
01/05/2025
১১ মে বিশ্ব মা দিবস ২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগিতা আয়োজন
ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলার আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীদের বিবেচ্য বিষয়াবলী:
১. রচনার বিষয়: “আমার মা”
২. অংশগ্রহণকারী: রংপুর বিভাগের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থী।
৩. শব্দ সংখ্যা: সর্বোচ্চ ১৫০০ শব্দ।
৪. রচনার ভাষা: বাংলা।
৫. বিশেষ নির্দেশনা:
• রচনায় কোনো বই, পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট বা অনুরূপ মাধ্যম থেকে সরাসরি কপি করা যাবে না।
• বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করা যাবে, তবে উদ্ধৃতির আগে ও পরে কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে এবং উদ্ধৃতিকারীর নাম উল্লেখ করতে হবে।
৬. লেখার নিয়মাবলী:
• A-4 সাইজের কাগজে স্বহস্তে (হাতের লেখা) কালো কালির কলম বা বলপেন ব্যবহার করে রচনা লিখতে হবে।
• প্রতিটি পাতায় পৃষ্ঠা নম্বর থাকতে হবে।
৭. প্রথম পাতায় আলাদা করে উল্লেখ করতে হবে:
• প্রতিযোগীর নাম
• শ্রেণি/বর্ষ ও বিষয়
• প্রতিষ্ঠান
• মোবাইল নম্বর
• ই-মেইল ঠিকানা
৮. জমা দেওয়ার নিয়ম:
• লিখিত রচনার পরিষ্কার ছবি তুলে গুগল ফর্মে আপলোড করতে হবে।
• ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে এবং লেখা সহজে বোঝা যেতে হবে।
৯. চূড়ান্ত সিদ্ধান্ত:
• রচনার মূল্যায়ন পদ্ধতি, ফলাফল ও পুরস্কার বিতরণের বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
গুগল ফর্মের লিংক: https://forms.gle/wM94r4Xw16dXMDB16
রচনা জমা দেওয়ার শেষ সময়: ১১ মে ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট)