05/02/2024
আজ সন্ধা ৬: ২০ মিনিটে আমি এবং আমার ছোট ভাই লালবাগ থেকে পার্কের মোড় আসতেছিলাম হেটে হেটে রাস্তার বাম পাশ দিয়ে মৃত্তিকা ভবন পার হয়েছি এমতাবস্থায় আমাদের সামনে দিয়ে একটি মটর সাইকেল চলে গেল। ১০০ গজ সামনে গিয়ে গাড়ি টা বন্ধ করলে আমরা আমাদের মতো চলছি! ২ জন গাড়ি থেকে নামলো একজন গাড়িতে বসে আমরা ভাবলাম গাড়িতে সমস্যা হয়ছে, আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো বাসা কোথায় তোমাদের আমরা পরিচয় দিলাম। হঠাৎ করে ছোট ভাইয়ের কলার ধরে বললো তোর ফোন বের কর ফোন দিয়ে দে,দুজনের হাতে ধারালো অস্র কথা বলতে বলতেই ছোট ভাইয়ের কাধে জোড়ে আঘাত করলো ছুড়ি দিয়ে,, আমাকেও মারার জন্য কয়েকবার চেষ্টা করেছে আমি দূরে সরে গেছি,, অল্পের জন্য আমার বুকে লাগে নাই,,ছোট ভাইয়ের গায়ের হুডি গেন্জি ভেদ করে কাধের হাড় পর্যন্ত পৌঁছে গেছে,, প্রচুর রক্ত পাত হয়েছে,, আমাদের চিৎকার শুনে আমার বিশ্ববিদ্যালয়ের ২ জন বন্ধু এগিয়ে আসে তারপরে তাড়া গাড়ি নিয়ে পালিয়ে যায়।তাদের মুখ সম্পূর্ণ ঢাকা ছিলো বাইকের নাম্বার প্লেট ছিলো না,,ছোট ভাইকে হাসপাতালে ভর্তী করানো হয়েছে,, ১২ টা সেলাই দেওয়া হয়েছে।
সন্ধার সময় লালবাগে গেলে হেটে যাবেন না,,গেলেও দলবদ্ধ ভাবে যাবেন,, ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে।
©️BRUR Campus
Copied
Copyright Disclaimer Under Section 72 of the Copyright Act 2000 (Bangladeshi Law), allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted.