গ্রুপের নীতিমালা
১. সদস্য
১.১ গ্রুপের কাজকর্মের প্রতি আস্থা আছে এমন যে কেও এই গ্রুপের সদস্য হতে পারবে। এজন্য গ্রুপে জয়নিং রিকোয়েস্ট পাঠাতে হবে। তবে, যে সকল প্রোফাইলের বয়স কমপক্ষে ছয় মাস কেবল তারাই সদস্য হতে পারবে।
১.২ কোন প্রতিষ্ঠানের প্রোফাইল সদস্য হতে পারবো না। কেবল ব্যক্তিগত একাউন্ট থেকে সদস্য হওয়া যাবে।
১৩. যে সকল একাউন্ট ফেইক একাউন্ট বলে সন্দেহ হবে এবং যাদের গ্রুপ-আচরণ নীতিমালার পরিপ
ন্হী তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ছদ্মনামের একাউন্টকে যোগ করা হবে না এবং কোন সদস্য যদি নিজের নাম পরিবর্তন করে আজগুবি নামে পোস্ট দিতে চান, তাহলে সেটা এপ্রুভ করা হবে না।
১.৪. এই গ্রুপ সকল ব্যবহারকারীর মর্যাদা রক্ষা করবে এবং ফেসবুকীয় আদব কায়দা মেনে চলবে।
২. সদস্যদের প্রাথমিক করনীয়
২.১. এটি একটি জ্ঞান, অভিজ্ঞতা, তথ্য বিনিময়ের প্ল্যাটফর্ম। প্রত্যেকেই তার নিজের পরিমন্ডল থেকে বিনিময় করবেন।
৩. পোস্টিং
৩.১ গ্রুপের সঙ্গে সম্পর্কিত যে কোন বিষয়ে পোস্ট করা যাবে। নিচের বিষয়গুলোকে গ্রুপের সঙ্গে সম্পর্কিত বলা যাবে-
ক. ব্যবসা উদ্যোগ শুরু ও এর বিকাশের সঙ্গে জড়িত সব কিছু,
খ. যেকোনো ধরনের চাকরির তথ্য এবং অবশ্যই তা সঠিক নিয়মে হতে হবে,
গ. শিক্ষার সাথে সম্পর্কিত যে কোন ধরনের তথ্য
ঘ. যেকোনো মহামারীর সতর্কতাঃ সহ ভ্যাকসিন টিকা সম্পর্কিত সকল তথ্য পোস্ট করা যাবে,
ঙ. রংপুরসহ সারা বাংলাদেশের বিভিন্ন উৎসাহ মূলক পোস্ট করা যাবে,
চ. ধর্মীয় ও রাজনৈতিক ভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে এরকম পোস্ট করা যাবে না,
ছ. কোন পোস্টে যদি কোন প্রশ্ন থাকে তাহলে তার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে তাগাদামূলক মন্তব্য করা যাবে না।
জ. কোন লিংক পোস্ট করলে, লিংকের বিষয়বস্তু সম্পর্কে এক প্যারা লিখতে হবে। কেবল লিংক পোস্ট করা যাবে না।
৩.২ পোস্ট দেওয়ার সময় সেটির সম্পূর্ণতার প্রতি নজর দিতে হবে। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে। তার মানে এই নয় যে, যা জানা নেই তা লিখতে হবে। কিন্তু পোস্টের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।
৩.৩ যে কোন পোস্ট দেওয়ার আগে গ্রুপে এই বিষয়ে আগে কোন পোস্ট দেওযা হয়েচে কী না সেটি নিশ্চিত হতে হবে। এ জন্য সার্চ বাটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
৪. পোস্টে মন্তব্য, লিংক বিতর্ক ইত্যাদি
৪.১ সকল সদস্য সকল পোস্টে বা যো কোন পোস্টে মন্তব্য করতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষে এডমিন নোটিশ বা সার্কুলারে যাচিত না হলে মন্তব্য করা যাবে না।
৪.২ কোন পোস্টে কমেন্ট করার সময় ভাষা এবং শব্দ চয়নে বস্তুনিষ্ঠ হতে হবে। ব্যক্তিগত আক্রমন এভয়েড করতে হবে।
৪.৩ অহেতুক কমেন্ট করা যাবে না। যেমন - গ্যালারিতে বসলাম,অপেক্ষায় আছি।
৪.৪ কেহ যদি কোন মন্তব্য করে, যার সঙ্গে আমি একমত, তাহলে সেটি লাইক করলেই যথেষ্ট। +১, আমি সহমত ইত্যাদি লেখার দরকার হবে না। কারণ এখানে সচরাচর কোন জনমত জরিপ চালানো হবে না। জরিপের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
৪.৫ কোন পেজ, স্ট্যটাস বা লিংকের জন্য "লাইক" চাওয়া যাবে না।
৪.৬ কোন পোস্টে ছবিসহ মন্তব্য করা যাবে না।
৪.৭ অপ্রাসঙ্গিক মন্তব্যের ক্ষেত্রে নীতিমালার ১১ ধারা প্রযোজ্য হবে।
৫. চাকরি সংক্রান্ত
৫.১ পূর্বতন ধারা রহিত।৫.২ "আমি বেকার। আমার একটা চাকরি দরকার।" এই ধরণের পোস্টকে এই গ্রুপে উৎসাহিত করা হবে না।
