09/07/2025
ডেকির শব্দে জেগে ওঠা সকাল"
গ্রামের নাম পলাশপুর। ভোরবেলায় যখন সূর্যের আলো হালকা করে উঠেছে, তখনই শোনা গেলো টুং টাং করে ডেকির পরিচিত শব্দ—
“ঠক ঠক ঠক…”
বুড়ি আমেনা খালা হাঁসের ডিম কুড়াতে গিয়ে বলে উঠল,
— “আহা! শেফালির বাড়ি থেকে মনে হয় ডেকি চলছে, নতুন ধান উঠেছে বুঝি!”
গ্রামের মেয়েরা একে একে জড়ো হলো শেফালির উঠোনে। চাল ভাঙ্গাতে এসে কেউ গান ধরেছে—
“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে,
মাইয়ারা ভাঙে চাল হাসি টানে।”
ডেকি চলছে, সঙ্গে হাসি, গল্প, আর নতুন ধানের গন্ধে ভরে উঠেছে সকালটা।
শেফালির মা বলে উঠলেন,
— “কলকব্জা আসলেও ডেকির মতো মন ভরে না রে মা!”
সবাই হেসে উঠল। পুরোনো দিনের সেই ডেকি যেন শুধু ধান ভাঙ্গে না, মানুষের সম্পর্ক আর স্মৃতিও বেঁধে রাখে।
"ডেকি চলে ঠক ঠক, পাড়া জাগে ডাক ডাক,
চাল ভাঙে মা-বোনে, মুখে হাসি অগাধ ঢাক।
নতুন ধানের সুরে বাজে, বাংলার প্রাণ জাগে,
ডেকির সাথে যুগল গান, মাটির টানে থাকে।
#ডেকি
#গ্রামীণবাংলা
#বাংলারঐতিহ্য
#ধানভাঙ্গা
#রুরাললাইফ
#গ্রামীনজীবন
#পল্লীরছবি
#বাঙালিসংস্কৃতি
#মাটিরটান
#শেকড়েরখোঁজে
#বাংলারজীবন
#ঢেঁকিরস্মৃতি
#ধানেরগন্ধ
#বাংলারসকাল
#রুরালবাংলাদেশ