BL-IT PARK

BL-IT PARK You should know that social media is beyond probability, That is why we are here to help you with good marketing strategies.

Are Your Products Not Selling Due To Lack Of Proper Promotion? Did You Know That Sales Increase Through The Right Campaign! And If The Responsibility Of That Campaign Falls In The Hands Of No Question. BL-IT PARK's Online Services Include: page Create+ Setup, Page Promote, Post Boost, Facebook Ad, Facebook Pixel, Facebook Funnel Strategy, Google Ad, SEO, Website Development, Landing Pages And Video Editing. At The End Of The Day Our Goal Is To Fulfill All Your Facilities.

19/03/2024

আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে দ্রুত কাজ পাওয়ার ১৯ টি টিপস:

1: আপনি যেই কাজ পারেন তার উপরে তার উপর ভিত্তি করে, এমন অম্তত ১০ টা প্রোফাইল দেখে নিজের প্রোফাইল সাজাবেন। ছোট Niche এর উপর কাজ শুরু করুন। যেমন : যারা ওয়ার্ডপ্রেস এর কাজ পারেন, ওয়ার্ডপ্রেস এর সব কাজ এর উপর প্রোফাইল না সাজিয়ে শুধু “এলিমেন্টর বিল্ডার” কিংবা “ওয়ার্ডপ্রেস অপ্টিমাইজেশন” এর কাজ গুলোর উপর প্রোফাইল সাজান। এবং অন্তত প্রথম ২০ টি কাজ ওই রিলেটেড কাজের উপর প্রপোসাল পাঠান। তাহলে ছোট niche এ আপনার প্রোফাইল দ্রুত Rank এ আসবে। ইনভাইটেশন পাওয়া শুরু করবেন দ্রুত।

2: আপনার niche এ কাজ করে এমন প্রোফাইল গুলো দেখুন, তারা কিভাবে তাদের প্রোফাইল, পোর্টফোলিও, প্রজেক্ট সাজিয়েছে তা ফলো করুন। এবং নিয়মিত প্রোফাইল ডেসক্রিপশন আপডেট করুন ও প্রোফাইল এ পর্যাপ্ত কীওয়ার্ড ব্যবহার করুন। specialized প্রোফাইল গুলোতেও কীওয়ার্ড সঠিকভাবে পুশ করুন।

3: নতুন অবস্থায় প্রতিদিন অন্তত ১০ জব পোস্ট পড়বেন যা অবশ্যই আপনার নিশ এর হতে হবে, এবং ডেমো এপ্লিকেশন লিখবেন, সাবমিট করার দরকার নাই, অর্থাৎ ১০ টা কভার লেটার লিখবেন, পাঠাবেন একটি। এটি আপনাকে দ্রুত কভার লেটার লিখায় অভস্থ করে তুলবে, পাশাপাশি ওই সময়ে আপওয়ার্ক প্রোফাইল এ আপনাকে একটিভ দেখাবে। প্রোফাইল ভিউ বাড়ার সম্ভাবনা থাকবে।

4: ইনিশিয়ালি আপনি অবশ্যই দেখে দেখে ছোট খাটো কাজগুলোতে কিংবা কম বাজেট এর কাজ গুলোতে এবং যে কাজ গুলোতে আর্জেন্ট হায়ারিং হচ্ছে সেই কাজ গুলো তে প্রপোসাল পাঠান। কারণ এই ছোট কাজ গুলোতে বিড কম হবে, আপনার কম্পিটিশন কমে যাবে।

5: আপওয়ার্ক এ প্রপোসাল পাঠানোর আগে ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট, লোকেশন, প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং, প্রিভিয়াস জব হিস্ট্রি ও রিভিউ অবশ্যই দেখে নিন।

6: যে জব পোস্ট এ ক্লায়েন্ট এর রিকুইরেমেন্ট অনেক বড় থাকে সেগুলোতে প্রপোসাল পাঠান। অনেকেই সময়ের অভাবে এত বড় জব পোস্ট এর রিকুইরেমেন্ট গুলো স্কিপ করে যায়, তাই দেখবেন এই জব গুলোতে প্রপোসাল ও কম জমা পড়ে।

7: আপওয়ার্ক এ মেম্বারশিপ প্লাস নেয়া থাকলে আপনি প্রতিটি জব এ বিড করার সময় ম্যাক্সিমাম ও মিনিমাম বিড রেট দেখতে পাবেন। অর্থাৎ আপনার আগে যারা ওই জব এ বিড করেছে তাদের ম্যাক্সিমাম ও মিনিমাম বিড রেঞ্জ দেখতে পাবেন। আইডিয়া পাওয়ার পর আপনি দেখুন ক্লায়েন্ট এর বাজেট কত? ফিক্সড প্রাইস এর কাজে ক্লায়েন্ট এর এস্টিমেটেড বাজেট দেখতে পাবেন।

8: যদি ক্লায়েন্ট এর বাজেট ২০০ ডলার হয়, আপনি ওই কাজ ৫০০-৬০০ ডলার এ বিড করলে ইন্টারভিউ বা ইনবক্স এ knock পাওয়ার চান্স থাকবে না বললেই চলে। ধরা যাক আপনার বাজেট মন মতো হলো না, তারপর ও বিড করার সময় ক্লায়েন্ট এর এস্টিমেটেড বাজেট এর কাছাকাছি এমাউন্ট এ বিড করুন। তারপর ক্লায়েন্ট ইনবক্স এ আসলে আপনি ভিডিও কল এ নিয়ে আসুন, আপনি সুন্দর ভাবে ভিডিও কল এ যদি ক্লায়েন্ট এর সাথে কম্যুনিকেট করতে পারেন, আপনি কি কি ফীচার দিবেন বুঝিয়ে বলতে পারেন, আপনার আগের কাজের স্যাম্পল দেখতে পারেন, ক্লায়েন্ট এর বাজেট এমনিতেই বাড়িয়ে নিতে পারবেন।

9: একই কভার লেটার বার বার কপি পেস্ট না করে প্রতিটি কভার লেটার আলাদা ভাবে লিখুন, ক্লায়েন্ট যা চাইবে শুধু তার প্রতিটি লাইনের উত্তর দিয়ে যাবেন ক্রিয়েটিভলি, কিভাবে কাজটি করবেন পুরো প্রসেস লিখে ফেলুন কভার লেটার এ। কত সময় নিবেন, কাজের প্রসেস গুলো কি হবে ডিটেল এ লিখুন। পাশাপাশি আপনার আগের করা কিছু সিমিলার কাজের পোর্টফোলিও লিংক অ্যাড করুন প্রপোসাল এর সাথে। এখন আপওয়ার্ক এ পোর্টফোলিও হাইলাইট অপসন চালু করেছে, তা ব্যবহার করুন।

10: সাধারণত একটা জব পোস্ট করার পর ১৫-২০ মিনিট ক্লায়েন্ট অনলাইন এ থাকে। যদি এই সময়ের মধ্যে বিড করে ফেলা যায় তাহলে কম্পিটিশন কম থাকে, ক্লায়েন্ট এর নজরে পড়ার চান্স ও বেশি থাকে এবং সর্বোপরি হায়ার হওয়ার চান্স বেড়ে যায়। বিশেষ করে নতুন ক্লায়েন্টদের ক্ষেত্রে এই ট্রিকসটি চমৎকার কাজে দেয়। ২০-৫০ জন এপলাই করে ফেলার পর বিড করলে কাজ পাওয়ার সুযোগ যথেষ্ট কমে যায়। কারণ ততক্ষনে অনেক এক্সপার্টরা বিড করে ফেলে, ক্লায়েন্ট এর হাতে যথেষ্ট অপসন চলে আসে। সাধারণত ভোরের দিকে US, UK সহ ভালো ক্লায়েন্টদের জব পোস্ট গুলো আসতে থাকে।

11: ক্লায়েন্ট এর মেনশন করে দেয়া স্কিল এন্ড এক্সপার্টাইস দেখে নিন :

আপওয়ার্ক এর জব ডেসক্রিপশন এর একটু নিচেই পাবেন ক্লায়েন্ট কি কি স্কিল চাচ্ছে। দেখে নিন আপনার প্রোফাইল এ এই স্কিলসেট গুলো অ্যাড করা আছে কিনা। তাহলে অনেকের মাঝে বা অনেকের পরে বিড করেও আপনি চলে আসতে পারেন টপ এ (বেস্ট ম্যাচ) সেকশন এ। সাধারণত অনেক প্রপোসাল এর মাঝে আপওয়ার্ক ১-২ জনকে বেস্ট ম্যাচ দেখিয়ে সবার উপরে নিয়ে আসে। তবে বেস্ট ম্যাচ আপনার টোটাল ইনকাম, জব সাকসেস স্কোর, টপ রেটেড ব্যাজ ও সেই স্কিল এর কয়টি কাজ করেছেন তার উপরও নির্ভর করে।

