জয় গীতা - JoyGita

জয় গীতা - JoyGita Welcome to my fb page.

22/01/2025

পুজায় শঙ্ক কেন বাজানো হয় জেনে নেই।

19/01/2025

সূর্য প্রণাম মন্ত্র।

03/01/2025
29/12/2024

আসুন জেনে নেই ব্রহ্মা ও স্বরসতীর মাঝে সর্ম্পক। সেই সাথে এই পেজে ফলো করতে ভুলবেন না।

24/12/2024

তুলসী পুজার দিন কবে।

21/12/2024

জেনে নেই বৃন্দাবন এর প্রেম মন্দির সর্ম্পকে।

জয় বাবা ভোলানাথ
19/12/2024

জয় বাবা ভোলানাথ

শ্রীকৃষ্ণের ১০৮টি নাম, সেই ১০৮টি নাম কী কী ? ১. শ্রীনন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের পালিত বাবা তিনি রেখেছেন নন্দের নন্দন, ২. যশো...
17/12/2024

শ্রীকৃষ্ণের ১০৮টি নাম, সেই ১০৮টি নাম কী কী ?
১. শ্রীনন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের পালিত বাবা তিনি রেখেছেন নন্দের নন্দন, ২. যশোদা পালিত মা তিনি রেখেছেন যাদু বাছাধন, ৩. উপানন্দ রেখেছেন সুন্দর গোপাল, ৪. ব্রজবালক নাম রেখেছেন ঠাকুর রাখাল, ৫. সুবল নাম রেখেছেন ঠাকুর কানাই, ৬. শ্রীদাম নাম রেখেছেন রাখাল রাজা ভাই, ৭. ননীচোরা নাম রেখেছেন যতেক গোপিনী, ৮. কালসোনা নাম রেখেছেন রাধা-বিনোদিনী, ৯. কুজ্বা নাম রেখেছেন পতিত-পাবন হরি ৷
১০. চন্দ্রাবলী নাম রেখেছেন মোহন বংশীধারী, ১১. অনন্ত নাম রেখেছেন অন্ত না পাইয়া,
১২.কৃষ্ণ নাম রেখেছেন গর্গ ধ্যানেতে জানিয়া, ১৩. কন্বমুনি নাম রেখেছেন দেব চক্রপাণী, ১৪. বনমালী নাম রেখেছেন বনের হরিণী, ১৫. গজহস্তী নাম রেখেছেন শ্রীমধুসূদন, ১৬.অজামিল নাম রেখেছেন দেব নারায়ন, ১৭. পুরন্দর নাম রেখেছেন দেব শ্রীগোবিন্দ, ১৮. দ্রৌপদী নাম রেখেছেন দেব দীনবন্ধু, ১৯. সুদাম নাম রেখেছেন দারিদ্র-ভঞ্জন ৷ ছবি সংগৃহীত ৷
২০. ব্রজবাসী নাম রেখেছেন ব্রজের জীবন, ২১. দর্পহারী নাম রেখেছেন অর্জুন সুধীর, ২২.পশুপতি নাম রেখেছেন গরুড় মহাবীর, ২৩. যুধিষ্ঠির নাম রেখেছেন দেব যদুবর, ২৪. বিদুর নাম রেখেছেন কাঙ্গাল ঈশ্বর, ২৫. বাসুকিনাম রেখেছেন দেব-সৃষ্টি স্থিতি, ২৬.ধ্রুবলোকে নাম রেখেছেন ধ্রুবের সারথি, ২৭. নারদ নাম রেখেছেন ভক্ত প্রাণধন , ২৮.ভীষ্মদেব নাম রেখেছেন লক্ষ্মী-নারায়ণ, ২৯. সত্যভামা নাম রেখেছেন সত্যের সারথি ৷ ছবি সংগৃহীত ৷
৩০. জাম্বুবতী নাম রেখেছেন দেব যোদ্ধাপতি। ৩১. বিশ্বামিত্র নাম রেখেছেন সংসারের সার, ৩২. অহল্যা নাম রেখেছেন পাষাণ-উদ্ধার, ৩৩. ভৃগুমুনি নাম রেখেছেন জগতের হরি, ৩৪. পঞ্চমুখে রাম নাম রেখেছেন ত্রিপুরারি, ৩৫. কুঞ্জকেশী নাম রেখেছেন বলী সদাচারী, ৩৬. প্রহ্লাদ নাম রেখেছেন নৃসিংহ-মুরারী, ৩৭. বশিষ্ঠ রাখিল নাম রেখেছেন মুনি-মনোহর, ৩৮. বিশ্বাবসু নাম রেখেছেন নব জলধর । ছবি সংগৃহীত ৷ ৩৯. সম্বর্ত্তক নাম রেখেছেন গোবর্দ্ধনধারী ৷ ছবি সংগৃহীত ৷

