
27/08/2025
আমাকে হারালে তোমার আহামরি কিছুই হারাবে না। তোমাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। তবে তুমি শুধু হারাবে যত্নবান এক জোরা হাত। আগলে রাখা বুক। তুমি হারাবে প্রশান্তি একটা ছায়া, ক্লান্তিতে বিশ্রাম নেওয়ার মতো একটা আশ্রয়। তোমার মুখ দেখে মনের কষ্ট বুজে যাওয়ার মতো এক জোড়া চোখ।। এর চেয়ে বেশি কিছু হারাবে না তুমি।
হারানোর তালিকায় এগুলো বড্ড নগন্য, তবে তুমি একদিন ঠিক আফসোস করবে, ক্লান্ত হয়ে বিশ্রামের আশ্রয় না পেলে তোমার আমার কথা মনে পড়বে। মুখ দেখে মনের কষ্ট বুঝতে না পারলে তুমি আমার অস্তিত্ব অনুভব করবে। একদিন তুমি বুঝবে সামান্য কিছু হারালেও বুকের বাম পাশে ব্যাথা হয়। শূন্য লাগে, ভরা মজলিসে একাকিত্ব গ্রাস করে নেয়। সমস্ত আরাম আয়েশে তুমি কোন এক অবহেলিত বালিকার কথা মনে করে আতংকে উঠবে। আকস্মিক ভাবে ভিজে যাবে চোখে পাতা। সেদিন তুমি বুঝতে পারবে কখনো কখনো বৃহৎ কিছু অর্জন হলেও সামান্য কিছু হারানোর যন্ত্রণায় মন পোড়ে।
-----অনি