তারুণ্য দর্পণ

তারুণ্য দর্পণ ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর থেকে প্রকাশিত একটি মাসিক নিউজলেটার "তারুণ্য দর্পণ"

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-রংপুর থেকে প্রকাশিত একটি মাসিক নিউজলেটার "তারুণ্য দর্পণ"।
এখানে রংপুর অঞ্চলের তরুণদের নিয়মিত বিভিন্ন কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও লেখালিখি তুলে ধরা হয়।

আপনিও পারেন আপনার লেখা (গান, কবিতা, গল্প), ছবি আকা এমন যেকোন কিছুই আমাদের মাসিক নিউজলেটারে তুলে ধরতে। লেখালিখি পাঠাতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

১১ মে বিশ্ব মা দিবস ২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগিতা আয়োজনইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলার আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে রচনা...
01/05/2025

১১ মে বিশ্ব মা দিবস ২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগিতা আয়োজন

ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলার আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগীদের বিবেচ্য বিষয়াবলী:

১. রচনার বিষয়: “আমার মা”

২. অংশগ্রহণকারী: রংপুর বিভাগের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থী।

৩. শব্দ সংখ্যা: সর্বোচ্চ ১৫০০ শব্দ।

৪. রচনার ভাষা: বাংলা।

৫. বিশেষ নির্দেশনা:
• রচনায় কোনো বই, পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট বা অনুরূপ মাধ্যম থেকে সরাসরি কপি করা যাবে না।
• বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করা যাবে, তবে উদ্ধৃতির আগে ও পরে কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে এবং উদ্ধৃতিকারীর নাম উল্লেখ করতে হবে।

৬. লেখার নিয়মাবলী:
• A-4 সাইজের কাগজে স্বহস্তে (হাতের লেখা) কালো কালির কলম বা বলপেন ব্যবহার করে রচনা লিখতে হবে।
• প্রতিটি পাতায় পৃষ্ঠা নম্বর থাকতে হবে।

৭. প্রথম পাতায় আলাদা করে উল্লেখ করতে হবে:
• প্রতিযোগীর নাম
• শ্রেণি/বর্ষ ও বিষয়
• প্রতিষ্ঠান
• মোবাইল নম্বর
• ই-মেইল ঠিকানা

৮. জমা দেওয়ার নিয়ম:
• লিখিত রচনার পরিষ্কার ছবি তুলে গুগল ফর্মে আপলোড করতে হবে।
• ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে এবং লেখা সহজে বোঝা যেতে হবে।

৯. চূড়ান্ত সিদ্ধান্ত:
• রচনার মূল্যায়ন পদ্ধতি, ফলাফল ও পুরস্কার বিতরণের বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
গুগল ফর্মের লিংক: https://forms.gle/wM94r4Xw16dXMDB16
রচনা জমা দেওয়ার শেষ সময়: ১১ মে ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট)





Stop the genocide. The children of Gaza deserve laughter, not tears; a future, not fear. War should never be their reali...
08/04/2025

Stop the genocide. The children of Gaza deserve laughter, not tears; a future, not fear. War should never be their reality. Let peace and justice prevail, for humanity cannot afford to look away any longer.

Raise awareness
Share truth
Demand justice.





On this joyous occasion of Eid-ul-Fitr, let’s spread love, kindness, and hope. Youth Ending Hunger - Rangpur Region wish...
30/03/2025

On this joyous occasion of Eid-ul-Fitr, let’s spread love, kindness, and hope. Youth Ending Hunger - Rangpur Region wishes you a festival full of peace and happiness. May this Eid bring light to your life and the lives of those in need.

Eid Mubarak!





প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় ''তারুন্যের চোখে স্বাধীনতা অলিম্পিয়াড''যেখানে সারা দেশ থেকে ১৫০+...
27/03/2025

প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় ''তারুন্যের চোখে স্বাধীনতা অলিম্পিয়াড''যেখানে সারা দেশ থেকে ১৫০+ অংশগ্রহণকারী অংশগ্রহণ করে।

আপনাদের উচ্ছ্বসিত অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ!
তারুন্যের চোখে স্বাধীনতা অলিম্পিয়াড-২০২৫ এর বিজয়ী-
🥇 প্রথম স্থান: মোঃ রেজওয়ান ইসলাম
🥈 দ্বিতীয় স্থান: মুহাম্মদ আহনাফ মাওলা
🥉 তৃতীয় স্থান: মোঃ শামসেত তাওহীদ

• বিজয়ীদের খুব শিগগিরই সনদপত্র ও পুরস্কার দেওয়া হবে।
• সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ এবং আপনাদের সবার জন্য শুভকামনা!

আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি!

