ɢᴀᴍɪɴɢ᭄ᴀɴɪs

ɢᴀᴍɪɴɢ᭄ᴀɴɪs ◥◣♓◢◤ MY V♡I♡P◥◣♓◢◤

▀▄▀▄▀Official V.i.p id▀▄▀▄▀▄©

✔✔▓█ VIP ACCOUNT █▓✔✔

▄ ▅ ▆ ▇ █FB VIP ©ACCOUNT █

16/09/2024

জীবনে আর কত কি যে দেখতে হবে🤭

14/06/2024

Argentuna v Guatemala live Match

সরাসরি এই পেজ থেকে লাইফ দেখানো হবে
14/06/2024

সরাসরি এই পেজ থেকে লাইফ দেখানো হবে

14/06/2024

Germany v scotland

17/04/2024

🥰🥰

ফুলবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, থানায় মামলাকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধ...
12/02/2024

ফুলবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, থানায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । পুলিশ ভিকটিম স্কুল ছাত্রীকে রবিবার রাতে উদ্ধার করে সোমরার বিকালে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয়টারী গ্রামের হোসেন স্ত্রী সহ ঢাকার ইট ভাটায় কাজ করেন। তার মেয়ে একই এলাকার সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে। পিতামাতা বাড়ীতে না থাকায় মেয়েটি পাশ্ববর্তী তালুকদার পাড়া গ্রামে তার নানা আবুবক্কর সিদ্দিকের বাড়ীতে থাকেন। গত শুক্রবার ০৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেয়েটি বাইসাইকেল যোগে ঔষধ কেনার জন্য পাশ্ববর্তী টনকার মোড় বাজারে যান। ঔষধ কিনে বাড়ী ফেরার সময় একাকি পেয়ে দাসিয়ার ছড়া রাসমেলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহাগ (১৮), একই গ্রামের রফিকুল ইসলাম অপুর ছেলে ময়নুল ইসলাম (২২) ও মজিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৩) মেয়েটির মুখ চেপে ধরে রাসমেলা নদীর পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। কিছুক্ষন পর ওই পথ দিয়ে চলাচলকারী পথচারীরা রাস্তার ধারে বাইসাইকেল পড়ে থাকতে দেখে এদিক সেদিক খোঁজাখুঁজি করলে নদীর ধারে ওই তিনজনকে দেখতে পায়। লোকজনের চিৎকারে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে তাদের সনাক্ত করে। পরে মেয়েটিকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে তার নানীর বাড়ীতে পৌছে দেয়।

এ ঘটনার পর আপোষ মিমাংসার জন্য স্থানীয় মাতব্বররা রবিবার সারাদিন ওই পরিবারের উপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়। সোমবার সকালে ঢাকা থেকে বাড়ীতে ফেরেন মোশারফ হোসেন। পরে তিনি বাদী হয়ে ৩ জনকে আসামী করে সোমবার ১২ ফেব্রুয়ারী বিকালে ফুলবাড়ী থানায় ধর্ষন মামলা দায়ের করেন।

মেয়েটির মা ফেরদৌসী বেগম বলেন, তিন নরপশু মিলে আমার মেয়েটার সর্বনাশ করেছে। আমি ধর্ষকদের উপযুক্ত শাস্তি চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালোবাসা দিবসের শুভেচ্ছামুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার...
12/02/2024

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

মুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার্থী স্বর্ণা আক্তার নিহত। মোটরসাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। বাইকের পেছন থেকে পড়ে যায় মেয়েটি ট্রাকের চাকার নিচে চলে যায় মেয়েটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই যুবক।
ভালবাসা

হে আমার বোন আর কবে বুঝবে তুমি 😭

10/02/2024

-শৈশবের দিনগুলো কেমন ছিলো.!?
- শৈশবে কখনো এমন ভাবে মাছ ধরেছিলেন.!🥰🥀

10/02/2024

অনেক মিস করবো -
- স্কুল জীবনের দিন গুলো..!!🙂💔🥀

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɢᴀᴍɪɴɢ᭄ᴀɴɪs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ɢᴀᴍɪɴɢ᭄ᴀɴɪs:

Share