
28/07/2025
#অভিভাবকদের_প্রতি_কিছু_দরদভরা_কথা
আলহামদুলিল্লাহ,
আমাদের রংপুর শাখার ক্যাম্পাস-১ এবং ক্যাম্পাস-২ এর ১ম সাময়িক(১৪৪৭ হিজরী) পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ও আগামীকাল কুড়িগ্রাম শাখার পরীক্ষা শেষ হবে। তাই আগামী ২৯/৭/২৫ থেকে ০১/৮/২৫ রংপুর শাখার সকল কার্যক্রম বন্ধ থাকবে।আগামী২/৮/২৫ শনিবার দুপুর ২.৩০ মিনিট হতে ক্লাস চলবে। এবং কুড়িগ্রাম শাখা ০২/৮/২৫ থেকে বন্ধ থাকবে। ৩/৮/২৫ রবিবার ল দুপুরন২.৩০ মিনিট হতে ক্লাস চলবে ইনশাআল্লাহ। এই সময়ে আমাদের স্নেহের ছাত্ররা নিজ নিজ বাসায় অবস্থান করবে।
🕌 সম্মানিত অভিভাবকদের প্রতি দরদি অনুরোধ:
🔹 ছুটির এই সময়টা যেন শুধু খেলাধুলা ও বিশ্রামে না কাটে, বরং নৈতিক শিক্ষা, নামাজ, কুরআন তিলাওয়াত ও পুনরাবৃত্তির মধ্য দিয়েই যেন সময় অতিবাহিত হয়—এ বিষয়ে আপনারা সজাগ থাকবেন।
🔷ছুটিকালিন সময়ের রুটিন শীট বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে।অনুগ্রহ করে সেই রুটিন অনুযায়ী আপনার সন্তান সময় কাজে লাগায় সেই দেখভাল করবেন।
🔹 বাচ্চারা যেন টিভি-মোবাইলের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকে। সময়মতো ঘুম, খাবার ও শরীরচর্চার দিকেও খেয়াল রাখবেন।
🔹 ছুটি শেষে যেন সন্তানদের আবার পড়ালেখার পরিবেশে সহজে ফিরিয়ে আনা যায়, সে জন্য বাসায়ও প্রতিদিন কিছুটা সময় শিক্ষার পরিবেশ গড়ে তুলুন।
🔹 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আপনার সন্তান যেন বাসাতেও একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠার চেষ্টা করে, সেদিকে আপনারা নিবিড় দৃষ্টি রাখবেন।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদের দ্বীন ও দুনিয়ার উভয় কল্যাণে সফল করুন। 🤲
✍️
শহিদুল ইসলাম শহীদ