অনি'র ডায়েরী

অনি'র ডায়েরী সব লেখায় যে লিখে তার জীবনের বাস্তবতা খুঁজতে যাবেন না।

----অনি যাদের আপন ভেবেছিলাম।
তারাই আমার হৃদয় ক্ষত-বিক্ষত করে
দিয়ে চলে গেছে।
(2)

আমাকে হারালে তোমার আহামরি কিছুই হারাবে না। তোমাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। তবে তুমি শুধু হারাবে যত্নবান এক জোরা হা...
27/08/2025

আমাকে হারালে তোমার আহামরি কিছুই হারাবে না। তোমাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। তবে তুমি শুধু হারাবে যত্নবান এক জোরা হাত। আগলে রাখা বুক। তুমি হারাবে প্রশান্তি একটা ছায়া, ক্লান্তিতে বিশ্রাম নেওয়ার মতো একটা আশ্রয়। তোমার মুখ দেখে মনের কষ্ট বুজে যাওয়ার মতো এক জোড়া চোখ।। এর চেয়ে বেশি কিছু হারাবে না তুমি।

হারানোর তালিকায় এগুলো বড্ড নগন্য, তবে তুমি একদিন ঠিক আফসোস করবে, ক্লান্ত হয়ে বিশ্রামের আশ্রয় না পেলে তোমার আমার কথা মনে পড়বে। মুখ দেখে মনের কষ্ট বুঝতে না পারলে তুমি আমার অস্তিত্ব অনুভব করবে। একদিন তুমি বুঝবে সামান্য কিছু হারালেও বুকের বাম পাশে ব্যাথা হয়। শূন্য লাগে, ভরা মজলিসে একাকিত্ব গ্রাস করে নেয়। সমস্ত আরাম আয়েশে তুমি কোন এক অবহেলিত বালিকার কথা মনে করে আতংকে উঠবে। আকস্মিক ভাবে ভিজে যাবে চোখে পাতা। সেদিন তুমি বুঝতে পারবে কখনো কখনো বৃহৎ কিছু অর্জন হলেও সামান্য কিছু হারানোর যন্ত্রণায় মন পোড়ে।

-----অনি

কতটা কষ্ট পেলে মানুষ একলা পথে বেছে নেয়। কতটা আঘাত প্রাপ্ত হলে মানুষের দূরে হারিয়ে যেতে চায়। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়া...
26/08/2025

কতটা কষ্ট পেলে মানুষ একলা পথে বেছে নেয়। কতটা আঘাত প্রাপ্ত হলে মানুষের দূরে হারিয়ে যেতে চায়। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে কত অগণিত সময় থমকে যায়। কত পথ চলা বাকি কত মানুষ চেনা বাকি। এমন হাজার প্রশ্ন মস্তিষ্ককে ঘুরপাক খায়।

মানুষ কাছে আসে দূরে সরে যায়, এলোমেলো কত ক্ষত থেকে যায়,ঘা শুকায় দাগ জলজ্যান্ত সুস্পষ্ট ভাবে থেকে যায়। তবুও কেউ কেউ ভালো থাকে কি সুনিশ্চিত নির্দ্বিধায়।

সময়ের প্রতিশোধ এত ভয়ংকর, যার বিভৎস রূপ দেখলে তুমিও আঁতকে উঠতে, ভুল করেও ভাবতে পারতে না কারো মন ভেঙে দেওয়ার কথা, কারো চোখের পানি ঝরার কারণ হতে না। তুমি জেনে বুঝে আর যাই করো কারো দীর্ঘশ্বাসের কারণ হতে না। তুমি সুনিশ্চিত মন খারাপের ভীড়ে একজন মানুষ হতে পারতে না।

----অনি

টাইপোগ্রাফি : সাব্বির ডাকুয়া

যত যত্ন করে মানুষ সঞ্চয় করুন সামান্য অযত্নে মানুষ পর হয়ে যাবে।  যত্ন করে টাকা সঞ্চয় করুন মানুষ এমনিতেই সঞ্চিত রবে।----অন...
24/08/2025

যত যত্ন করে মানুষ সঞ্চয় করুন সামান্য অযত্নে মানুষ পর হয়ে যাবে। যত্ন করে টাকা সঞ্চয় করুন মানুষ এমনিতেই সঞ্চিত রবে।

----অনি

তুমি ফুল আমি সুবাস তুমি প্রেম আমি সর্বনাশ।----অনি
23/08/2025

তুমি ফুল আমি সুবাস
তুমি প্রেম আমি সর্বনাশ।

----অনি

ভাগ্য বড় নিষ্ঠুর ও নির্দয় কেড়ে নিতে নিতে সব নিঃস্ব করে দিলো। হারাতে হারাতে বরবাদ হয়ে গেলাম।  পাওয়ার খাতা বরাবরই শূন্য।  ...
23/08/2025

