তথ্যশালা

তথ্যশালা রংপুর বিভাগের সকল প্রশ্নের এই যুগে আপনি কেন পিছিয়ে?
আপনার সকল প্রকার পোষ্ট করুন,অন্যের পরামর্শ নিন।

গ্রুপের নীতিমালা

১. সদস্য

১.১ গ্রুপের কাজকর্মের প্রতি আস্থা আছে এমন যে কেও এই গ্রুপের সদস্য হতে পারবে। এজন্য গ্রুপে জয়নিং রিকোয়েস্ট পাঠাতে হবে। তবে, যে সকল প্রোফাইলের বয়স কমপক্ষে ছয় মাস কেবল তারাই সদস্য হতে পারবে।
১.২ কোন প্রতিষ্ঠানের প্রোফাইল সদস্য হতে পারবো না। কেবল ব্যক্তিগত একাউন্ট থেকে সদস্য হওয়া যাবে।
১৩. যে সকল একাউন্ট ফেইক একাউন্ট বলে সন্দেহ হবে এবং যাদের গ্রুপ-আচরণ নীতিমালার পরিপ

ন্হী তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ছদ্মনামের একাউন্টকে যোগ করা হবে না এবং কোন সদস্য যদি নিজের নাম পরিবর্তন করে আজগুবি নামে পোস্ট দিতে চান, তাহলে সেটা এপ্রুভ করা হবে না।
১.৪. এই গ্রুপ সকল ব্যবহারকারীর মর্যাদা রক্ষা করবে এবং ফেসবুকীয় আদব কায়দা মেনে চলবে।

২. সদস্যদের প্রাথমিক করনীয়

২.১. এটি একটি জ্ঞান, অভিজ্ঞতা, তথ্য বিনিময়ের প্ল্যাটফর্ম। প্রত্যেকেই তার নিজের পরিমন্ডল থেকে বিনিময় করবেন।

৩. পোস্টিং

৩.১ গ্রুপের সঙ্গে সম্পর্কিত যে কোন বিষয়ে পোস্ট করা যাবে। নিচের বিষয়গুলোকে গ্রুপের সঙ্গে সম্পর্কিত বলা যাবে-
ক. ব্যবসা উদ্যোগ শুরু ও এর বিকাশের সঙ্গে জড়িত সব কিছু,
খ. যেকোনো ধরনের চাকরির তথ্য এবং অবশ্যই তা সঠিক নিয়মে হতে হবে,
গ. শিক্ষার সাথে সম্পর্কিত যে কোন ধরনের তথ্য
ঘ. যেকোনো মহামারীর সতর্কতাঃ সহ ভ্যাকসিন টিকা সম্পর্কিত সকল তথ্য পোস্ট করা যাবে,
ঙ. রংপুরসহ সারা বাংলাদেশের বিভিন্ন উৎসাহ মূলক পোস্ট করা যাবে,
চ. ধর্মীয় ও রাজনৈতিক ভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে এরকম পোস্ট করা যাবে না,
ছ. কোন পোস্টে যদি কোন প্রশ্ন থাকে তাহলে তার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে তাগাদামূলক মন্তব্য করা যাবে না।
জ. কোন লিংক পোস্ট করলে, লিংকের বিষয়বস্তু সম্পর্কে এক প্যারা লিখতে হবে। কেবল লিংক পোস্ট করা যাবে না।

৩.২ পোস্ট দেওয়ার সময় সেটির সম্পূর্ণতার প্রতি নজর দিতে হবে। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে। তার মানে এই নয় যে, যা জানা নেই তা লিখতে হবে। কিন্তু পোস্টের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।
৩.৩ যে কোন পোস্ট দেওয়ার আগে গ্রুপে এই বিষয়ে আগে কোন পোস্ট দেওযা হয়েচে কী না সেটি নিশ্চিত হতে হবে। এ জন্য সার্চ বাটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৪. পোস্টে মন্তব্য, লিংক বিতর্ক ইত্যাদি

৪.১ সকল সদস্য সকল পোস্টে বা যো কোন পোস্টে মন্তব্য করতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষে এডমিন নোটিশ বা সার্কুলারে যাচিত না হলে মন্তব্য করা যাবে না।
৪.২ কোন পোস্টে কমেন্ট করার সময় ভাষা এবং শব্দ চয়নে বস্তুনিষ্ঠ হতে হবে। ব্যক্তিগত আক্রমন এভয়েড করতে হবে।
৪.৩ অহেতুক কমেন্ট করা যাবে না। যেমন - গ্যালারিতে বসলাম,অপেক্ষায় আছি।
৪.৪ কেহ যদি কোন মন্তব্য করে, যার সঙ্গে আমি একমত, তাহলে সেটি লাইক করলেই যথেষ্ট। +১, আমি সহমত ইত্যাদি লেখার দরকার হবে না। কারণ এখানে সচরাচর কোন জনমত জরিপ চালানো হবে না। জরিপের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
৪.৫ কোন পেজ, স্ট্যটাস বা লিংকের জন্য "লাইক" চাওয়া যাবে না।
৪.৬ কোন পোস্টে ছবিসহ মন্তব্য করা যাবে না।
৪.৭ অপ্রাসঙ্গিক মন্তব্যের ক্ষেত্রে নীতিমালার ১১ ধারা প্রযোজ্য হবে।


৫. চাকরি সংক্রান্ত

৫.১ পূর্বতন ধারা রহিত।৫.২ "আমি বেকার। আমার একটা চাকরি দরকার।" এই ধরণের পোস্টকে এই গ্রুপে উৎসাহিত করা হবে না।

৫.৩ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য "Job's in Rangpur " নামে আলাদা একটি গ্রুপ আছে আমাদের। উদ্যোক্তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেখানে প্রকাশের জন্য অনুরোধ করা হল।
তবে বৃহত্তর স্বার্থে অবশ্যই এখানেও চাকরির পোস্ট করতে পারবেন।

৬. বিপনন/ মার্কেটিং

৬.১ প্রত্যেক উদ্যোক্তা/কোম্পানির মালিক/যে কোন ধরনের প্রতিষ্ঠান ইচ্ছে করলে তার পণ্য বা সেবা সম্পর্কে জানাতে পারবেন তবে সেটি কোনভাবে গ্রুপের মূল উদ্দেশ্যকে ব্যহত করবে না।
অর্থাৎ তার ব্যাপারটি জানানোর উদ্দেশ্য হবে তার উদ্যোগটি সম্পর্কে অন্যরা জেনে নিজেরা উৎসাহিত হবে।
৬.২ এটি বেচাকেনার গ্রুপ নয়। কাজে "আমি ডলার বিক্রি করতে চাই", "আমার দোকানের কিছু বালতি বিক্রি করবো কে কে কিনবেন" এ জাতীয় পোস্ট দেওয়া যাবে না। গ্রুপকে ওয়েবস্টোর বানানো যাবে না।
৬.৩ সাপ্লাই-চেইন সংক্রান্ত পোস্ট দেওয়া যাবে। তবে, সেটা যথাযথ হতে হবে। কারণ গ্রুপ মূলত উৎসাহ ও পরামর্শের এবং এটা বিটুবি সাইট নয়।
৬.৪ উদ্যোক্তারা তাদের পন্যের বিপনন করার জন্য অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারেন।

৭. টেকনিক্যাল বিষয়
৭.১ টেকনিক্যাল ডিটেইল আলোচনা করা যাবে না। যেমন - কোন ফোল্ডারে রাখলে সহজে কেহ দেখতে পাবে না ইত্যাদি।
৭.২ তবে যে সকল ক্ষেত্রে কারিগরি বিষয়টি উদ্যোগের সঙ্গে সম্পর্কিত তখন সেটি আলাপ করা যাবে। যেমন - ইকমার্স সময়ে সাইট বানানোর সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে।

৮. গ্রুপ উদ্যোগ

৮.১ সময়ে সময়ে গ্রুপ থেকে বিভিন্ন উদ্যোগ যেমন আড্ডা, কর্মশালা ইত্যাদি আয়োজন করবে।
৮.২ উদ্যোগের ক্ষেত্রে কেবল এডমিন বা বিভাগীয় সমন্বয়কারীদের উদ্যোগকে অফিসিাল মর্যাদা দেওয়া হবে।
৮.৩ যে কেহ এই ধরণের উদ্যোগর জন্য প্রস্তাব উত্থাপন করতে পারবেন,এডমিন বা সমন্বয়কারীদের দৃষ্টি আকর্ষন করতে পারবেন। তবে প্রস্তাব গৃহীত না হলে তা বাস্তবায়ন করা যাবে না। করতে হলে ব্যক্তি উদ্যোগে করতে হবে।

৯. ইভেন্টের ছবি

৯. ১. গ্রুপ সম্পৃক্ত যে কোন ইভেন্টের ছবি গ্রুপে আপলোড করা যাবে। তবে ইভেন্টের ছবি আপলোড করা যাবে একটি।
৯.২. বাকী ছবিগুলো গ্রুপের ফ্লিকার বা পিকাসা একাউন্টে এলবাম আকারে আপলোড করা যাবে এবং প্রথম ছবির নিচে উক্ত এলবামের লিংক দেওয়া থাকবে।

১০. কভার ছবিতে বিজ্ঞাপন

১০.১ নীতিমালার ব্যতয় না ঘটিয়ে অনুমোদনের ভিত্তিতে গ্রুপের কভার ছবিতে বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। বিজ্ঞাপন হবে কোন উদ্যোগের তবে উদ্যোক্তাকে এই গ্রুপের সদস্য হতে হবে। নতুন কিংবা পুরাতন সকল উদ্যোগই এই নীতির আওতায় থাকবে।
১০.২ বিজ্ঞাপন ৩, ৫ বা ৭ দিনের জন্য প্রকাশ করা যাবে।
১০.৩.৩ সদস্যের একটি এডমিন গ্রুপ বিজ্ঞাপন অনুমোদন করবেন। অনুমোদিত বিজ্ঞাপন প্রচারের জন্য গ্রুপের ফান্ডে চাঁদা প্রদান করতে হবে। চাঁদার হার সময়ে সময়ে নির্ধারিত হবে। বিজ্ঞাপনের চাঁদা প্রদানের পদ্ধতি সময়ে সময়ে পরিবর্তন করা যাবে।
১০.৪ মাসে সর্বোচ্চ ৫টি বিজ্ঞাপন প্রকাশ করা যাবে।

১১. নীতিমালার ব্যাত্যয়
১১. ১ নীতিমালার ব্যাত্যয় হলে পোস্ট মুছে দেওয়া যাবে এবং পোস্ট দাতাকে সতর্ক করা যাবে।

১১.২ গ্রুপে স্পামিং বা গ্রুপের নীতি বিরুদ্ধে পোস্টকারীকে ব্যান করা যাবে। তবে, কোন এপ্লিকেশনের কারণে গ্রুপে কোন অনাকাঙ্খিত পোস্ট হলে পোস্ট প্রদানকারী দ্রুত তা নিজ দায়িত্বে মুছে দেবেন এবং দু:খ প্রকাশ করবেন। তবে, এই দুই-এর কোনটি না করা হলে তাকে ব্যান করা যাবে।

১২. নীতিমালার পরিবর্ধন, পরিমার্জন

১২.১ সময় সময়ে এই নীতিমালার পরিবর্তন, পরিমার্জন করা হবে।

১২.২ নীতিমালাতে সংযোজন, পরিবর্তন ও পরমিার্জনের জন্য যে কেও প্রস্তাব করতে পারবেন।

18/07/2024

কমিউনিকেশন জ্যাম করে রাতের আধারে নিজ দেশের ছাত্রছাত্রীদের উপর বর্বর হামলা চালানো হয়, আপনাদের কি মনে হয় এরা পাকিস্তানি হানাদারদের থেকে কোন ডিফারেন্ট কিছু?

এই লোকেরা পাকিস্তানের অবস্থানে থাকলে তো আরো খারাপ কিছু করতো।
এদেরকে যারা সহযোগিতা করতেছে তাহলে তাদেরকে কি বলে ভবিষ্যতে ডাকা হবে?

আজ পবিত্র আশুরার দিনে যাচাই করে জেনে নিন,আপনি কি বাঙালি?না মুসলিম?৭১এ রাজপথে জন্ম নেয়া বাঙালির বন্দুক আপনার দিকে তাক কর...
17/07/2024

আজ পবিত্র আশুরার দিনে যাচাই করে জেনে নিন,
আপনি কি বাঙালি?
না মুসলিম?

৭১এ রাজপথে জন্ম নেয়া বাঙালির বন্দুক আপনার দিকে তাক করে রাখাটা দেখেছেন তো?

জালিমেরা জি হা দ শব্দে কেন কেঁপে উঠে বুঝতে পেরেছেন তো?

আপনি গলা পর্যন্ত ডুবে গেছেন, এটা অনুধাবন করতে পেরেছেন তো ?

ব্রেকিং: এই বছর 2024/14.45 AH মোট হজ্জ্বযাত্রীর সংখ্যা মোট (1,833,164) জন
15/06/2024

ব্রেকিং: এই বছর 2024/14.45 AH মোট হজ্জ্বযাত্রীর সংখ্যা মোট (1,833,164) জন

29/05/2024
নিজেকে বারবার বলি, জাতীয়তাবাদী জোশ উসকে দেওয়া ভালো কথা নয়। কিন্তু শেষ বেলায় এসে লাল সবুজ পতাকাটা কোথাও উড়তে দেখলেই আর নি...
26/05/2024

নিজেকে বারবার বলি, জাতীয়তাবাদী জোশ উসকে দেওয়া ভালো কথা নয়। কিন্তু শেষ বেলায় এসে লাল সবুজ পতাকাটা কোথাও উড়তে দেখলেই আর নিজেকে সামলাতে পারি না।
এবার আমাদের জাতীয় পতাকাকে নতুন উচ্চতায় তুলে নিলেন ব্যাংকার আশিক চৌধুরী। গতকাল যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাঁটি থেকে ওড়ার পর ৪১ হাজার ফুটের বেশি উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়েছেন আশিক। এই লাফ দেওয়ার ভেতর থেকে তিনি দুটি বিশ্বরেকর্ড করার দ্বারপ্রান্তে আছেন।
তার এই লাফের নাম ‘‘দ্য হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ আ ফ্ল্যাগ’।
এই স্কাই ডাইভিংয়ের ভয়াবহ বৈশিষ্ট্য হচ্ছে, আশিক লাফ দিয়েছেন দুই হাতে পতাকা নিয়ে। এর ফলে ৪ হাজার ফুট উচ্চতায় এসে প্যারাসুট খোলার জন্য তার কোনো হাত ফাঁকা ছিলো না। যদিও এ জন্য আশিকের প্রস্তুতি ছিলো। কিন্তু শেষ মুহুর্তে কিছু গোলমাল হয়ে যায়। তারপরও আশিক পতাকা ছাড়েননি। কৌশলে প্যারাসুট খুলতে পেরেছেন এবং প্রাণে রক্ষা পেয়েছেন।
একটা লাল সবুজের পতাকার জন্য এভাবে যিনি জীবন হাতে নিতে পারেন, তার জন্য একটা স্যালুট হয়ে যাক।

আশিককে এই অভিযানে সহায়তা করছে প্রথম আলো। তাদের প্রতি কৃতজ্ঞতা।

26/05/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিক পলাশ দাশের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণে শিকার হন এক তরুণী। বৃহস্পতিবার (২৩ মে...
26/05/2024

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিক পলাশ দাশের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণে শিকার হন এক তরুণী। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব মেঘনা নদীর পাড়ের রেলওয়ে জোড়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রেমিক পলাশের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই তরুণীর। বৃহস্পতিবার তারা প্রথমে ভৈরবের মানিকদি এলাকার একটি সেতু সংলগ্ন রেস্টুরেন্টে আড্ডা দেন। পরে বিকেলের দিকে তারা দুজন মেঘনা নদীর পাড়ে ঘুরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলে নদীর পাড়ের একটি জঙ্গলের ঝোপে নিয়ে পলাশ দাস ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি দেখে ফেলেন ওই এলাকায় অবস্থানরত কয়েকজন ছিনতাইকারী। পরে তারা দুজনকে আটক করে দুটি মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে নির্জন নামে এক ছিনতাইকারী আবারও ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শুরুতে তিনি নির্জনের নাম বললেও প্রেমিক পলাশ দাসের কথা অস্বীকার করেন। পরবর্তীতে আসামিদের সাক্ষ্যপ্রমাণে তিনি পলাশ দাসের কথা স্বীকার করেন।

মহনাটিভির নিউজ থেকে জানা যায় মেয়েটির বাবার নাম রহমত আলী। মেয়েটা মুসলিম পরিবারের দেখে সব মিডিয়া মেয়ের পরিচয় লুকিয়ে গেছে। হিন্দুদের ভাগোয়া লাভ সম্পর্কে আমরা অনেকেই জানি, এটা দেখে আপনাদের কি মনে হয় মেয়েটা ভাগোয়া লাভ ট্রাপের শিকার?