৪০.প্রাণপতি নাম রেখেছেন যত ব্রজনারী, ৪১. অদিতি নাম রেখেছেন আরতি-সুদন, ৪২. গদাধর নাম রেখেছেন যমল-অর্জুন, ৪৩. মহাযোদ্ধা নাম রেখেছেন ভীম মহাবল ৪৪. দয়ানিধি নাম রেখেছেন দরিদ্র সকল, ৪৫. বৃন্দাবন-চন্দ্রনাম রেখেছেন বিন্দুদূতি, ৪৬. বিরজা নাম রেখেছেন যমুনার পতি, ৪৭. বাণী পতি নাম রেখেছেন গুরু বৃহস্পতি, ৪৮. লক্ষ্মীপতি নাম রেখেছেন সুমন্ত্র সারথি, ৪৯. সন্দীপনি নাম রেখেছেন দেব অন্তর্যামী । ছবি সংগৃহীত ৷

৫০. পরাশর নাম রেখেছেন ত্রিলোকের স্বাম, ৫১. পদ্মযোনী নাম রেখেছেন অনাদির আদি, ৫২. নট-নারায়ননাম রেখেছেন সম্বাদি, ৫৩. হরেকৃষ্ণ নাম রেখেছেন প্রিয় বলরাম, ৫৪. ললিতা নাম রেখেছেন বাদল-শ্যাম, ৫৫. বিশাখা নাম রেখেছেন অনঙ্গমোহন, ৫৬. সুচিত্রা নাম রেখেছেন শ্রীবংশীবদন। ৫৭. আয়ন নাম রেখেছেন ক্রোধ-নিবারণ, ৫৮. চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন, ৫৯. জ্যোতিষ্ক নাম রেখেছেন নীলকান্তমণি ৷ ছবি সংগৃহীত ৷

৬০. গোপীকান্ত নাম রেখেছেন সুদাম ঘরণী, ৬১. ভক্তগণ নাম রেখেছেন দেব জগন্নাথ, ৬২. দুর্বাসা নাম রেখেছেন অনাথের নাথ, ৬৩. রাসেশ্বর নাম রেখেছেন যতেক মালিনী, ৬৪. সর্বযজ্ঞেশ্বর নাম রেখেছেন শিবানী, ৬৫. উদ্ধব নাম রেখেছেন মিত্র-হিতকারী, ৬৬. অক্রুর নাম রেখেছেন ভব-ভয়হারী, ৬৭. গুঞ্জমালী নাম রেখেছেন নীল-পীতবাস, ৬৮. সর্ববেত্তা নাম রেখেছেন দ্বৈপায়ণ ব্যাস, ৬৯. অষ্টসখী নাম রেখেছেন ব্রজের ঈশ্বর ৷ ছবি সংগৃহীত ৷
৭০. সুরলোকে নাম রেখেছেন অখিলের সার, ৭১. বৃষভানু নাম রেখেছেন পরম ঈশ্বর, ৭২. স্বর্গবাসী নাম রেখেছেন সর্ব পরাৎপর, ৭৩. পুলোমা নাম রেখেছেন অনাথের সখা। ৭৪. রসসিন্ধু নাম রেখেছেন সখী চিত্রলেখা, ৭৫. চিত্ররথ নাম রেখেছেন অরাতি দমন, ৭৬. পুলস্ত্য নাম রেখেছেন নয়ন-রঞ্জন, ৭৭. কশ্যপ নাম রেখেছেন রাস-রাসেশ্বর, ৭৮. ভাণ্ডারীক নাম রেখেছেন পূর্ণ শশধর, ৭৯. সুমালী নাম রেখেছেন পুরুষ প্রধান ৷ ছবি সংগৃহীত ৷