ভাগ্য বড় নিষ্ঠুর ও নির্দয় কেড়ে নিতে নিতে সব নিঃস্ব করে দিলো। হারাতে হারাতে বরবাদ হয়ে গেলাম। পাওয়ার খাতা বরাবরই শূন্য। না আমি কিছু পাইনি বিষয়টা এমন নয়। পেয়েছি অনেক কিছু কিন্তু যা চেয়েছি তা কখনোই পাইনি।

পাওয়া না পাওয়া নিয়ে আমার কোন আফসোস হয় না। আমি জানি আল্লাহ দিতেও সময় নেয় না আবার কেড়ে নিতেও সময় নেন না।
অথচ আমার বেলায় ব্যতিক্রম।

----অনি

আমার মাঝে মধ্যে মনে হয় আমার মনের মতো একজন বন্ধু নেই।  যাকে ব'লে ফেলা যাবে এলোমেলো সব কথা।  যার কাছে আমার জন্য কিছু সময় থ...
22/08/2025

আমার মাঝে মধ্যে মনে হয় আমার মনের মতো একজন বন্ধু নেই। যাকে ব'লে ফেলা যাবে এলোমেলো সব কথা। যার কাছে আমার জন্য কিছু সময় থাকবে সঞ্চিত। হুটহাট আবদার করলে সেই সময় থেকে আমাকে দেবে কিছু সময়। নেই এই শহরে আমার এমন কোন বন্ধু নেই।

বন্ধু সারিতে আমি কখনো কোন বন্ধুর কাছে মদ্য মনি ছিলাম না। আমি ছিলাম এটা কখনো অনুভব করতে পারেনি তারা। বন্ধুত্বের ব্যাপারে আমি খুব দায়িত্বশীল, আগলে রাখতে চাইতাম সর্বস্ব দিয়ে। অথচ সেই বন্ধুত্বের সম্পর্কে হেরে গেছি। বিশ্বাস জমা রেখে দেখেছি যার কাছে, যার জন্য রেখেছি মনের কিঞ্চিৎ বিশ্বাস জমা। সেই বন্ধু আমার বিশ্বাস ভেঙেছে। এখন মন বলে এ জগতে কেউ বিশ্বাসের যোগ্য না।

এই শহরে আমার কোন বন্ধু নেই 🥲

-----অনি

21/08/2025

সময় ন্যায় বিচারক।
অপেক্ষা করো ধৈর্য ধরো সুবিচার তুমি পাবে।

----অনি

ভুলে ছিঁড়েছি ফুল বিঁধেছে কাঁটার হুল। না বুঝে পড়েছি প্রেমে বুঝেছি অবহেলা কারে বলে 💔🥺----অনি
20/08/2025

ভুলে ছিঁড়েছি ফুল বিঁধেছে কাঁটার হুল। না বুঝে পড়েছি প্রেমে বুঝেছি অবহেলা কারে বলে 💔🥺

----অনি

যদি আবদার করি থেকে যাওয়ার তবে আপনি কে থেকে যেতেন।  যদি বলি সকালের সূর্য, রাতের চাঁদ আপনার সাথে দেখবো। তবে কি আপনি আমার ক...
20/08/2025

যদি আবদার করি থেকে যাওয়ার তবে আপনি কে থেকে যেতেন। যদি বলি সকালের সূর্য, রাতের চাঁদ আপনার সাথে দেখবো। তবে কি আপনি আমার কথা রাখবেন।

আপনাকে নিয়ে কল্পনায় আস্ত একটা সংসার সাজিয়ে বসে আছি। অথচ আপনি কি সুন্দর করে বলে দিলেন আপনার সাথে আমার যায় না।

আপনার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা বোধহয় শেষ হবে না। শূন্য স্থান হয়তো পূরণ হবে কিন্তু শূন্যতা আজীবন দীর্ঘশ্বাস হয়ে জমা থাকবে।

আপনাকে ছাড়াও আমার সংসার হবে কিন্তু আফসোস সেই সংসারে আপনি থাকবেন না।

----অনি

20/08/2025

দুঃখের রংতুলিতে আঁকা জীবনের ছবি। হাসলে সুখী কাঁদলে কি মানুষ তুই দুঃখী হবি।

----অনি
#অনি #অবহেলায়

19/08/2025
থালা ভর্তি ভাত নেই পেট ভর্তি ক্ষুধা শূন্য থালায় বসেছে যে,জীবনের অর্থ কি তার কাছে একবার সুধায়।----অনি
18/08/2025

থালা ভর্তি ভাত নেই পেট ভর্তি ক্ষুধা শূন্য থালায় বসেছে যে,জীবনের অর্থ কি তার কাছে একবার সুধায়।

----অনি

Address

Kurigram
Rangpur
5600

Website

https://www.instagram.com/onirdiary?igsh=MWIydGpneTRpb2J3aA%3D%3D

Alerts

Be the first to know and let us send you an email when অনি'র ডায়েরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনি'র ডায়েরী:

Share

Category