
25/05/2025
কয়দিন ধরে দুই সতীনের কোনো ভিডিও তে ছোট বউকে দেখা যায়না।কারণ স্বামী আর সতীনের সাথে ঝামেলা করে ছোট বউ বাবার বাড়ি চলে গেছে।আর আহাদ ভাই নিজের আইডি তে এই ব্যাপারে পোস্ট দিয়ে বলতেছ সে আখিঁকে কখনো তার কোনো বিপদে পায়নি।তার ৫০ লাখ টা লোন শুনার পর থেকেই নাকি আখিঁর অবস্থা কেমন জানি।অবশেষে তাকে বিপদে ফেলেই চলে গেছ যা কখনো তার বড় বউ করেনি।তার বড় বউ নাকি সবসময় সব বিপদে তার পাশে থাকে।ইভেন বড় বউয়ের অনেক অনেক স্যাক্রিফাইসের কথাও সে তুলে ধরে।সাফ বলেই দেয় যে সে ছোট বউকে কখনো ভালোবাসতে পারেনি। তার কাছে ভালোবাসা মানেই তিশা।তাহলে আমার কথা হচ্ছে তুমি যদি ভালোই বাসতে না পারো তাহলে মেয়েটাকে শুধু শুধু ব্যবহারের জন্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেনই বা ব্যবহার করলে?মেয়টা শুধুমাত্র একটু সম্মান,ভালোবাসার লোভে তোমাদের কাছে সব ছেড়েছুড়ে এসেছে।কিন্তু এসে দেখে তারে তোমরা শুধু ইউজ ই করে যাচ্ছো তখন তার মানসিক অবস্থা কেমন হবে?বগ বউয়ের কথায় গাড়ি কিনছেন,বড় বউয়ের কথায় দুই দুইবার ফার্ণিচার চেইন্জ করতেছেন, বড় বউয়ের পুরো পরিবার সহ নিজের বাসায় এনে রাখছেন,বিলাসী জীবন যাপন করছেন।৫০ লাখ টাকা লোন তো হবেই।কিন্তু সেই লোনের জন্য কেন আখিঁ স্যাক্রিফাইস করবে।তারচেয়ে বড় কথা আখি ৫০ লাখ টাকা লোনের জন্য যাইনি।কারণ লোনের বিষয়টা ঘটা করে এখনি জানলো বিষয়টা এমন না।যদি এমন ট্রাজেডি বা বিপদ হয়েও থাকে তাহলে আপনারা বড় বউ নিয়ে এতো চিল ভাবে কক্সে ঘুরে বেড়াতেন না। যেখানে ছোট বউ চলে গেছে সাথে আপনার ই নিজের একটা ছেলে সন্তান সেখানে আপনি বড় বউ নিয়ে কক্সবাজার ঘুরতেছেন।তাও আবার বড় বউয়ের পরিবার নিয়ে।বাহ্।মনেহচ্ছে ছোট বউ না থাকায় আপনি অনেক খুশি।
আমার মনেহয় এখানে অন্য কোনো কারণ আছে।সেটা নিশ্চয় জজনা যাবে যখন আখিঁ মুখ খুলবে family # vlog