ঘূর্ণিঝড় রেমাল আপডেট ১৭ (মে ২৬, ২০২৪): বাংলাদেশের ৮ টি বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঢাকা শহরে ভয়ংকর জলাবদ্ধতার আশংকাঘূর...
26/05/2024

ঘূর্ণিঝড় রেমাল আপডেট ১৭ (মে ২৬, ২০২৪): বাংলাদেশের ৮ টি বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঢাকা শহরে ভয়ংকর জলাবদ্ধতার আশংকা

ঘূর্ণিঝড় রেমাল অস্বাভাবিক ধীরগতিতে বাংলাদেশ ত্যাগ করবে (২ দিনের বেশি বাংলাদেশের আকাশে থাকার সম্ভাবনা)। ঘূর্ণিঝড় রেমাল খুবই ধীর গতিতে বাংলাদেশ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টির কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘমালা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের উপরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যে কারণে অন্যান্য ঘূর্ণিঝড়গুলো অপেক্ষা ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বাংলাদেশের ৮ টি বিভাগের উপরেই ব্যাপক পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে স্থল ভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা (৯০% এর বেশি) দেখা যাচ্ছে। এর পরে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার জেলা ও মেঘালয় রাজ্যের উপর দিয়ে আসাম রাজ্যে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। স্থল ভাগে প্রবেশের পরে ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্র যখন খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করবে তখনও বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নে আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বাংলাদেশের ৮ টি বিভাগের উপরে মে মাসের ২৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

ঘূর্ণিঝড়ের রেমালের কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে নিম্নে উল্লেখিত পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে ২৮ এ মে দিবাগত মধ্য রাত পর্যন্ত।

খুলনা বিভাগ: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার
বরিশাল বিভাগ: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার
সিলেট বিভাগ: ৪০০ থেকে ৬০০ মিলিমিটার
ঢাকা বিভাগ: ২০০ থেকে ৩৫০ মিলিমিটার [পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর উপরে ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার ও ঢাকার উত্তর ও পূর্ব পাশের জেলাগুলোর উপরর ২০০ থেকে ২৫০ মিলিমিটার]
রাজশাহী বিভাগ: ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার
ময়মনিসংহ বিভাগ: ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার
চট্টগ্রাম বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার
রংপুর বিভাগ: ১৫০ থেকে ২০০ মিলিমিটার

===================================
ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা
====================================

ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র যেহেতু ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল সোমবার ও মঙ্গলবার ঢাকা শহরের উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকা করা যাচ্ছে। যেহেতু সকল আবহাওয়া পূর্বাভাস মেডেল আগামীকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের ( ২ দিন প্রায় ৩০০ মিলিমিটার) প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে ফলে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে পুরো ঢাকা শহরে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়ে পুরো শহরের যাতায়াত ব্যবস্হায় স্থবিরতার সৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আগামীকাল সোমবার ঢাকা শহরের মানুষের দুর্দশা কমিয়া আনার জন্য ঢাকা শহরের স্কুল-কলেজ গুলোর দৈনন্দিন ক্লাস (জরুরী পরীক্ষা ছাড়া) ১ থেকে ২ দিন বন্ধ ঘোষণা করে ঢাকা শহরের কর্মজীবী ও অফিস-গামী মানুষের যাতায়াত ব্যবস্হার নিশ্চিত করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

ইউরোপ-আমেরিকার দেশগুলোতে শীতকালে তুষার ঝড়ের সময় শহরের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয় ও শুধুমাত্র জরুরী সেবা সমূহ চালু রাখা হয় নাগরিকদের দুর্দশার কথা বিবেচনা করে। ঢাকা শহরেও একই ধরনের ব্যবস্হা গ্রহণ করা যেতে পারে আগামী সোম ও মঙ্গলবার।
সুত্রঃ আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ভাই

প্রকাশিত হলো রেলওয়ের নতুন টাইমটেবিল ৫৩ এর পূর্নাঙ্গ কপি। https://drive.google.com/file/d/1n1U9fiOqVWObsFvcczQzxe_cK0Vfrm...
08/12/2023

প্রকাশিত হলো রেলওয়ের নতুন টাইমটেবিল ৫৩ এর পূর্নাঙ্গ কপি।
https://drive.google.com/file/d/1n1U9fiOqVWObsFvcczQzxe_cK0Vfrmhk/view?usp=sharing

লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহে রেখে জেনে নিতে পারবেন প্রতিটি ট্রেনের সময়সূচী।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share