Madrashatul Huffaz- মাদরাসাতুল হুফফাজ

Madrashatul Huffaz- মাদরাসাতুল হুফফাজ সুর যার যার সুদ্ধ সবার

28/11/2025

আসসালামুয়ালাইকুম
মাদরাসাতুল হুফফাজ কুড়িগ্রাম ও রংপুর শাখায় আপনাদের কে স্বাগতম।

মাদরাসাতুল হুফফাজ এর  এক মূল্যবান নীতি—পাঁচ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করলে পবিত্র ওমরাহ হজের সৌভাগ্য মাদ্রা...
23/11/2025

মাদরাসাতুল হুফফাজ এর এক মূল্যবান নীতি—পাঁচ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করলে পবিত্র ওমরাহ হজের সৌভাগ্য মাদ্রাসা পক্ষ থেকেই দেওয়া হয়। আজ সেই সৌভাগ্যের পথ ধরে আমার প্রিয় ছাত্র Ashikur Rahman Siddiqui ও প্রিয় বন্ধু Shahinur Rahman নতুন এক অধ্যায়ে পা রাখলেন।
আজ ঢাকার উদ্দেশে রওনা করলেন। আমরা তাকে বিদায় জানালাম দোয়া ও শ্রদ্ধার সঙ্গে। আল্লাহ তাআলা যেন তার পরিশ্রম, ত্যাগ ও শিক্ষাদানের খিদমত কবুল করেন।

তারা যেন সহি–সালামতে হজের সকল কাজ পূর্ণ করে আমাদের মাঝে ফিরে আসেন—এই দোয়া রইল।
আল্লাহ সামনে আরও অফুরন্ত বরকত, ভালোবাসা ও নেক পথে চলার তাওফিক দান করুন। আমিন।”

সাদামাটা পোশাকে সরলতা, আর মনে লুকানো বড় স্বপ্ন—এভাবেই গড়ে ওঠে আদর্শ প্রজন্ম।”মাদরাসাতুল হুফ্ফাজ কুড়িগ্রাম
20/11/2025

সাদামাটা পোশাকে সরলতা, আর মনে লুকানো বড় স্বপ্ন—এভাবেই গড়ে ওঠে আদর্শ প্রজন্ম।”
মাদরাসাতুল হুফ্ফাজ কুড়িগ্রাম

20/11/2025

*মাদ্রাসাতুল হুফ্ফাজ* — এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এক দীপ্ত মিনার। এখানে হিফজুল কুরআনের পাশাপাশি চরিত্র গঠন, আখলাক ও আমলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছাত্রদেরকে হক্কানি হাফেজ ও দ্বীনের খাদেম হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান আল্লাহর কৃপায় অল্প সময়েই ব্যাপক আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সুশৃঙ্খল পরিবেশ, নিবেদিতপ্রাণ উস্তাদগণ এবং সুন্দর ব্যবস্থাপনা মাদ্রাসাটিকে করে তুলেছে অনন্য। যারা্ মানসম্মত প্রতিষ্ঠান খুজছেন তাদের জন্য এটি একটি বিশ্বস্ত ঠিকানা।

আমাদের শাখা সমূহঃ
🕋কুড়িগ্রাম শাখাঃ ত্রিমোহনী(বীজ ভবন সংলগ্ন)মুক্তারাম কুড়িগ্রাম।মোবাইলঃ 01728033091
🕋রংপুর শাখা (ক্যাম্পাস ১) সিও বাজার হইতে ৩০০ গজ উত্তরে (কেল্লাবন্দ পুরাতন জামে মসজিদ সংলগ্ন)মহানগর রংপুর।
০১৭২০৩৮৭১৫০
✅রংপুর শাখা ক্যাম্পাস ২ নতুন ট্রাক স্টান আর কে রোড ১৪ নং ওয়ার্ড বানিয়াপারা মহানগর রংপুর
০১৭০৩৯২৯৯১২

18/11/2025

সাফল্য কখনো হঠাৎ করে আসে না।
এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ওপর—যেন অদৃশ্য ইট দিয়ে ধীরে ধীরে একটি দৃঢ় ভিত্তি তৈরি করা। প্রতিটি দিন, প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা, প্রতিটি স্বপ্নের দিকে এক কদম অগ্রসর হওয়া—এসবই মিলেই আমাদের বড় লক্ষ্যে পৌঁছে দেয়। আর পুরো পথজুড়ে সবচেয়ে শক্তিশালী সঙ্গী হলো আমাদের অদম্য ইচ্ছাশক্তি।
ঠিক এই ইচ্ছাশক্তিই আমাদের থামতে দেয় না, বারবার নতুন করে শুরু করতে সাহায্য করে এবং অসম্ভবকে সম্ভব করার সাহস জোগায়। তাই বড় স্বপ্ন দেখো, ছোট ছোট প্রয়াস চালিয়ে যাও, একদিন সাফল্য তোমার দরজায় নিজে থেকেই কড়া নাড়বে।

 #আলহামদুলিল্লাহসমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদেরকে তাঁর কালামুল্লাহর খেদমতে নিযুক্ত হওয়ার তাওফীক দান...
12/11/2025

#আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদেরকে তাঁর কালামুল্লাহর খেদমতে নিযুক্ত হওয়ার তাওফীক দান করেছেন।

মাদরাসাতুল হুফফাজ রংপুর সিও বাজার শাখার
১৬জন শিক্ষার্থীর পবিত্র কুরআনের হিফজ সবক এবং ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ এক সুন্দর, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আলহামদুলিল্লাহ।

🔹 এই অনুষ্ঠান কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও কুরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করার এক অনন্য আয়োজন ছিল।
🔹 ছোট ছোট ফুলের মতো কোমল হৃদয়ের এই শিক্ষার্থীরা তাদের নিয়মিত পরিশ্রম, নিষ্ঠা ও মেহনতের মাধ্যমে কুরআনের মণিমুক্তো সংগ্রহ করে চলছে।

মেহমানদের মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের মনোপ্রাণ উজ্জীবিত করেছে এবং তাদের মাঝে কুরআন শেখা ও আমল করার প্রতি আরও দৃঢ় সংকল্প তৈরি করেছে।

আমরা বিশ্বাস করি—
কুরআনের সঠিক শিক্ষা ও আমল একজন মানুষের জীবনকে আলোকিত করে, সমাজকে করে সুন্দর ও শান্তিময়। আমাদের এই প্রচেষ্টা যেন শিক্ষার্থীদের অন্তরে কুরআনের প্রতি গভীর ভালোবাসা স্থাপন করে এবং তারা যেন কুরআনের হাফেজ ও প্রকৃত আমলকারী হিসেবে গড়ে ওঠে— এই আমাদের আন্তরিক কামনা ও দোয়া। 🤲

সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা— আপনাদের সহযোগিতা ও দোয়াই আমাদের এই যাত্রা সুন্দরভাবে এগিয়ে চলছে।

📌 আসুন, আমরা সবাই মিলে কুরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের অঙ্গীকার করি।
প্রয়োজনেঃ
রংপুর শাখা ক্যাম্পাস-১📞01720387150
রংপুর শাখা ক্যাম্পাস-২📞01703929912

 #আলহামদুলিল্লাহ_রংপুর_জেলার_সেরা_সাফল্য🌟 হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর জেলা প্রতিযোগীতা 🌟 *মাদরাসাতুল হুফফাজ...
02/11/2025

#আলহামদুলিল্লাহ_রংপুর_জেলার_সেরা_সাফল্য
🌟 হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর জেলা প্রতিযোগীতা 🌟
*মাদরাসাতুল হুফফাজ রংপুরের আজকের সাফল্য!

আলহামদুলিল্লাহ,আজ আমাদের ছাত্রদের পারফরম্যান্স ও একাগ্র প্রচেষ্টার ফলস্বরূপ মাদরাসাতুল হুফ্ফাজ রংপুর শাখার মোট ৮ জন শিক্ষার্থী
রংপুর জেলা প্রতিযোগীতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।
🏆৩০ পারা গ্রুপে
১ম স্থানঃ মোঃ ইব্রাহিম খলিল
২য় স্থানঃ আব্দুল্লাহ মুসতাঈন
৪র্থ স্থানঃ মুহাঃ নুূর রহমান নিরব
৬ষ্ঠ স্থানঃ হুসাইন সিদ্দিকী মারুফ

🏆ছিগারুল হুফ্ফাজ ৩০ পারা গ্রুপে
৫ম স্থানঃ হামজা ইসলাম ত্বহা

🏆১০ পারা গ্রুপে
২য় স্থানঃ জুনায়েদ বিন আফজাল
৪র্থ স্থানঃ আঃ রহমান

🏆 ৫ পারা গ্রুপে
৫ম স্থানঃ রেদওয়ানুল ইসলাম মাহিন

🔹 শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম,
🔹 শিক্ষকদের দিকনির্দেশনা,
🔹 এবং সন্মানিত পরিচালক মহোদয় এর সঠিক ব্যবস্থাপনার ফলে
আজ আমরা গর্বিত ও অনুপ্রাণিত।

এই সাফল্য কেবল একটি পুরস্কার নয়, বরং
কুরআন শিক্ষার প্রতি অঙ্গীকার, নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রতীক।

🤲 আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থী,শিক্ষক, জিম্মাদার ও পরিচালকের প্রচেষ্টা কবুল করুন,
তাদের আরও বড় সাফল্য ও দ্বীনের খেদমতে বরকত দান করুন। আমিন।

22/09/2025

পৃথিবীর শ্রেষ্ঠ সুর

21/09/2025

একটু ভিন্ন সুর

হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিলতারিখ:রবিবার , ১২ অক্টোবর ২০২৫সময়: বিকেল ৩টা থেকেই ইনশা...
16/09/2025

হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিল

তারিখ:রবিবার , ১২ অক্টোবর ২০২৫
সময়: বিকেল ৩টা থেকেই ইনশাআল্লাহ

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrashatul Huffaz- মাদরাসাতুল হুফফাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madrashatul Huffaz- মাদরাসাতুল হুফফাজ:

Share