04/06/2023
:-__01
From: আপনার দিকে আড় চোখে তাকানো মেয়েটা।
(পড়লেই বুঝতে পারবেন। )
To :অয়ন( fb id "Ba Ayon")
এই যে মিস্টার?
হ্যাঁ আপনাকেই বলছি। রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের দিকে ও ভাবে ড্যাব ড্যাব করে তাকায় থাকেন কেন শুনি !!😡আমায় ছাড়া অন্যকোন মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো বলে দিলাম। 😤আপনার ওই চোখ শুধু আমায় দেখবে আর কাউকে না।🤦♀️
প্রিয় 🥰
আগে কখনো কাউকে নিয়ে এভাবে লিখিনি।তাই সব অগোছালো।আপনাকে নিয়ে অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু ভালোবাসার মানুষের ব্যাপারে লিখে কি আর শেষ করা যায়!!সব কিছু লিখে প্রকাশ করাও যায় না। আপনাকে প্রথম দেখেছি (পল্টন মোরে) সৃষ্টি একাডেমির সামনে একটি দোকানে। প্রায় সময় ওখানেই আপনাকে দেখা যায়। জানিনা সব সময় ওই দোকানটার আশেপাশেই কেন ঘুরঘুর করেন।হয়তো আমাকে দেখার জন্যই।🤦♀️আপনার নাম ছাড়া,বাসা কই,কিসে পড়েন কিছুই জানিনা।প্রথম দেখাতেই আপনাকে ভালোবাসে ফেলেছি। 🥰আপনাকে একদিন না দেখলে মনে হয় কত যুগ আপনাকে দেখি না। আপনাকে ছাড়া অন্য কিছুই আমার মাথায় আসে না। আপনার ওই মায়াবী চেহারা ,স্টাইল ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পড়াশুনোয় ও ঠিক ভাবে মন দিতে পারছি না। শুধু মনে হয় সারাটাক্ষন অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকি আপনার দিকে।😇 এতো কেন ভালো লাগে আপনাকে ??
জানেন?আমি প্রাইভেটে যাওয়ার সময় প্রতিদিন আপনাকে দেখি,প্রতিদিন দেখতে দেখতে কখন যে আপনাকে ভালোবাসে ফেলেছি তাও জানিনা। 🫣আপনি আমার অভ্যেস হয়ে গেছেন।আর আমিও বুঝি আপনিও আমাকে মনে মনে পছন্দ করেন।না হলে লুকিয়ে লুকিয়ে আমায় দেখে মুচকি হাসি দেন কেন।😇আমার দিকে তাকিয়ে আপনার দেওয়া মুচকি হাসিটা আপনার প্রতি আমার ভালোবাসা আরো হাজার গুন বাড়িয়ে দেয়।❤️🩹আমার ইচ্ছে করে আপনার সামনে গিয়ে সব বলে দিতে।কিন্তু লজ্জায় আর বলা হয়ে ওঠে না। তাই শুধু ভাবতাম,ইশশশশ,,! 🙂ধাপেরহাটে যদি কোনো কনফো পেজ থাকতো!!!
কাল রাতে ফে/বু স্ক্রল করার সময় হঠাৎ করে এই পেজটা চোখে পড়ে গেল,আমি যে কি পরিমাণ খুশি হয়েছি বলে বুঝতে পারবো না। তখন মনে হলো আপনাকে ভালোবাসি কথাটা জানানোর এটাই একমাত্র মাধ্যম তাই আর দেরি না করে লিখেই ফেললাম। 🤗
আশা করি আমায় চিনতে পেরেছেন। আর শোনেন? আমাকে দেখার জন্য রোজ রোজ ওখানে বসে সবার চোখ ফাঁকি দিয়ে আমায় দেখার দরকার নাই।সামনা সামনি ভালোবাসি বলে দিয়েন। 🥰
(বুঝে নিয়েন,অপেক্ষায় থাকলাম। )
__ভালোবাসি প্রিয় 💖🤦♀️