12: বেশিরভাগ ফ্রিল্যান্সার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ফিলিপাইন থেকে কাজ করে, আর এই দেশ এর টাইম জোন কাছাকাছি। রাতের দিকে অর্থাৎ রাত ১ তা থেকে সকাল ৬-৭ টা পর্যন্ত টপ রেটেড বা এস্টাব্লিশড ফ্রীলান্সাররা ঘুমিয়ে থাকেন। এই পুরো সময়টা জুড়ে প্রপোসাল পাঠান। একটু পর পর রিলোড দিয়ে জব পোস্ট পড়ুন, কভার লেটার লিখুন, সব কভার লেটার পাঠানোর দরকার নাই। কভার লেটার লিখে মুছে ফেলুন, আপনার পছন্দের ২-৩ টি জব এ প্রপোসাল পাঠান প্রতিদিন।

13: ক্লায়েন্ট এর সাথে ইন্টারভিউ তে ভিডিও কল এ আসার চেষ্টা করুন। এবং ভিডিও কল এ ক্লায়েন্ট এর কাজের সম্পর্কে পর্যাপ্ত ইনসাইট প্রদান করুন। বাজেট বলুন ও কতদিন এ কাজ ডেলিভারি দিতে পারবেন তা জানান। আওয়ারলি কাজ গুলোতেও টোটাল কেমন বাজেট লাগতে পারে তা ক্লায়েন্ট কে জানান। পারবেন কিছু সিমিলার কাজের পোর্টফোলিও শেয়ার করুন ক্লায়েন্ট এর সাথে। ভিডিও কল এ আপনাকে অনেক ভালো ইংরেজি বলতে হবে এমন নয়, আপনার ভাঙা ইংরেজি দিয়ে ক্লায়েন্ট কে বুঝতে পারলেই চলবে। মনে রাখবেন ভিডিও কোনভার্সেশন এ কাজ পাওয়ার চান্স ৭০% বেড়ে যায়।

14: ক্লায়েন্ট এর অফার পেয়েই কাজ একসেপ্ট করে ফেলবেন না, আগে এ দেখুন কাজটি আপনি শতভাগ পারবেন কিনা। কারণ প্রথম ৫-৮ টি কাজের রেটিং রিভিউ এর উপর আপনার জব সাকসেস স্কোর(JSS) ডিপেন্ড করবে। প্রথমেই জব সাকসেস স্কোর(JSS) কমে গেলে সেই প্রোফাইল নিয়ে আপনাকে ভুগতে হবে।

15: আপনার প্রোফাইল এ যথেষ্ট পোর্টফোলিও ও প্রজেক্ট আপলোড করুন। পোর্টফোলিও আপলোড করার ক্ষেত্রে সুন্দর করে মক-আপ তৈরী করে পোর্টফোলিও তৈরী করুন, আর আপনি যত ধরণের কাজ পারেন সব গুলোর উপর আপওয়ার্ক এ প্রজেক্ট দেওয়ার চেষ্টা করুন। আপওয়ার্ক এর প্রজেক্ট ফাইভার এর গিগ এর মতো। তাই প্রপোসাল পাঠানো কিংবা বিড করা ছাড়াই আপনি যথেষ্ট ক্লায়েন্ট এর নক পেতে থাকবেন আপওয়ার্ক এর প্রজেক্ট এর মাধ্যমে। পাশাপাশি আপওয়ার্ক এ ৩০ ও ৬০ মিনিটের কন্সালটেন্সি সেট করুন। চাইলে কিছু প্রজেক্ট এ বুস্ট ফীচার ব্যবহার করতে পারেন।

16: আপনার আপওয়ার্ক প্রোফাইল এর Available ব্যাজ ও প্রোফাইল বুস্ট অপসন সব সময় চালু রাখুন। কিছু কানেক্ট খরচ হলেও আপনার প্রোফাইল এর ভিউ ও যথেষ্ট ইনভাইটেশন আপনি পেতে থাকবেন, তাই দ্রুত কাজ পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।

17: আপওয়ার্ক এ মেম্বারশিপ প্লাস ব্যবহার করুন, এটি আপনাকে কিছু হিডেন বেনিফিট দিবে। তাছাড়াও কানেক্ট শেষ হয়ে গেলে দ্রুত কানেক্ট কিনুন। কারণ প্রথম মাসের ফ্রি কানেক্ট শেষ হওয়ার পর থেকে আপনাকে কানেক্ট কিনতেই হবে।

18: আমাদের অনেকের মধ্যে নতুন অবস্থায় একটি আলসেমি কাজ করে। একদিন সারারাত জেগে প্রপোসাল সেন্ড করি তো ২-৩ দিন ভুলে যাই। এই কাজটি করা যাবে না। অন্তত ২-৩ মাস প্রতিদিন আপনার নতুন আপওয়ার্ক একাউন্ট এ সময় দিন। উপরের স্টেপ গুলো ফলো করুন। ইনশাল্লাহ আপনার আপওয়ার্ক একাউন্ট খুব দ্রুত বুস্ট হবে, প্রতিনিয়ত কাজ আসা শুরু করবে। পর্যাপ্ত ইনভাইটেশন আসা শুরু করলে এমনেই আপনার প্রোফাইল দাঁড়িয়ে যাবে।

19: আবার অনেকে প্রতিনিয়ত কাজ আসা শুরু করলে প্রপোসাল পাঠানো বন্ধ করে দেন, আপনি মনে রাখবেন আপনি সফল ভাবে যত কাজ রোল-আউট করতে পারবেন (৫ ষ্টার রেটিং/রিভিউ সহ) তত বেশি কাজ পেতে থাকবেন। কারণ মার্কেটপ্লেস এলগোরিদম-ই হলো এটি। মার্কেটপ্লেস চায় তার ক্লায়েন্ট হ্যাপি থাকুক। তাই প্রপোসাল পাঠানো বন্ধ করা যাবে না।

15/03/2024

যদি না চান ব্যাবসায় লস
ডাটা ড্রিভেন মার্কেটিং লাগবে বস!

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং ছাড়া বিজনেস গ্রোথ সম্ভব নয়। কারন এখন মানুষ আউটডোর একটিভিটি এর থেক মোবাইল এবং কম্পিউটারেই তাদের সময় বেশি অতিবাহিত করে, সেজন্য তাদের কাছে পৌঁছানোর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কারনে ছোট থেকে বড় প্রায় সকল বিজনেস ই ডিজিটাল মার্কেটিং করে তাদের বিজনেস এর শত ভাগ সেল নিশ্চিত করছে। এখন এই যুগে এসে ও যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর দিকে গুরুত্ব না দিয়ে থাকেন, তাহলে আপনি অনেক বড় অপরচুনিটি মিস করছেন 📈

ডিজিটাল মার্কেটিং এর ভেতরে অনেক কাজ থাকে। শুধুমাত্র ডলার রেট জেনে বুস্টিং করানোটা ডিজিটাল মার্কেটিং নয়। এটি ডিজিটাল মার্কেটিং এর অতি ক্ষুদ্র একটা কাজ ও নয়। এই কাজ আপনি নিজেও করতে পারেন যদি আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে এবং পর্যাপ্ত পরিমান টাকা নষ্ট করার ইচ্ছা থাকে। কারন বুস্টিং করা মানে ৯০% রং অডিয়েন্স এর কাছে এড যাওয়া, এবং ৯০% রং অডিয়েন্স এর কাছে এড যাওয়া মানে ৯০% টাকা নষ্ট হওয়া। 😂

ডিজিটাল মার্কেটিং এর ভেতর অনেক কাজ থাকে, এর মধ্যে ব্র্যান্ডিং একটা গুরুত্বপূর্ণ কাজ। কারন কোনো কিছু বিক্রি করতে চাইলে আপনাকে আগে মানুষের কাছে পরিচিত হতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। এরপর আপনার বিজনেস অথবা প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে ভালো ভাবে বোঝাতে এবং জানাতে হবে। এরপরই মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে, কারন তারা আপনাকে তখন ভালো ভাবে চেনে। আপনি যদি প্রথম দিনেই মানুষের কাছে বিক্রি করতে চান তাহলে তারা আপনার কাছ থেকে কখোনোই প্রোডাক্ট কিনবেনা, যতই আপনার প্রোডাক্ট ভালো হয়ে থাকুক, তারা কিনবে তার কাছ থেকেই, তারা যে ব্র্যান্ড/ বিজনেস কে চেনে💼

🚀আপনি যদি দ্রুত মানুষের কাছে আপনার ব্র্যান্ড কে পরিচিত করাতে চান এবং আপনার বিজনেস থেকে পর্যাপ্ত পরিমান সেল নিশ্চিত করতে চান তাহলে এর জন্য অনেক কৌশল আছে, যেগুলো একজন এক্সপেরিয়েন্সড ডিজিটাল মার্কেটার জানেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি একজন ব্যাবসায়ি, আপনি ই তো সব ভালো বুঝেন তাহলে আপনি ভুল জানেন, কারন ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর এবং অনেক এডভান্সড অপশন এবং স্ট্রাটেজি এর কাজ আছে এখানে। এগুলো নিয়ে একজন ডিজিটাল মার্কেটার সবসময় রিসার্চ এবং কাজ করে থাকেন। সো তিনিই ভালো বুঝতে পারবেন আপনার বিজনেস এর জন্য কেমন স্ট্রাটেজি প্রয়োজন এবং কিভাবে আপনার বিজনেস কে ডিজিটালি প্রসার করানো যায়।

🔥বুস্টিং করিয়ে আন্দাজে তির না ছুড়ে আপনি যদি আপনার বিজনেস কে সঠিক এবং আপনার টারগেটেড কাস্টমার এর কাছে নিয়ে যেতে চান তাহলে আপনাকে একটা স্ট্রাটেজি ফোকাসড এজেন্সি অথবা অভিজ্ঞ কোনো ডিজিটাল মার্কেটার এর হেল্প নিতে হবে।
আমরা স্ট্রাটেজি ফোকাসড মার্কেটিং করি। প্রত্যেকটা বিজনেস এর জন্য আলাদা আলাদা স্ট্রাটেজি প্রয়োজন হয়ে থাকে। প্রপার মার্কেট রিসার্চ করার পরেই আমরা একটা মার্কেটিং স্ট্রাটেজি তৈরি করি এবং সেলস ফানেল মেইন্টেইন করে স্ট্রাটেজি ফোকাসড মার্কেটিং করে থাকি‼️
ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়ে থাকলে আমাদের পেইজ এ মেসেজ করতে পারেন। আমরা অল্প কাজ করে থাকি তবে কোয়ালিটি কাজ করার চেষ্টা করি। আপনার সাথে বিস্তারিত কথা বলেই সিধান্ত নেয়া হবে যে কিভাবে শুরু করা যেতে পারে💯

ধন্যবাদ।

📞 যোগাযোগ করুন
ফোন:01576481592
WhatsApp: 01767-173937

25/02/2024

আসসালামু ওয়ালাইকুম
প্রিয় বালারহাটবাসী
আমাদের BL-IT PARK এর হয়ে কাজ করার জন্য কিছু পরিশ্রমি জনবল দরকার।
BL-IT PARK আপনাদের জন্য দিচ্ছে কাজ শেখার পাশাপাশি ইনকামের নিশ্চয়তা।
আমাদের সংঙ্গে যুক্ত হতে প্রয়োজন:
১.স্মার্ট ফোন।
২.কাজ শেখার ইচ্ছা।
৩.ইতিবাচক চিন্তাভাবনা।
শিক্ষাগত যোগ্যতা :
এস.এস.সি পাশ & রানিং স্টুডেন্ট।
আগামি ২৮ এবং ২৯ তারিখে স্ব-শরিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইলো।
যোগাযোগের ঠিকানা:
Email:[email protected]
Phone:01767-173937
সেতু ডিজিটাল স্টুডিও বালারহাট,মিঠাপুকুর,রংপুর

04/02/2024
18/12/2023

ইংরেজিতে ৫০টি গালি!
এবার গালি হবে আনলিমিটেড
1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে

Send a message to learn more

18/12/2023

1. আমি কফির চেয়ে চা পছন্দ করি।
I prefer tea to Coffee.
2. আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।
I prefer chicken to beef.
3. আমি ঝালের চেয়ে টক পছন্দ করি।
I prefer sour to pungent.
4. আমি শার্টের চেয়ে পান্জাবী পছন্দ করি।
I prefer panjabi to shirt.
5. আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি।
I prefer Cricket to Football.
6. আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি।
I prefer Ronaldo to Messi.
7. আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি।
I prefer computer to mobile.
8. আমি লালের চেয়ে কালো পছন্দ করি।
I prefer black to red.
9. আমি স্প্যানিশ এর চেয়ে ইংলিশ পছন্দ করি।
I prefer English to Spanish.
10. আমি জুস এর চেয়ে কোকাকোলা পছন্দ করি।
I prefer Coca-cola to juice.
কালেক্টেড.....^
পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

Send a message to learn more

Address

Post-Balarhat, Sub-Dis:-Mithapukur
Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when BL-IT PARK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share