রাতে, তাহাজ্জুদের পর। আর নিশ্চয়ই সেটি উত্তম।
মুসলিম ভাইবোনদের বিষয়ে উত্তম ধারণা রাখার চেষ্টা করবো আমরা ইন-শা-আল্লাহ। 🌸
~সংগ্রহিত।

22/09/2024

💖∙──༅༎﷽༎༅──∙ 💖
” শিক্ষা যদি হয় 😶 シ︎
😊জাতির মেরুদণ্ড,,,.🌸🌻🌼
-‘-তাহলে কোরআন হচ্ছে 💚💖
🤟 “🤟🤟মুসলমানের হৃদপিন্ড….! 💌❤🤟🤟
°°°﷽𝑨𝒍𝒉𝒂𝒎𝒅𝒖𝒍𝒊𝒍𝒍𝒂𝒉﷽ °°°-“.

18/09/2024

কথার ধাঁধা

পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে। উত্তর কি?

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when SM Mujhe Official 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share