
25/01/2025
ব্রাজিলকে ৬-০ গোলে ধ্বংসাত্মকভাবে উড়িয়ে দিয়ে অনুর্দ্ধ-২০ কোপা আমেরিকার শুভসূচনা করলো আর্জেন্টিনা। কোচ ডিয়াগো প্লাসান্তে এইটার একটা ক্রেডিট অবশ্যই পাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ডমিনেটিং ফুটবল খেলেছে আর্জেন্টিনা, ব্রাজিলকে দেখে মনে হচ্ছিলো পাড়ার কোনো ফুটবল টিম। আর্জেন্টিনা মিড থেকে অনেক বেশি পরিমান বল উইন এর কারনেই ম্যাচ থেকে ছিটকে গেছে ব্রাজিল। শেষ দিকে মাত্র ১ মিনিট এক্সট্রা টাইম দিয়েছে নাহলে আরো গোল পেতো।❤️💯