25/04/2025
আমাদের প্ৰিয় রংপুর বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক..!💗🌹
রংপুর বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়। রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত।
রংপুর বিভাগের ৮ টি জেলায় মোট ৫৮ টি উপজেলাসমূহ:
১. রংপুর: সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা ও তারাগঞ্জ।
২. দিনাজপুর: সদর, পার্বতীপুর, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ।
৩. নীলফামারী: সদর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর।
৪. গাইবান্ধা: সদর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ।
৫. লালমনিরহাট: সদর, আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম।
৬. ঠাকুরগাও: সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল।
৭. কুড়িগ্রাম: সদর, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী ও রৌমারী।
৮. পঞ্চগড়: সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া।
বি.দ্র: আয়তনের দিক থেকে রংপুর বিভাগে সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর এবং ছোট জেলা লালমনিরহাট।
আপনাদের কার বাড়ী কোথায়....???