
04/05/2025
রংপুর বিভাগী সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন ত্রান ও দূর্যোগ ব্যাবস্হাপনা মন্ত্রী আসাদুজ্জামান দুলু ভাই এর ডাকে জাগো বাহে তিস্তা বাচাও প্রকল্প বাস্তবায়নে আমরা কুড়িগ্রাম জেলা বি এন পির মোঃ মোস্হাফিজার মোস্তফা ভাই (আহবায়ক)ও সোহেল হোসাইন কায়কোবাদ (সদস্য সচিব)এর নেতৃত্বে আমরা কুড়িগ্রাম বি এন পির সকল অঙ্গ সংগঠনের কর্মিরা রংপুর শাপলা চত্তরে সমাবেশ ও জেলা স্কুল পর্যন্ত রোড মার্চ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।