Outspoken Labu

Outspoken Labu সবার আগেই মজার মজার সব ভিডিও পেতে এই পেজটিতে Like, Comments, Follow ও Share দিয়ে পাশে থাকুন

সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতে খুঁজতে কিছু মেয়ের অবস্থা এমনি হয় !
03/09/2025

সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতে খুঁজতে কিছু মেয়ের অবস্থা এমনি হয় !

একজন পুরুষ যেখানেই মানসিক শান্তি খুঁজে পাবে, সেখানেই সে বারবার ছুটে চলে যাবে।তাতে সমাজে কে কি বললো কিচ্ছু যায় আসে না?
20/08/2025

একজন পুরুষ যেখানেই মানসিক শান্তি খুঁজে পাবে, সেখানেই সে বারবার ছুটে চলে যাবে।তাতে সমাজে কে কি বললো কিচ্ছু যায় আসে না?

যে মেয়ের মা যত বেশি চালাক; সে মেয়ের হয় তত বেশি তালাক।   : Akhtàrúzzâmäñ Låbû
23/07/2025

যে মেয়ের মা যত বেশি চালাক;
সে মেয়ের হয় তত বেশি তালাক।

: Akhtàrúzzâmäñ Låbû

ব্যক্তির দায় দল নেবে না, দল নেবে শুধু চাঁদার ভাগ। একজন সাধারণ জনগণ হিসেবে আমার প্রশ্ন হলো? - বাংলাদেশের বিভিন্ন স্থানের ...
12/07/2025

ব্যক্তির দায় দল নেবে না, দল নেবে শুধু চাঁদার ভাগ।
একজন সাধারণ জনগণ হিসেবে আমার প্রশ্ন হলো? - বাংলাদেশের বিভিন্ন স্থানের চাঁদাবাজির প্রধান ভাগটা কোথায় যায়?

: Akhtàrúzzâmäñ Låbû
Låbû

03/07/2025

পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে সেটা তার প্রথম স্ত্রীর কারনেই করে। কারন সে তাকে ভালোবাসতে পারেনি, সম্মানও করতে পারেনি। কথাটা তিতা হলেও এটাই বাস্তব।

পার্শ্ববর্তী দেশ ভারতের বিজেপি দলের কিছু ভুয়া মলম বিক্রেতা বা হকার সাংবাদিক আছে, যারা বাংলাদেশের বিন্দুমাত্র উন্নয়নমূলক ...
21/04/2025

পার্শ্ববর্তী দেশ ভারতের বিজেপি দলের কিছু ভুয়া মলম বিক্রেতা বা হকার সাংবাদিক আছে, যারা বাংলাদেশের বিন্দুমাত্র উন্নয়নমূলক কর্মকান্ড ও সুপার পাওয়ার কাউকে দেখলে হিংসায় তাদের শরীরে এলার্জির চুলকানি শুরু হয়। সেই চুলকানির জ্বালায় মাতাল হয়ে তখন তারা বানরের মত লাফাতে লাফাতে কুকুরের মত ঘেউ ঘেউ করতে থাকে। তার একটা বড় প্রমাণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ”রিপাবলিক বাংলা” টেলিভিশন চ্যানেলের ভুয়া ও গুজব সাংবাদিক “ময়ুখ রঞ্জন ঘোষ”।

তাইতো আমি মোঃ আখতারুজ্জামান (লাবু) তার উদ্দেশ্যে গানের ভাষায় বলতে চাই -

ছিঃ ছিঃ ছিঃ রে ময়ুখ রঞ্জন ঘোষ ছিঃ ছিঃ ছিঃ!
ছিঃ ছিঃ ছিঃ রে হকার সাংবাদিক ছিঃ ছিঃ ছিঃ!

: Akhtàrúzzâmäñ Låbû

ড. মুহম্মদ ইউনূস একজন বিশ্বব্যাপী সেলিব্রিটি। আমরা এমন নেতা পেয়ে গর্বিত।
20/04/2025

ড. মুহম্মদ ইউনূস একজন বিশ্বব্যাপী সেলিব্রিটি। আমরা এমন নেতা পেয়ে গর্বিত।

17/04/2025

প্রেমিক : সারাদিন সারারাত আমারে ভালবাসা দিলে জামাইরে কি দিবা?
প্রেমিকা : জামাইরে আর কি দিমু? জামাই তো বিদেশে।

প্রবাসীর স্ত্রীর পরকিয়ার রসের ফোনালাপ ফাঁস

#ফেসবুক ゚

16/04/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি'র প্রধান নেতা তারেক রহমান যখন নিজেও ড. মুহম্মদ ইউনূস সরকারের সংস্কারের পক্ষে সমর্থন করে সবার উদ্দেশ্যে কি বলে শুনুন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ের দোকানে চা খেতে যান বাংলাদেশের সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
16/04/2025

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ের দোকানে চা খেতে যান বাংলাদেশের সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

08/04/2025

বাংলাদেশে বাটা কোম্পানি হারাম,
কিন্তু বাটার জুতা লুট করে পড়া আরাম!
এই হলো বাঙালি জাতি।

ভারতের পশ্চিমবঙ্গের “রিপাবলিক বাংলা” টিভি চ্যানেলের হকার সাংবাদিক “ময়ুখ রঞ্জন ঘোষ”। ☞ সকলে ওরে জুতা মার ☜
08/04/2025

ভারতের পশ্চিমবঙ্গের “রিপাবলিক বাংলা” টিভি চ্যানেলের হকার সাংবাদিক “ময়ুখ রঞ্জন ঘোষ”।
☞ সকলে ওরে জুতা মার ☜

Address

Nilphamari
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Outspoken Labu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share