স্বপ্নবাজ

স্বপ্নবাজ সকল ধরনের আপডেট খবরাখবর পেতে পেজে লাইক ও ফলো দিয়ে রাখুন।

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Azinur Rahman, Jahidul Islam, Mosharaf Biswas, Md Tami...
09/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Azinur Rahman, Jahidul Islam, Mosharaf Biswas, Md Tamim Iqbal Tobarak, HM Abul Hossain, Nazmul Vlogar, মিঠুন রায়, MD Belal Hossain Raju, Rashed Uzzaman, Uttom Roy, Motaleb Motaleb, Ripon Islam, Md Salim Hossain, Amena Khatun

08/08/2025

নীলফামারীর দালাল বাজারে একটি ব্রয়লার ফার্মে ভয়াবহ অগ্নিকান্ড। 🔥🔥

08/08/2025

'𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦'
𝐓𝐨𝐝𝐚𝐲 𝐢𝐬 𝐚 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐃𝐚𝐲 𝐅𝐨𝐫 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦𝐬.

𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛a𝐫ak 🕋

রংপুরের এক ছেলে ও মেয়ের প্রেম করে বিয়ে, অতঃপর দুজনে তিলে তিলে গড়ে তোলেন হাজার কোটি টাকার প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার!ক...
18/07/2025

রংপুরের এক ছেলে ও মেয়ের প্রেম করে বিয়ে, অতঃপর দুজনে তিলে তিলে গড়ে তোলেন হাজার কোটি টাকার প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার!

কলেজে পড়ার সময় প্রেম, বিশ্ববিদ্যালয়ে উঠে গড়ায় পরিণয়ে। দুজনেই ছিলেন বেকার। ফলে পরিবার থেকে আসে বাধা। নিজেদের মতো করে স্বাবলম্বী হতে পারলে তবেই মেনে নেওয়া হবে এই সম্পর্ক—এমন শর্ত জুড়ে দেয় পরিবার। দিশাহারা এই তরুণ দম্পতি তাই নেমে পড়েন জীবনসংগ্রামে। শূন্য থেকে শুরু করা সেই যাত্রায় তাঁরা এগিয়েছেন বহুদূর। তাঁদের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানে এখন কাজ করেন প্রায় বিশ হাজার মানুষ।

ক্যারিয়ারে সফল এই দম্পতির নাম কে এম রিদওয়ানুল বারী এবং জোয়াইরিয়া মোস্তারি। তাঁরা দুজনে মিলে গড়ে তুলেছেন স্টেডফাস্ট কুরিয়ার নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন রিদওয়ানুল আর জোয়াইরিয়া আছেন চেয়ারম্যান পদে।

তাঁদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি জটিল। এইচএসসিতে রংপুরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন তাঁরা। সেখানেই তাঁদের প্রেম হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাতপাঁচ না ভেবে পরিবারের অগোচরে দুজনে বিয়ে করে ফেলেন। বেকার অবস্থায় কী করবেন, কীভাবে চলবেন—এমন ভাবনায় অনেকটা নির্ঘুম রাত কাটে তাঁদের। অন্যদিকে বিয়ের কথা পরিবারকে না জানানোর বিষয়টি নিয়েও ভাবনায় পড়েন।

আলহামদুলিল্লাহ, আজ তারা হ্যাপী। জীবনে লেগে থাকলে আসলে কোনো বাঁধাই চুড়ান্ত বাঁধা নয়।

শুভকামনা SteadFast Courier🌹❤️

09/06/2025

ঈদ আসলেই,
মৃ'ত মানুষের কথা মনে পড়ে বেশি।

12/05/2025

ওরা মুসলিম মুক্ত ভারত চায়, আমরা ভারত মুক্ত পৃথিবী চাই!

ঘাম ঝরে পড়ে যাদের পরিশ্রমে, গড়ে ওঠে সভ্যতার ভিত্তি—শ্রদ্ধা ও ভালবাসা সেইসব শ্রমিক ভাই-বোনদের প্রতি।সকলকে আন্তর্জাতিক ম...
01/05/2025

ঘাম ঝরে পড়ে যাদের পরিশ্রমে, গড়ে ওঠে সভ্যতার ভিত্তি—শ্রদ্ধা ও ভালবাসা সেইসব শ্রমিক ভাই-বোনদের প্রতি।

সকলকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা!💗🌺

27/04/2025

অধিকার যেখানে অস্তিত্বহীন, অভিমান সেখানে হাস্যকর।

27/04/2025

সমাপ্তি মানেই শেষ নয়, 'END' শব্দটির মানে হচ্ছে Effort Never Dies, অর্থাৎ প্রচেষ্টার মৃ'ত্যু নেই।

আমাদের প্ৰিয় রংপুর বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক..!💗🌹রংপুর বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদে...
25/04/2025

আমাদের প্ৰিয় রংপুর বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক..!💗🌹

রংপুর বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়। রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত।

রংপুর বিভাগের ৮ টি জেলায় মোট ৫৮ টি উপজেলাসমূহ:
১. রংপুর: সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা ও তারাগঞ্জ।

২. দিনাজপুর: সদর, পার্বতীপুর, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ।

৩. নীলফামারী: সদর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর।

৪. গাইবান্ধা: সদর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ।

৫. লালমনিরহাট: সদর, আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম।

৬. ঠাকুরগাও: সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল।

৭. কুড়িগ্রাম: সদর, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী ও রৌমারী।

৮. পঞ্চগড়: সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া।

বি.দ্র: আয়তনের দিক থেকে রংপুর বিভাগে সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর এবং ছোট জেলা লালমনিরহাট।

আপনাদের কার বাড়ী কোথায়....???

17/06/2024

সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ২০২৪!

" ঈদ মোবারক "🌙

Address

Jaldhaka, Nilphamari
Rangpur
5330

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নবাজ:

Share