10/05/2023
শ্যামা কে আজ আবার দেখতে আসবে ছেলের বাড়ি থেকে। তাই শ্যামা নিজের ঘরে সাজছে। এই নিয়ে শ্যামা কে বারো বার দেখতে এল। কিন্তু কারোর শ্যামা কে পছন্দ হয় না কারণ ওর গায়ের রং কালো। এটাই ওর সবচেয়ে বড় অপরাধ।শ্যামা জন্মানোর সময় রং চাপা দেখে বাবা আদর করে ওর নাম রেখেছিল শ্যামা। এখন সেই শ্যামাই বাবার বোঝা হয়ে গেছে।
যাইহোক, আজ শ্যামা কে দেখতে আসবে বলে শ্যামাকে আবার সেই লাল শাড়ি ,লাল টিপ, মুখে ক্রিম ,ঠোঁটে গাঢ় করে লিপস্টিক পরে কার্টুনের মতো সাজতে হল। শ্যামা বাবার কথা মতো চা নিয়ে পাত্রপক্ষের কাছে এল। পাত্রপক্ষ প্রচুর টাকা পণ চাইলো, যা দেওয়ার সামর্থ্য শ্যামার বাবার নেই।মেয়ে কালো বলে তারা নাকি এত দাবি করছে। এই সমন্ধ টা ও ভেঙে গেল।শ্যামার আজ বাবা কে দেখে খুব অসহায় লাগছে। শ্যামার সাথে এই ছেলে টা আলাদা কথা বলেছিল। এরকম সব ছেলে দেখতে এসে আলাদা প্রশ্ন করে,শ্যামা ও উত্তর দেয়। এরপর আর একদিন আর এক পাত্রপক্ষ দেখতে এসেছিল।শ্যামা পুনরায় কার্টুনের মতো সেজে চা নিয়ে গেল। এরাও অনেক দাবিদাওয়া করছে। শ্যামার বাবা অনুরোধ করছে পাত্রপক্ষ কে দাবিদাওয়া একটু কমাতে।শ্যামা কে এই ছেলে টিও প্রশ্ন করছে।শ্যামা কে আজ পর্যন্ত যত ছেলে দেখতে এসেছে, তাদের সবার উত্তর ও শান্ত ভাবে দিয়েছে। কিন্তু আজ শ্যামা চুপ থাকতে পারল না।
ছেলেটি শ্যামা কে জিজ্ঞেস করলো-"তুমি ভার্জিন তো?"
শ্যামা আর সহ্য করতে না পেরে বলে উঠল-"আপনি নিজে ভার্জিন তো?"
ব্যাস সমন্ধ টা আবার ভেঙে গেল। শ্যামা এই উত্তর দেওয়ার জন্য বাবার কাছে বকা খেল। আবার আর একদিন এক পাত্রপক্ষ শ্যামা কে দেখতে এল।শ্যামা পুনরায় একই বেশে হাজির। কিন্তু এই পাত্রের কোনো দাবিদাওয়া নেই। আর এই পাত্র শ্যামা কে কোনো প্রশ্ন ও করলো না।শ্যামা অবাক হয়ে বলল-"আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না?" তখন ছেলেটি বলল- "না। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।"
শ্যামা আরও অবাক হয়ে গেল ছেলেটির পরের কথায়। ছেলেটা বলল-"আপনার এতো মেকআপ করার দরকার নেই, আপনি এমনিতেই খুব সুন্দর"।এই কথা শুনে শ্যামা খুশিতে কেঁদে ফেলল।
আসলে আমাদের সমাজে সবাই বাইরের সৌন্দর্য টাই দেখে, ভেতরটা কেউ বোঝে না। আসল সৌন্দর্য বুঝতে গেলে মন থাকা দরকার। এরকম কত মেয়ে অপমানের শিকার হচ্ছে রোজ।প্লিজ এমন করবেন না।রূপ ধুয়ে কি জল খাবেন,নিশ্চয়ই না।তাহলে রূপ নয় মন দেখুন।কারণ রূপবতী মেয়ে যদি মনের দিক থেকে খারাপ হয়, তাকে বাড়ির বউ করে নিয়ে গিয়ে অনুশোচনা করতে হবে।
©️
👉লেখাটি ভালো লেগে থাকলে অবশ্যই, পেজে- লাইক সবং ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ ❤️❤️