ইসলামিক ডাইরী

ইসলামিক ডাইরী আমি মুসলিম, ভালবাসি আল্লাহকে, মহিমান্বিত কুরআনকে ও প্রিয় রসুলকে (সঃ)। আর তারই সাথে থাকতে চাই জান্নাতুল ফিরদাউসে।

ভাগ্যিস গুনাহ গন্ধহীন, নয়তো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ যুক্ত ডাস্টবিন'টা আমিই হতাম।আল্লহুম্মাগফিরলী😓
07/04/2025

ভাগ্যিস গুনাহ গন্ধহীন,
নয়তো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ যুক্ত ডাস্টবিন'টা আমিই হতাম।
আল্লহুম্মাগফিরলী😓

লাইলাতুল কদরের গুরুত্ব, আলামত ও করণীয়লাইলাতুল কদর—এটি এমন এক মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। মহান আল্লাহ এ...
21/03/2025

লাইলাতুল কদরের গুরুত্ব, আলামত ও করণীয়

লাইলাতুল কদর—এটি এমন এক মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। মহান আল্লাহ এই রাতকে বিশেষ মর্যাদা ও ফজিলত দান করেছেন এবং কুরআনে বিশেষভাবে এর কথা উল্লেখ করেছেন।

লাইলাতুল কদরের গুরুত্ব:

১. আল্লাহ তা'আলা এই রাতের কথা কুরআনে ঘোষণা করেছেন:
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۝ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
(সূরা আল-কদর: ১-৩)
➥ আমরা একে (কুরআন) নাজিল করেছি কদরের রাতে। তুমি কী জানো, কী লাইলাতুল কদর? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম।

২. এই রাতে ফেরেশতারা অবতরণ করেন এবং রহমত ও বরকত নিয়ে আসেন:
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ۝ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
(সূরা আল-কদর: ৪-৫)
➥ এই রাতে ফেরেশতারা ও জিবরাইল (আ.) তাদের প্রতিপালকের নির্দেশক্রমে প্রত্যেক কাজে অবতরণ করেন। এটা শান্তি বর্ষণের রাত, ফজর উদিত হওয়া পর্যন্ত।

৩. এই রাতে গুনাহ মাফ হয়:
নবী (সা.) বলেছেন—
"যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে লাইলাতুল কদরে কিয়াম করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"
(বুখারি: ১৯০১, মুসলিম: ৭৬০)

লাইলাতুল কদরের আলামত:

১. রাতটি খুব শান্তিপূর্ণ ও প্রশান্তিময় হয়।
২. বাতাস থাকবে কোমল, না বেশি গরম, না বেশি ঠান্ডা।
৩. সূর্য উদিত হবে লালচে বর্ণের এবং কোমল আলোসহ (তাপ কম থাকবে)।
৪. এই রাতে আকাশে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের তেমন কোনো লক্ষণ থাকে না।
৫. মুমিনদের অন্তরে বিশেষ প্রশান্তি অনুভূত হয়।

লাইলাতুল কদরের করণীয়:

✔ নামাজ: বেশি বেশি নফল নামাজ আদায় করা।
✔ কুরআন তিলাওয়াত: আল্লাহর কিতাব তিলাওয়াত করা।
✔ দোয়া: আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া করা।
✔ ইস্তিগফার: অতীত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা।
✔ দরূদ শরীফ: নবী (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা।
✔ সর্বোত্তম দোয়া:
নবী (সা.) বলেন,
"اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي"
(তিরমিজি: ৩৫১৩, ইবনে মাজাহ: ৩৮৫০)
➥ "হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও।"

লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত পেতে হলে আমাদের উচিত পুরো রমজান মাসেই ইবাদতে মশগুল থাকা এবং শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে ইবাদতে মনোযোগী হওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বরকত দান করেন আমিন।

10/08/2024
01/08/2024

বাপ মেয়ের পতন একই মাসে হোক,
আগস্ট জাতির মুক্তির মাস হোক।

12/07/2024

🤔সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়-?
1, কে, রে
2, প্রথমা, শূন্য
3, র, এর
4, এ, তে

12/07/2024

🤔 Which pen do you like? Here "which" is--
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Adverb

Address

Rangpur
MITHAPUKUR

Telephone

+8801785950493

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ডাইরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক ডাইরী:

Share