৫.৩ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য "Job's in Rangpur " নামে আলাদা একটি গ্রুপ আছে আমাদের। উদ্যোক্তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেখানে প্রকাশের জন্য অনুরোধ করা হল।
তবে বৃহত্তর স্বার্থে অবশ্যই এখানেও চাকরির পোস্ট করতে পারবেন।
৬. বিপনন/ মার্কেটিং
৬.১ প্রত্যেক উদ্যোক্তা/কোম্পানির মালিক/যে কোন ধরনের প্রতিষ্ঠান ইচ্ছে করলে তার পণ্য বা সেবা সম্পর্কে জানাতে পারবেন তবে সেটি কোনভাবে গ্রুপের মূল উদ্দেশ্যকে ব্যহত করবে না।
অর্থাৎ তার ব্যাপারটি জানানোর উদ্দেশ্য হবে তার উদ্যোগটি সম্পর্কে অন্যরা জেনে নিজেরা উৎসাহিত হবে।
৬.২ এটি বেচাকেনার গ্রুপ নয়। কাজে "আমি ডলার বিক্রি করতে চাই", "আমার দোকানের কিছু বালতি বিক্রি করবো কে কে কিনবেন" এ জাতীয় পোস্ট দেওয়া যাবে না। গ্রুপকে ওয়েবস্টোর বানানো যাবে না।
৬.৩ সাপ্লাই-চেইন সংক্রান্ত পোস্ট দেওয়া যাবে। তবে, সেটা যথাযথ হতে হবে। কারণ গ্রুপ মূলত উৎসাহ ও পরামর্শের এবং এটা বিটুবি সাইট নয়।
৬.৪ উদ্যোক্তারা তাদের পন্যের বিপনন করার জন্য অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারেন।
৭. টেকনিক্যাল বিষয়
৭.১ টেকনিক্যাল ডিটেইল আলোচনা করা যাবে না। যেমন - কোন ফোল্ডারে রাখলে সহজে কেহ দেখতে পাবে না ইত্যাদি।
৭.২ তবে যে সকল ক্ষেত্রে কারিগরি বিষয়টি উদ্যোগের সঙ্গে সম্পর্কিত তখন সেটি আলাপ করা যাবে। যেমন - ইকমার্স সময়ে সাইট বানানোর সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে।
৮. গ্রুপ উদ্যোগ
৮.১ সময়ে সময়ে গ্রুপ থেকে বিভিন্ন উদ্যোগ যেমন আড্ডা, কর্মশালা ইত্যাদি আয়োজন করবে।
৮.২ উদ্যোগের ক্ষেত্রে কেবল এডমিন বা বিভাগীয় সমন্বয়কারীদের উদ্যোগকে অফিসিাল মর্যাদা দেওয়া হবে।
৮.৩ যে কেহ এই ধরণের উদ্যোগর জন্য প্রস্তাব উত্থাপন করতে পারবেন,এডমিন বা সমন্বয়কারীদের দৃষ্টি আকর্ষন করতে পারবেন। তবে প্রস্তাব গৃহীত না হলে তা বাস্তবায়ন করা যাবে না। করতে হলে ব্যক্তি উদ্যোগে করতে হবে।
৯. ইভেন্টের ছবি
৯. ১. গ্রুপ সম্পৃক্ত যে কোন ইভেন্টের ছবি গ্রুপে আপলোড করা যাবে। তবে ইভেন্টের ছবি আপলোড করা যাবে একটি।
৯.২. বাকী ছবিগুলো গ্রুপের ফ্লিকার বা পিকাসা একাউন্টে এলবাম আকারে আপলোড করা যাবে এবং প্রথম ছবির নিচে উক্ত এলবামের লিংক দেওয়া থাকবে।
১০. কভার ছবিতে বিজ্ঞাপন
১০.১ নীতিমালার ব্যতয় না ঘটিয়ে অনুমোদনের ভিত্তিতে গ্রুপের কভার ছবিতে বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। বিজ্ঞাপন হবে কোন উদ্যোগের তবে উদ্যোক্তাকে এই গ্রুপের সদস্য হতে হবে। নতুন কিংবা পুরাতন সকল উদ্যোগই এই নীতির আওতায় থাকবে।
১০.২ বিজ্ঞাপন ৩, ৫ বা ৭ দিনের জন্য প্রকাশ করা যাবে।
১০.৩.৩ সদস্যের একটি এডমিন গ্রুপ বিজ্ঞাপন অনুমোদন করবেন। অনুমোদিত বিজ্ঞাপন প্রচারের জন্য গ্রুপের ফান্ডে চাঁদা প্রদান করতে হবে। চাঁদার হার সময়ে সময়ে নির্ধারিত হবে। বিজ্ঞাপনের চাঁদা প্রদানের পদ্ধতি সময়ে সময়ে পরিবর্তন করা যাবে।
১০.৪ মাসে সর্বোচ্চ ৫টি বিজ্ঞাপন প্রকাশ করা যাবে।
১১. নীতিমালার ব্যাত্যয়
১১. ১ নীতিমালার ব্যাত্যয় হলে পোস্ট মুছে দেওয়া যাবে এবং পোস্ট দাতাকে সতর্ক করা যাবে।
১১.২ গ্রুপে স্পামিং বা গ্রুপের নীতি বিরুদ্ধে পোস্টকারীকে ব্যান করা যাবে। তবে, কোন এপ্লিকেশনের কারণে গ্রুপে কোন অনাকাঙ্খিত পোস্ট হলে পোস্ট প্রদানকারী দ্রুত তা নিজ দায়িত্বে মুছে দেবেন এবং দু:খ প্রকাশ করবেন। তবে, এই দুই-এর কোনটি না করা হলে তাকে ব্যান করা যাবে।
১২. নীতিমালার পরিবর্ধন, পরিমার্জন
১২.১ সময় সময়ে এই নীতিমালার পরিবর্তন, পরিমার্জন করা হবে।
১২.২ নীতিমালাতে সংযোজন, পরিবর্তন ও পরমিার্জনের জন্য যে কেও প্রস্তাব করতে পারবেন।