৮০. পুরঞ্জন নাম রেখেছেন ভক্তগণ প্রাণ, ৮১. রজকিনী নাম রেখেছেন নন্দের দুলাল, ৮২. আহ্লাদিনী নাম রেখেছেন ব্রজের গোপাল, ৮৩. দেবকী নাম রেখেছেন নয়নের মণি, ৮৪. জ্যোতির্ম্ময় নাম রেখেছেন যাজ্ঞবল্ক্য মুনি, ৮৫. অত্রিমুনি নাম রেখেছেন কোটি চন্দ্রেশ্বর, ৮৬. গৌতম নাম রেখেছেন দেব বিশ্বম্ভর, ৮৭. মরীচি রাখিল নাম রেখেছেন অচিন্ত্য-অচ্যুত, ৮৮. জ্ঞানাতীত নাম রেখেছেন শৌনকাদি সুখ, ৮৯. রুদ্রগণ নাম রেখেছেন দেব মহাকাল ৷ ছবি সংগৃহীত ৷
৯০. সুরগণ নাম রেখেছেন ঠাকুর দয়াল, ৯১. সিদ্ধগণ নাম রেখেছেন পুতনা-নাশন, ৯২. সিদ্ধার্থ নাম রেখেছেন কপিল তপোধন, ৯৩. ভাদুরি নাম রেখেছেন অগতির গতি, ৯৪. মৎস্যগন্ধা নাম রেখেছেন ত্রিলোকের পতি, ৯৫. শুক্রাচার্য নাম রেখেছেন অখিল বান্ধব । ছবি সংগৃহীত, ৯৬. বিষ্ণুলোকে নাম রেখেছেন দেব শ্রীমাধব, ৯৭. যদুগণ নাম রেখেছেন যদুকুলপতি, ৯৮. অশ্বিনীকুমার নাম রেখেছেন সৃষ্টি-স্থিতি, ৯৯. অর্য্যমা নাম রেখেছেন কাল-নিবারণ ৷ ছবি সংগৃহীত ৷
১০০. সত্যবতী নাম রেখেছেন অজ্ঞান-নাশন,
১০১. পদ্মাক্ষ নাম রেখেছেন ভ্রমরী-ভ্রমর, ১০২. ত্রিভঙ্গ নাম রেখেছেন যত সহচর, ১০৩. বংকচন্দ্র নাম রেখেছেন শ্রীরূপমঞ্জরী, ১০৪. মাধুরা নাম রেখেছেন গোপী-মনোহারী, ১০৫. মঞ্জুমালী নাম রেখেছেন অভীষ্টপুরণ, ১০৬. কুটিলা নাম রেখেছেন মদনমোহন, ১০৭. মঞ্জরী নাম রেখেছেন কর্ম্মব্রহ্ম-নাশ, ১০৮. ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।

পৃথিবী প্রণাম মন্ত্র জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
04/04/2023

পৃথিবী প্রণাম মন্ত্র জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

আমরা সনাতন বা হিন্দু ধর্মালম্বীরা বিভিন্ন দেবতাকে স্মরণ করার জন্য আলাদা মন্ত্র ব্যবহার করি । তাই পৃথিবীকে প্রণা....

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when জয় গীতা - JoyGita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share