স্বপ্নবাজ

স্বপ্নবাজ সকল ধরনের আপডেট খবরাখবর পেতে পেজে লাইক ও ফলো দিয়ে রাখুন।

09/06/2025

ঈদ আসলেই,
মৃ'ত মানুষের কথা মনে পড়ে বেশি।

12/05/2025

ওরা মুসলিম মুক্ত ভারত চায়, আমরা ভারত মুক্ত পৃথিবী চাই!

ঘাম ঝরে পড়ে যাদের পরিশ্রমে, গড়ে ওঠে সভ্যতার ভিত্তি—শ্রদ্ধা ও ভালবাসা সেইসব শ্রমিক ভাই-বোনদের প্রতি।সকলকে আন্তর্জাতিক ম...
01/05/2025

ঘাম ঝরে পড়ে যাদের পরিশ্রমে, গড়ে ওঠে সভ্যতার ভিত্তি—শ্রদ্ধা ও ভালবাসা সেইসব শ্রমিক ভাই-বোনদের প্রতি।

সকলকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা!💗🌺

27/04/2025

অধিকার যেখানে অস্তিত্বহীন, অভিমান সেখানে হাস্যকর।

27/04/2025

সমাপ্তি মানেই শেষ নয়, 'END' শব্দটির মানে হচ্ছে Effort Never Dies, অর্থাৎ প্রচেষ্টার মৃ'ত্যু নেই।

আমাদের প্ৰিয় রংপুর বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক..!💗🌹রংপুর বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদে...
25/04/2025

আমাদের প্ৰিয় রংপুর বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক..!💗🌹

রংপুর বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়। রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত।

রংপুর বিভাগের ৮ টি জেলায় মোট ৫৮ টি উপজেলাসমূহ:
১. রংপুর: সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা ও তারাগঞ্জ।

২. দিনাজপুর: সদর, পার্বতীপুর, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ।

৩. নীলফামারী: সদর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর।

৪. গাইবান্ধা: সদর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ।

৫. লালমনিরহাট: সদর, আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম।

৬. ঠাকুরগাও: সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল।

৭. কুড়িগ্রাম: সদর, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী ও রৌমারী।

৮. পঞ্চগড়: সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া।

বি.দ্র: আয়তনের দিক থেকে রংপুর বিভাগে সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর এবং ছোট জেলা লালমনিরহাট।

আপনাদের কার বাড়ী কোথায়....???

25/04/2025

আলহামদুলিল্লাহ!

দীর্ঘদিন পর আবারও নতুন করে পথচলা শুরু হলো।

17/06/2024

সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ২০২৪!

" ঈদ মোবারক "🌙

Address

Jaldhaka, Nilphamari
Rangpur
5330

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নবাজ:

Share