#তারুন্যের_চোখে_স্বাধীনতা
#অলিম্পিয়াড

"তারুণ্য দর্পণ" এর ৮ম সংখ্যা প্রকাশিততারুণ্য দর্পণ - এর সম্পাদকীয় পরিবারের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে নতুন বছরের শুরুত...
02/02/2025

"তারুণ্য দর্পণ" এর ৮ম সংখ্যা প্রকাশিত

তারুণ্য দর্পণ - এর সম্পাদকীয় পরিবারের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে নতুন বছরের শুরুতেই আমাদের নতুন সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়েছে।

তাই সকলের প্রতি কৃতজ্ঞতা।

পিডিএফ কপি পেতে আমাদের ব্লগ চেক করুন: https://rangpuryeh.blogspot.com/2025/02/blog-post_2.html

#তারুণ্য_দর্পণ ংখ্যা

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ড গঠনের কারিগর হলেন শিক্ষকরা।আজ শিক্ষক দিবসে তাই সকল শিক্ষকদের প্রতি আমাদের ইয়ু...
05/10/2024

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ড গঠনের কারিগর হলেন শিক্ষকরা।
আজ শিক্ষক দিবসে তাই সকল শিক্ষকদের প্রতি আমাদের ইয়ুথ এন্ডিং হাঙ্গার পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

হ্যালো লিডার্স,আপনারা অনেকেই অবগত আছেন, গত ৫-৯ জুলাই ঢাকায় আমাদের ১২ তম ইয়ুথ অ্যাক্টিভিস্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।এই ট...
10/07/2024

হ্যালো লিডার্স,

আপনারা অনেকেই অবগত আছেন, গত ৫-৯ জুলাই ঢাকায় আমাদের ১২ তম ইয়ুথ অ্যাক্টিভিস্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলের সাথে আরোও ৩জন প্রিয় ফেসিলিটেটর সহযোদ্ধা যুক্ত হয়েছেন।
তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা। তোমাদের হাত ধরেই ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর সামনের পথচলা আরোও সমৃদ্ধ হোক।

Youth Ending Hunger-Rangpur Region wishing you a blessed Eid-ul-Fitr filled with love, peace, and happiness.May your day...
10/04/2024

Youth Ending Hunger-Rangpur Region wishing you a blessed Eid-ul-Fitr filled with love, peace, and happiness.May your days be as bright as the Eid moon.
Eid Mubarak.


19/02/2024

স্টল নং: তিন-সাত নামা [গুনগুন-রণন বইমেলা]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুনগুন-রণন এর আয়োজনে বইমেলায় Youth Ending Hunger - Begum Rokeya University, Rangpur সাংগঠনিক জেলার তরুণরা

#বইমেলা

Music Copyright:
Music:Truth Harvester, Musician:Max Anson, Album:Max Anson, Source:https://www.vcg.com/

স্টল নং তিন সাত নামা [স্টল নং: ৩৭]আজকের বই মেলায় পাঠকবৃন্দের সমারোহ।অসংখ্য ধন্যবাদ Ln M Azharul Islam Dulal স্যারকে মূল্...
12/02/2024

স্টল নং তিন সাত নামা [স্টল নং: ৩৭]

আজকের বই মেলায় পাঠকবৃন্দের সমারোহ।
অসংখ্য ধন্যবাদ Ln M Azharul Islam Dulal স্যারকে মূল্যবান সময় থেকে আমাদের জন্য ক্ষুদ্র সময় বের করার জন্য।

আপনারাও ঘুরে যেতে পারেন আমাদের স্টলটি।

#বইমেলা
#গুনগুন #রণন

শুরু হয়ে গেছে গুনগুন-রণন সপ্তম বইমেলাবই নিতে চলে আসুন Youth Ending Hunger - Begum Rokeya University, Rangpur এর আয়োজনে ব...
12/02/2024

শুরু হয়ে গেছে গুনগুন-রণন সপ্তম বইমেলা

বই নিতে চলে আসুন Youth Ending Hunger - Begum Rokeya University, Rangpur এর আয়োজনে বই মেলাতে আমাদের সবার প্রিয় Youth Ending Hunger - Rangpur Region এর স্টলে।
স্টল নং: ৩৭

গুনগুন-রণন সপ্তম বইমেলা
সময়: ১২-১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | দুপুর ২টা - রাত ৯টা
স্থান: শহিদ মিনার চত্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

দেশসেরা অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠান থাকছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের গুনগুন-রণন সপ্তম বইমেলায়।সেই সাথে ...
12/02/2024

দেশসেরা অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠান থাকছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের গুনগুন-রণন সপ্তম বইমেলায়।

সেই সাথে থাকছে আমাদের সবার প্রিয় Youth Ending Hunger - Rangpur Region এরও স্টল।
স্টল নং: ৩৭

এই সম্পূর্ণ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের Youth Ending Hunger - Begum Rokeya University, Rangpur এর লিডারগণ। তাই তাদের প্রতি অসংখ্য কৃতঙ্গতা।

এসে ঘুরে যেতে পারেন বই মেলায় আমাদের স্টলটি।

গুনগুন-রণন সপ্তম বইমেলা
সময়: ১২-১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | দুপুর ২টা - রাত ৯টা
স্থান: শহিদ মিনার চত্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

Address

Rangpur
5400

Website

https://web.facebook.com/yehrangpur

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্য দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তারুণ্য দর্পণ:

Share

Category