10/06/2025
আমার কি সমস্যা আমি জানি না!আমি কি করতে চাই আমি জানি না!আমি কি হতে চাই আমি জানি না!
আমার কে আছে আমি তাও জানি না!
কেন আমার খারাপ লাগে, কেন আমি কান্না করি তাও জানি না।
শুধু এটুক বুঝে আমার মন শুধু অস্থির হয়ে থাকে। কিন্তু কেন অস্থির হয়ে থাকে আমি জানিনা। আমার মন কি চায় আমি জানি না। আমি কোথায় যেতে চাই আমি তাও জানি না। এটুকু জানি আমার ভালো লাগে না। আমার মন সর্বক্ষণ পাগলামি করে। আমার সারাক্ষন হাঁসফাঁস লাগে। আমার মধ্যে আমি থাকতে পারি না কোন ভাবেই পারি না। আমি জোর গলায় চিৎকার দিতে পারি না। দৌড়ে গিয়ে কাউকে ঝাঁপটে ধরে হাউমাউ করে গলার সবটা জোর দিয়ে কাঁদতে পারিনা। আমার শুধু নিরবে চোখের পানি ঝরে। মনে হয় একটা বড়সড় পাহাড় আমার বুকের উপর কেউ তুলে দিছে। যতক্ষন না নামবে ততক্ষণ বুক হালকা হবে না।😭